Advertisement

West Bengal SIR: SIR নিয়ে এত ভয়-বিতর্কের কিছু নেই, গোটা প্রক্রিয়াটি সহজ ভাষায় বুঝে নিন

তবে এই সময়টা ভয় বা উৎকণ্ঠার নয়। বরং সময়টা হল ঠিক ঠাক SIR বুঝে নেওয়ার। তাই আর দেরি না করে এই গোটা প্রক্রিয়াটা সম্পর্কে জেনে নিন।

বাংলায় SIRবাংলায় SIR
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 3:03 PM IST
  • এই সময়টা ভয় বা উৎকণ্ঠার নয়
  • সময়টা হল ঠিক ঠাক SIR বুঝে নেওয়ার
  • দেরি না করে এই গোটা প্রক্রিয়াটা সম্পর্কে জেনে নিন

আগামিকাল অর্থাৎ ৪ নভেম্বর বাংলায় শুরু হচ্ছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। আর এই প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক তরজা রয়েছে তুঙ্গে। একদিকে শাসক দল তৃণমূল SIR বিরোধীতায় লেগে পড়েছে। অপরদিকে প্রধান বিরোধী দল বিজেপি দাঁড়িয়ে গিয়েছে এর সমর্থনে। আর এমন উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতেই সাধারণ মানুষের মধ্যে SIR নিয়ে ভয় রয়েছে। উৎকণ্ঠায় দিন কাটছে অনেকের।

তবে এই সময়টা ভয় বা উৎকণ্ঠার নয়। বরং সময়টা হল ঠিক ঠাক SIR বুঝে নেওয়ার। তাই আর দেরি না করে এই গোটা প্রক্রিয়াটা সম্পর্কে জেনে নিন।

SIR কী?

Special Intensive Revision বা SIR হল ভোটার তালিকার নিবিড় সংশোধন। এর মাধ্যমে মৃত ভোটার, অবৈধ ভোটার এবং অন্য রাজ্যে স্থায়ীভাবে বসবাসরত ভোটারের নাম বাদ দেওয়া হয়। ও দিকে যোগ্য ভোটারদের নাম তোলা হয়। এই হল সহজ ভাষায় SIR।

প্রথম দফায় বিহারে SIR হয়েছে। এরপর বাংলা সহ মোট ১২টি রাজ্যে ঘোষণা হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। সেই কাজ আগামিকাল থেকে শুরু হবে।

বাংলায় কীভাবে এগবে SIR?

আগামিকাল, অর্থাৎ ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি বাড়ি গণনা পর্ব। এই সময় বিএলও-রা বাড়ি যাবেন। ভোটারদের দেওয়া হবে এনুমারেশন ফর্ম। এই ফর্ম ফিলআপ করে ৪ ডিসেম্বরের মধ্যে জমা দিয়ে দিতে হবে।

এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর, ২০২৫। আবার ৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত চলবে নোটিস, হিয়ারিং এবং ভেরিফিকেশন। আর ৭ ফেব্রুয়ারি ২০২৬ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হবে।

কাদের নথি দেখানোর প্রয়োজন নেই?

যেই সকল ভোটারদের ২০০২ সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের কোনও নথি দেখানোর প্রয়োজন নেই।

এছাড়া যাঁদের বাবা-মায়ের সেই ভোটার লিস্টে নাম রয়েছে, তাঁদের শুধু বার্থ সার্টিফিকেট এবং অভিভাবকের ভোটার লিস্টে নাম দেখাতে হবে। তাতেই কাজ হবে।

এক্ষেত্রে ২০০২ ভোটার লিস্ট চেক করার জন্য নতুন একটি ওয়েবসাইট সামনে এনেছে নির্বাচন কমিশন। সেটি হল ceowestbengal.wb.gov.in। এখানে গিয়ে নিজের বা পরিবারের লোকেদের নাম খুঁজে নিন।

Advertisement

অবশ্য যাঁদের নিজের বা বাবা-মায়ের কারও ২০০২ ভোটার নিস্টে নাম নেই, তাঁদের কমিশনের বলে দেওয়া নথির মধ্যে একটি দেখাতে হবে। আর সেগুলি হল-

  • কেন্দ্র বা রাজ্য সরকার কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার
  • ব্যাঙ্ক, স্থানীয় কর্তৃপক্ষ বা পিএসইউ-এর দেওয়া কোনও পরিচয়পত্র
  • বার্থ সার্টিফিকেট
  • পাসপোর্ট
  • মাধ্যমিক বা আরও উচ্চতর কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্টিফিকেট
  • রাজ্যের দেওয়া স্থায়ী বাসিন্দা সনদ
  • বন-অধিকার সনদ
  • ওবিসি/এসটি/এসসি বা অন্য যে কোনো জাতিগত সংশাপত্র
  • জাতীয় নাগরিক নিবন্ধনপত্র (NRC)
  • রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি পরিবার নিবন্ধন
  • জমি বা বাড়ির দলিল
  • আধার

আর এই নথিগুলি না থাকলেও আপনি ফর্ম ফিলআপ করে জমা দিতে পারেন। তারপর হিয়ারিং-এ ডাকা হবে। আপনার সঙ্গে কথা বলে এবং নথি দেখে যদি মনে হয় আপনি যোগ্য ভোটার, তাহলে ফাইনাল লিস্টে থাকবে নাম।

Read more!
Advertisement
Advertisement