
অনেকেই জীবনে বড় হতে চান। ছুঁতে চান আকাশ। পেল্লাই বাংলো, স্পোর্টস কার কেনার স্বপ্ন দেখেন। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তাঁদের সেই সাধ পূরণ হয় না। কারণ, তাঁরা যা স্বপ্ন দেখেন, আর যা জীবন কাটান, তার মধ্যে থেকে যায় বিস্তর ফারাক। যার ফলে মিলিয়নিয়ার তো দূর, ধনী হওয়ার স্বপ্নও অধরা থাকে।
তাই বড় হওয়ার স্বপ্ন মনে থাকলে নিজের জীবনকে শুধরে নিতে হবে। চেষ্টা করতে হবে কোটিপতিদের দৈনন্দিন অভ্যাসকে রপ্ত করার। তাই আর দেরি না করে সেগুলি সম্পর্কে জেনে নিন।
ঋণ এড়িয়ে যান
মিলিয়নিয়ররা সাধারণ ঋণ নিতে চান না। বিশেষত, নিজের লাইস্টাইল বজায় রাখার জন্য তাঁরা ঋণ নেন না। বরং চেষ্টা করেন যতটা আয় করছেন, তার মধ্যেই জীবন কাটানোর। তাতেই তাদের ব্যাঙ্কে জমতে থাকে টাকা। সেই টাকা তারা ব্যবসায় বিনিয়োগ করে দেন। তারপর লাভের টাকায় নিজের জীবন কাটান।
নিয়মিত করেন সেভিংস
এখন তো অনেকে যা কামান, তার অধিকাংশই খরচ করে ফেলেন। সেভিংস থাকে প্রায় জিরো। যদিও এই ভুল করা চলবে না। বরং চেষ্টা করতে হবে সেভিংস করার। অল্প টাকা হলেও সেভ করা জরুরি। আর এটা মিলিয়নিয়াররা নিয়মিত করে থাকেন। তাঁরা প্রতিমাসে টাকা সেভ করেন। যার ফলে তাদের টাকার কোনও অভাব হয় না।
ইনকামের একাধিক উৎস তৈরি করেন
মিলিয়নিয়াররা সাধারণত একটা ইনকাম সোর্সের উপর নির্ভর করেন। তাঁরা চেষ্টা করেন একাধিক আয়ের উৎস তৈরি করার। তাতে তাদের ইনকাম বাড়ে। অপরদিকে আমরা অধিকাংশই একটা ইনকামের রাস্তাই দেখি। আর সেটাই বিপদ বাড়ায়।
পড়াশোনা মাস্ট
মিলিয়নিয়াররা নিয়মিত পড়াশোনা করেন। রোজ তাঁরা অন্তত কিছুটা সময় পড়ার জন্য বরাদ্দ রাখেন। শুধু তাই নয়, নিজেদের আপগ্রেড করার কাজেও তাদের কোনও জুড়ি নেই। তাই তারা স্বভাবতই স্মার্ট হন। তারা অন্যদের থেকে এগিয়ে থাকেন।
গোল থাকে ক্লিয়ার
অধিকাংশ মানুষেরই জীবনে কোনও লক্ষ্য নেই। আর যাদের লক্ষ্য রয়েছে, তাদের প্ল্যানিং নেই। এখানেই এগিয়ে যান মিলিয়নিয়াররা। তাদের স্পষ্ট গোল রয়েছে। পাশাপাশি সেখানে পৌঁছানোর প্ল্যানিং থাকে রেডি।
তাই মিনিয়নিয়ার হতে চাইলে আজ থেকেই এই সব অভ্যাস তৈরি করুন। তাতেই খেলা ঘুরে যাবে। ব্যাঙ্কে জমবে কোটি কোটি টাকা।