Advertisement

ইউটিলিটি

Labour Participation Rate: স্ত্রীর উপার্জন স্বামীর তুলনায় বেশি, বিশ্বে এমন ক’টা দেশ আছে জানেন?

সুদীপ দে
  • 15 Oct 2021,
  • Updated 3:00 PM IST
  • 1/7

স্ত্রীর আয় স্বামীর তুলনায় বেশি সময় ধরে বিশ্বের ৪৫টি দেশের ২ কোটি ৮৫ লক্ষ পরিবারের দম্পতিদের মতামত একত্রিত করে সম্প্রতি একটি সমীক্ষার রিপোর্ট প্রকাশ করেছে ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের সেন্টার অব পাবলিক পলিসি।

  • 2/7

এই সমীক্ষায় ২ কোটি ৮৫ লক্ষ পরিবারে, দম্পতিদের পারিবারিক বিভিন্ন ক্ষেত্রে যোগদান সম্পর্কিত বিভিন্ন বিষয়ে দীর্ঘ ৪৩ বছরের তথ্য সংগৃহিত ও বিশ্লেষিত হয়েছে। আর সেই তথ্য অনুযায়ী, বিশ্বে এমন কোনও দেশ নেই যেখানে স্ত্রীর গড় আয় স্বামীর তুলনায় বেশি!

  • 3/7

কেন বিশ্বের প্রায় সর্বত্র মহিলাদের গড় আয় পরিবারের পুরুষদের তুলনায় কম? গবেষণায় দেখা গিয়েছে, মহিলাদের কম উপার্জনের পিছনে মূল কারণ হল, বিশ্বের অধিকাংশ মহিলাই নিজেদের বেশির ভাগ সময় ব্যয় করেন অবৈতনিক ঘরোয়া কাজে। সন্তাস সামলান, রান্না-বান্না, সংসারের এমন অনেক কাজের ক্ষেত্রে তাঁরা কোনও পারিশ্রমিক পান না।

  • 4/7

যেখানে বিশ্বে পুরুষরা অবৈতনিক ঘরোয়া গৃহস্থালির কাজে দিনের মধ্যে গড়ে ৮৩ মিনিট ব্যয় করেন, সেখানে এই সমস্ত কাজে মহিলারা গড়ে প্রতিদিন প্রায় ২৬৫ মিনিট ব্যয় করেন। অর্থাৎ, অবৈতনিক গৃহস্থালির কাজে মহিলাদের দৈনিক যোগদান পুরুষদের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

  • 5/7

ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) মতে, ইরাকে মহিলারা দিনে সর্বোচ্চ ৩৪৫ মিনিট বিনা বেতনে কাজ করেন, তাইওয়ানে মহিলারা দিনে ১৬৮ মিনিট সময় ব্যয় করেন অবৈতনিক গৃহস্থালির কাজে।

  • 6/7

২০২১ সালে ভারত ২৮তম স্থানে নিচে নেমে এসেছে এবং সমীক্ষায় অংশগ্রহণকারী ১৫৬টি দেশের মধ্যে ১৪০তম স্থানে চলে এসেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের স্থান শেষ থেকে তৃতীয়। এই তালিকা অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তান রয়েছে ভারতেরও পরে। এই দুই দেশে মহিলাদের উপার্জনের হাল আরও খারাপ। বাংলাদেশ অবশ্য এই তালিকায় ভারতের তুলনায় এগিয়ে রয়েছে।

  • 7/7

সমীক্ষার ফলাফল বলছে, ভারতে মহিলারা গৃহস্থালির কাজে দৈনিক ২৯৭ মিনিট ব্যয় করেন, যেখানে পুরুষরা এই ধরনের কাজে রোজ মাত্র ৩১ মিনিট ব্যয় করেন। ভারতীয় পুরুষদের মাত্র এক-চতুর্থাংশের অবৈতনিক গৃহস্থালির কাজে মহিলাদের সমান যোগদান রয়েছে। ভারতীয় মহিলাদের প্রতি পাঁচজনের মধ্যে চারজনই অবৈতনিক গৃহস্থালির কাজে নিয়োজিত।

Advertisement
Advertisement