Advertisement

Motorcycle News: বাজারে এল নতুন TVS Apache 160 2025, দাম শুনলে চমকে যাবেন!

TVS Apache 160 2025: জনপ্রিয় Apache RTR 160-র ২০২৫ ডুয়াল এবিএস ভার্সান বাজারে আনল টিভিএস মোটর্স। বৃহস্পতিবার নতুন মডেল লঞ্চ হয়েছে।

2025 TVS Apache RTR 160: ১৬০ সিসি সেগমেন্টে বাজাজ পালসার NS160 এবং ইয়ামাহা FZ-S-কে টেক্কা দেয় অ্যাপাচে।2025 TVS Apache RTR 160: ১৬০ সিসি সেগমেন্টে বাজাজ পালসার NS160 এবং ইয়ামাহা FZ-S-কে টেক্কা দেয় অ্যাপাচে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jun 2025,
  • अपडेटेड 6:20 PM IST
  • জনপ্রিয় Apache RTR 160-র ২০২৫ ডুয়াল এবিএস ভার্সান বাজারে আনল টিভিএস মোটর্স।
  • ১৬০ সিসি সেগমেন্টে বাজাজ পালসার NS160 এবং ইয়ামাহা FZ-S-এর অল্টারনেট অপশন হতে পারে এই বাইক।
  • ২০২৫ সালের Apache RTR 160-তে বেশ কিছু বড়সড় যান্ত্রিক পরিবর্তন করা হয়েছে।

TVS Apache 160 2025: জনপ্রিয় Apache RTR 160-র ২০২৫ ডুয়াল এবিএস ভার্সান বাজারে আনল টিভিএস মোটর্স। বৃহস্পতিবার নতুন মডেল লঞ্চ হয়েছে। এক্স-শোরুম দাম ₹১,৩৪,৩২০ (দিল্লি)। ১৬০ সিসি সেগমেন্টে বাজাজ পালসার NS160 এবং ইয়ামাহা FZ-S-এর অল্টারনেট অপশন হতে পারে এই বাইক।

নতুন কী থাকছে?
দেখতে মোটামুটি এক লাগলেও, ২০২৫ সালের Apache RTR 160-তে বেশ কিছু বড়সড় যান্ত্রিক পরিবর্তন করা হয়েছে। নতুন মডেলে লেটেস্ট OBD2B এমিশন নর্মস সাপোর্ট থাকছে। ফলে দীর্ঘদিন আরামসে চালাতে পারবেন। ডুয়াল চ্যানেল এবিএস নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ অ্যাডিশন। এই সেগমেন্টে ডুয়াল চ্যানেল এবিএস সত্যিই প্রয়োজন। বিশেষত এমন হাই পিকআপ-এর বাইকে।

ডিজাইন আরও অ্যাগ্রেসিভ
Apache RTR 160 এমনিতেই বেশ টাইমলেস। সেই অ্যাগ্রেসিভ ব্যাপারটাই স্টিকারিং, গ্রাফিক্স-এর মাধ্যমে আরও ফুটিয়ে তোলা হয়েছে। স্টাইলিশ হেডল্যাম্প, শার্প টেইল সেকশন এবং স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্ক থাকছে। দু'টি নতুন রঙ লঞ্চ হয়েছে— ম্যাট ব্ল্যাক এবং পার্ল হোয়াইট। সঙ্গে লাল রঙের স্পোর্টি অ্যালয় হুইল। যে কোনও বাইকপ্রেমীর মন জয় করতে বাধ্য।

ইঞ্জিন ও পারফরম্যান্স
১৫৯ সিসি সিঙ্গল সিলিন্ডার, এয়ার-কুলড ইঞ্জিন। ৮,৭৫০ আরপিএম-এ ১৬.০৪ বিএইচপি পাওয়ার এবং ৭,০০০ আরপিএম-এ ১৩.৮৫ এনএম টর্ক জেনারেট করে। ফাইভ-স্পিড গিয়ারবক্স। রোজকার অফিস-কলেজ যাতায়াতই হোক বা উইকেন্ড রাইড— সব ক্ষেত্রেই অ্যাডজাস্ট হয়ে যাবে।

ফিচার্স 
সম্পূর্ণ ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। TVS SmartXonnect পাবেন। ব্লুটুথ কানেক্টিভিটি, ভয়েস অ্যাসিস্ট, টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশন, লিন অ্যাঙ্গেল ডিসপ্লে, কল ও এসএমএস অ্যালার্টের মতো ফিচার্স পাবেন।

এছাড়াও, বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে— স্পোর্ট, আরবান এবং রেন। ফলে রাইডার পরিবেশ অনুযায়ী বাইকের পারফরম্যান্স নিয়ন্ত্রণ করতে পারবেন। অবশ্য অ্যাপাচের 160 4v সিরিজে এই টেকনোলজি ২ বছর আগে থেকেই আছে।

সংস্থার আধিকারিক যা বলছেন,
TVS মোটর্সের প্রিমিয়াম সেগমেন্টের প্রধান বিমল সাম্বলি জানিয়েছেন, 'ডুয়াল চ্যানেল এবিএস, স্মার্টকানেক্ট ও ভয়েস অ্যাসিস্টের মতো সেগমেন্ট-লিডিং ফিচার যোগ করা হয়েছে। Apache আজ আর শুধু বাইক নয়, এটি ৬০ লক্ষেরও বেশি রাইডারের একটি গ্লোবাল কমিউনিটিতে পরিণত হয়েছে।' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement