অনেকেই জানেন না মৃত ব্যক্তির PAN কার্ড, Aadhaar কার্ড, Voter ID কার্ড নিয়ে কী করা উচিৎ বা এই জরুরি পরিচয়পত্রগুলির (ID proof) বৈধতা কতদিন থাকে!
এই জরুরি পরিচয়পত্র (ID proof) সরকারকে ফিরিয়ে দিতে হলেই বা কী করা উচিৎ তা-ও অনেকেই জানেন না। কোনও ব্যক্তির মৃত্যু হলে তার Aadhaar, PAN, Voter ID কার্ডের কী করা উচিৎ তা নিয়ে এই প্রতিবেদনে সবিস্তারে আলোচনা করা হল...
Aadhaar কার্ড কোনও ব্যক্তির পরিচয়ের এবং ঠিকানার প্রমাণপত্র হিসাবে কাজ করে। এটি একটি সচিত্র পরিচয়পত্র। রান্নার গ্যাসের ভর্তুকি থেকে যে কোনও সরকারি সাহায্য পেতে Aadhaar নম্বর জানানো বাধ্যতামূলক।
Aadhaar নম্বরটি আসলে একটি ইউনিক নম্বর। তাই মৃত্যুর পরেও এই সংখ্যাটি অন্য কাউকে দেওয়া হয় না। বর্তমানে ডেথ সার্টিফিকেটের জন্যও Aadhaar বাধ্যতামূলক না। মৃত ব্যক্তির Aadhaar কার্ড বাতিল করার কোনও প্রক্রিয়া আপাতত নেই।
আয়কর রিটার্ন জমা দেওয়া, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, ডিম্যাট অ্যাকাউন্ট চালু করা ইত্যাদি নানা জরুরি ক্ষেত্রে PAN কার্ড থাকা বাধ্যতামূলক। আয়কর রিটার্ন জমা না করা পর্যন্ত পরিবারের মৃত সদস্যের পরিজন বা উত্তরাধিকারীরা PAN কার্ড নিজের কাছে রাখতে পারেন। এর পর এই কার্ডটি Surrender করতে পারেন। কিন্তু পরিবারের মৃত সদস্যের PAN কার্ড Surrender করা বাধ্যতামূলক নয়।
মৃত ব্যক্তির Voter ID বাতিলের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। এ ক্ষেত্রে মৃত ব্যক্তির উত্তরাধিকারীকে স্থানীয় নির্বাচন কার্যালয়ে গিয়ে একটি বিশেষ ফর্ম ভরে, তার সঙ্গে ডেথ সার্টিফকেট জমা দিতে হয়। এই প্রক্রিয়া সম্পন্ন করার পরই বাতিল হবে পরিবারের মৃত সদস্যের Voter ID কার্ড।
মৃত ব্যক্তির Passport বাতিল করার কোনও নিয়ম আপাতত নেই। তবে সকলেই কম বেশি জানেন, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে সেটি নিষ্ক্রিয় হয়ে যায়। তবে পরবর্তীকালে অনেক ক্ষেত্রে প্রমাণ স্বরূপ এই Passport প্রয়োজন হতে পারে।
মৃত ব্যক্তির কোনও উত্তরাধিকারী যদি সংশ্লিষ্ট বিভাগে এই কার্ডগুলি জমা না দেন, সে ক্ষেত্রে এখনও কোনও শাস্তির বিধান নেই। কিন্তু প্রত্যেকেরই উচিৎ এই কার্ডগুলি (ID proof) নির্দিষ্ট নিয়ম মেনে Surrender করা।