Advertisement

ইউটিলিটি

এই সব আয়োজন আর নিয়ম গঙ্গাসাগর মেলায় এই প্রথম! যাওয়ার আগে জেনে নিন

সুদীপ দে
  • 11 Jan 2021,
  • Updated 2:08 PM IST
  • 1/6

২০২১ সালে মকর সংক্রান্তি (Makar Sankranti) পড়েছে ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গাসাগর মেলায় বিপুল সংখ্যক তীর্থযাত্রীদের সমাগম হতে চলেছে। গতকাল, রবিবার থেকেই শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগর মেলা।

  • 2/6

করোনা আতঙ্কের আবহে এ বারের গঙ্গাসাগর মেলার জন্য একগুচ্ছ সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকার ও দক্ষিণ ২৪ পরগণা জেলা প্রশাসনের পক্ষ থেকে। এ বার এই মেলা উপলক্ষে বাড়তি ট্রেন, বাস ও নিরাপত্তার আয়োজন ছাড়াও বেশ কিছু নতুন নিয়ম কানুন আর সতর্কতামূলক আয়োজন রয়েছে যা গঙ্গাসাগর মেলায় এ বারই প্রথম! চলুন সেগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...

  • 3/6

করোনা সংক্রমণ থেকে বাঁচতে আগাম সতর্কতা হিসাবে এ বারই প্রথম গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রী, কর্মচারী ও কর্মকর্তাদের মেডিক্যাল স্ক্রিনিং করা হবে৷ এখানে Antigen Rapid Test-এর ব্যবস্থাও রয়েছে। এখানে আগত তীর্থযাত্রীদের এবং তাঁদের আনাগোনা সুষ্ঠ ভাবে নিয়ন্ত্রণের জন্য নিযুক্ত ব্যক্তিদের নমুনা পরীক্ষা করা৷

  • 4/6

করোনা সংক্রমণ থেকে বাঁচতে আগাম সতর্কতা হিসাবে মাস্ক ও স্যানিটাইজারের ব্যবহার এবং যথাযথ শারীরিক দূরত্ব বজায় রাখার উপর বিশেষ নজরদারি করা হচ্ছে। বায়ো মেডিকেল বর্জ্য নিষ্পত্তি করার বিশেষ ব্যবস্থা করা হয়েছে।

  • 5/6

করোনা সংক্রমণ থেকে বাঁচতে আগাম সতর্কতা হিসাবে এ বারই প্রথম গঙ্গাসাগর মেলায় তীর্থযাত্রী, কর্মচারী ও কর্মকর্তাদের জন্য মোট ৫১৫টি শয্যা বিশিষ্ট ৬টি অস্থায়ী করোনা হাসপাতাল তৈরি করা হয়েছে৷ মেলা চত্তরের বিভিন্ন অংশে মোট ১০২টি অ্যাম্বুলেন্স থাকবে।

  • 6/6

গঙ্গাসাগর মেলা বিভিন্ন দায়িত্বে নিযুক্ত কর্মীদের মধ্যে করোনার কোনও রকম উপসর্গ দেখা দিলে, তাঁদের কাকদ্বীপে একটি পৃথক ‘সেফ হোম’-এ রাখার ব্যবস্থা করা হয়েছে৷ গঙ্গাসাগর মেলায় আগত করোনা পজিটিভ রোগীদের জন্য মোট ৬৪৫টি শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে৷

Advertisement
Advertisement