
১ নভেম্বর, শনিবার থেকে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বদলে যাচ্ছে। তালিকায় রয়েছে আধার আপডেট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনেশন, GST সংক্রান্ত নিয়ম, LPG সিলিন্ডারের দাম।
ব্যাঙ্ক নমিনেশন পলিসি
ব্যাঙ্ক অ্যাকাউন্ট, লকার বা সুরক্ষিত হেফাজতে থাকা জিনিসপত্রের জন্য একজন গ্রাহক সর্বাধিক ৪ জনের নাম মনোনীত করতে পারবেন অর্থাৎ নমিনি হিসেবে উল্লেখ করতে পারবেন। শনিবার থেকে এই নীতি চালু হচ্ছে। ফলত, জরুরি ভিত্তিতে টাকা, গয়না বা মূল্যবান জিনিসপত্র তোলার জন্য গ্রাহকের পরিবারের যে সদস্যদের নাম মনোনীত রয়েছে, তাঁদের যে কোনও একদন ব্যাঙ্কে এসে প্রয়োজনীয় ফর্মালিটি পূরণ করতে পারবেন। মালিকানা নিয়েও ঝঞ্ঝাট কম হবে।
আধার আপডেট
শিশু আধার কার্ডের বায়োমেট্রিক আপডেট করতে হলে শনিবার থেকে আর কোনও টাকা লাগছে না। ইউনিক আইডেনটিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) জানিয়েছে, আগামী এক বছর শিশুদের এই বায়োমেট্রিক আপডেট করতে হলে কোনও টাকা দিতে হবে না। এত দিন দিতে হত ১২৫ টাকা। প্রাপ্তবয়স্কদের আধার কার্ডে নাম, জন্মের তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বরের তথ্য আপডেট করতে হলে দিতে হবে ৭৫ টাকা। আঙুলের ছাপ বা চোখের মণির স্ক্যান করাতে হলে দিতে হবে ১২৫ টাকা।
LPG-র দাম
১ নভেম্বর থেকে সস্তা হল LPG সিলিন্ডার। ৫ টাকা কমে গেল ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম। অক্টোবর মাসে এই সিলিন্ডারেরই দাম ১৫.৫০ টাকা বাড়ানো হয়েছিল। কলকাতায় দাম দাঁড়াল ১৬৯৪.৫০ টাকা। তবে গৃহস্থ হেঁশেল ব্যবহৃত ১৪.২ কেজি LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
GST
GST সংস্করণের পর ১২ এবং ২৮ শতাংশ স্ল্যাবটি বাদ দেওয়া হয়েছে। এখন ৫ এবং ১৮ শতাংশের স্ল্যাব রয়েছে। লাক্সারি আইটেম এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেমন সিগারেট, তামাকজাত দ্রব্যের উপর কার্যকর হবে ৪০ শতাংশ GST।
লাইফ সার্টিফিকেট
কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল অবসরপ্রাপ্ত কর্মীদের নভেম্বরের মধ্যে জীবিত থাকার শংসাপত্র (লাইফ সার্টিফিকেট) জমা দিতে হবে। যে ব্যাঙ্কে তাঁদের পেনশন অ্যাকাউন্ট রয়েছে, সেখানে তাঁরা জমা দিতে পারবেন। জীবনপ্রমাণ পোর্টালের মাধ্যমে অনলাইনেও জমা করতে পারবেন।
SBI নিয়ম
SBI ক্রেডিট কার্ডহোল্ডাররা অ্যাপের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত টাকা (স্কুল-কলেজ ফি) দিতে চাইলে এক শতাংশ ফি দিতে হবে। ডিজিটাল ওয়ালেটে ১০০০ টাকার বেশি লোড করলে ১ শতাংশ ফি দিতে হবে শনিবার থেকে।
PNB লকারের খরচ
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) লকারের আকার এবং ক্যাটাগরির উপর নির্ভর করে খরচ নির্ধারণ করবে। নভেম্বরেই নতুন এই চার্জ ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি জারি করার ৩০ দিনের মধ্যে কার্যকর হবে নতুন নিয়ম।