Advertisement

ইউটিলিটি

১ পয়লা এপ্রিল থেকে ট্যাক্স,ব্যাঙ্কিং-এ বদল, জেনে নিন সেই নিয়ম

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Mar 2021,
  • Updated 9:38 PM IST
  • 1/7

চলতি বছরের বাজেটে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ৭৫ বছরের ঊর্ধ্বে যাঁদের বয়স তাঁরা আয়কর রিটার্ন দাখিল করা থেকে মুক্তি পাবেন, এমনটাই জানান হয়েছে। যারা পেনশন বা সুদ থেকে অর্থ উপার্জন করেন তাদের আর আয়কর রিটার্ন জমা দিতে হবে না।
 

  • 2/7

নতুন বেতন কোডও শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে। আপনার মোট বেতনের ৫০% এখন বুনিয়াদি বেতন হবে, যার কারণে পিএফ-তে আপনার টাকার পরিমাণ বৃদ্ধি পাবে। হাতে টাকা পাবেন কিছুটা কম।
 

  • 3/7

পিএফ-তে সঞ্চয় জমা দেওয়ার জন্য সরকার একটি বড় পরিবর্তন করেছে। এখন যারা পিএফ-তে বছরে পাঁচ লক্ষ  টাকার বেশি সাশ্রয় করবে তাদের সুদের আয়ের উপর কর দিতে হবে। তাদের ৫ লক্ষের উপরে যা কিছু সঞ্চয় করা হবে তার সুদের আয়ের উপর কর আরোপ করা হবে।
 

  • 4/7

দেশে ১ এপ্রিল থেকে ব্যবসায়ীদের জন্য যারা বিটুবি লেনদেনের করেন তাঁদের জন্য ই-ওয়ে বিল বাধ্যতামূলক করা হবে। যাদের টার্নওভার বার্ষিক ৫০ কোটি টাকা। এখন এই সীমা ১০০ কোটি।
 

  • 5/7

কোভিড এর কারণে আরোপিত ভ্রমণ বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে সরকার গত বছর এলটিসি ছাড়ের প্রকল্পের আওতাধীন লোকদেরকে কর ছাড় দিয়েছিল। এলটিসিতে এই শুল্ক ছাড়ের মেয়াদ ৩১ মার্চ ২০২১ এ শেষ হবে।
 

  • 6/7

২০২১-২২ বাজেটে, সরকার ঘোষণা করেছে যে যারা তাদের ট্যাক্স রিটার্ন দাখিল করবেন না, তাদের ব্যাঙ্ক ডিপোজিটে দ্বিগুণ টিডিএস হার লাগানো হবে। এর অর্থ হ'ল কোনও ব্যক্তি আয়করের আওতায় না আসলেও তিনি রিটার্ন দাখিল না করলেও তার ব্যাঙ্ক আমানত দ্বিগুণ টিডিএস দিতে হবে।

  • 7/7

দেনা ব্যাঙ্ক , বিজয়া ব্যাঙ্ক , ওরিয়েন্টাল ব্যাঙ্ক  অফ কমার্স, ইউনাইটেড ব্যাঙ্ক  অফ ইন্ডিয়া, অন্ধ্র ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক এবং এলাহাবাদ ব্যাঙ্ক তাঁদের পুরোন চেকবুক বদল হচ্ছে।

Advertisement
Advertisement