Advertisement

ইউটিলিটি

Sovereign Gold Bond: ১০ মাসের মধ্যে সবচেয়ে সস্তায় সোনা কেনার আজই শেষ দিন!

Aajtak Bangla
  • 05 Mar 2021,
  • Updated 12:14 PM IST
  • 1/8

এ পর্যন্ত অগাস্টের পর থেকে সোনার দাম প্রায় ১১ হাজার টাকা কমে গিয়েছে। দেশীয় বাজারে সোনার দাম ৪৫ হাজার টাকার নিচে নেমে গিয়েছে। এই সুযোগে সোনায় বিনিয়োগের কথা ভাবছেন? তাহলে আজই তার শেষ দিন!

  • 2/8

১ মার্চ, সোমবার থেকে শুরু হয়েছে দ্বাদশ সিরিজের সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পের সাবস্ক্রিপশন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরিচালিত এই প্রকল্পে ৫ মার্চ পর্যন্ত বিনিয়োগ করা যাবে।

  • 3/8

সোভর্ইন গোল্ড বন্ড স্কিমটি বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) জারি করা একটি সার্বভৌম স্বর্ণ বন্ড স্কিম। সার্বভৌম স্বর্ণবন্ড প্রকল্পের অষ্টম সিরিজে সোনার দাম প্রতি গ্রামে ৫,১৭৭ টাকা ছিল, নবম সিরিজে স্বর্ণবন্ডের দাম ছিল প্রতি গ্রামে ৫,০০০ টাকা, দশম সিরিজে স্বর্ণবন্ডের দাম প্রতি গ্রামে ৫,১০৪ টাকা।

  • 4/8

তবে দ্বাদশ সিরিজে বিগত ১০ মাসে সবচেয়ে সস্তায় সোনা কেনার সুযোগ পাবেন আম জনতা! দ্বাদশ সিরিজে স্বর্ণবন্ডের দাম ৪,৬৬২ টাকা প্রতি গ্রাম। অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের দাম আরও কম।

  • 5/8

প্রতিবারের মতো এ বারেও অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের বন্ডের নির্ধারিত দামের উপর প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ, অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের মূল্য হবে প্রতি গ্রামে ৪,৬১২ টাকা।

  • 6/8

এই প্রকল্পের আওতায় ১ গ্রাম থেকে ৪ কেজি পর্যন্ত স্বর্ণ বন্ড সোনার বাজার দরের তুলনায় কম দামে কেনার সুযোগ পাবেন।

  • 7/8

এই স্বর্ণ বন্ডের মেয়াদ ৮ বছর। তবে ৫ বছর পর এই স্বর্ণ বন্ডের অর্থ প্রত্যাহারের বিকল্পও পাবেন বিনিয়োগকারীরা।

  • 8/8

এই স্বর্ণ বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাঙ্ক, বিএসই, এনএসই ওয়েবসাইট বা ডাকঘর যোগাযোগ করতে হবে। এদের ওয়েবসাইটের মাধ্যমে স্বর্ণ বন্ডে অনলাইনে বিনিয়োগ করা যাবে। এটি অত্যন্ত সুরক্ষিত বিনিয়োগ।

Advertisement
Advertisement