Advertisement

Two Wheeler Loan Mistakes: বাইক লোন নেওয়ার সময় এই ৫ ভুল নয়, খসবে বাড়তি টাকা

অনেকেরই স্বপ্ন থাকে বাইক বা স্কুটি কেনার। আবার কেউ কেউ প্রয়োজনে পড়ে টু-হুইলার কেনেন। আর সেটা কেনার জন্য লোন নেন। তবে মাথায় রাখতে হবে টু-হুইলার লোন নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলেন সাধারণ মানুষ। যার জন্য তাদের পকেট থেকে খরচ হয় বেশি টাকা।

বাইকের লোনবাইকের লোন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Dec 2025,
  • अपडेटेड 3:16 PM IST
  • অনেকেরই স্বপ্ন থাকে বাইক বা স্কুটি কেনার
  • কেউ কেউ প্রয়োজনে পড়ে টু-হুইলার কেনেন
  • মাথায় রাখতে হবে টু-হুইলার লোন নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলেন সাধারণ মানুষ

অনেকেরই স্বপ্ন থাকে বাইক বা স্কুটি কেনার। আবার কেউ কেউ প্রয়োজনে পড়ে টু-হুইলার কেনেন। আর সেটা কেনার জন্য লোন নেন। তবে মাথায় রাখতে হবে টু-হুইলার লোন নেওয়ার ক্ষেত্রে কিছু ভুল করে ফেলেন সাধারণ মানুষ। যার জন্য তাদের পকেট থেকে খরচ হয় বেশি টাকা।

তাই আর সময় নষ্ট না করে সেই সব ভুলগুলি সম্পর্কে জেনে নিন। তাহলেই আগামিদিনে লোন নেওয়ার সময় সতর্ক থাকতে পারবেন।

অধিকাংশটাই লোন নেওয়া

অনেকেই বাইক কেনার সময় খুব কম ডাউন পেমেন্ট করেন। বরং বেশিরভাগটাই লোন নেন। আর এই ভুলটা করেন বলেই বিপদ বাড়ে। তাদের বেশি টাকা ইএমআই দিতে হয়। তাই এই ভুল একবারেই নয়। বরং চেষ্টা করুন যতটা সম্ভব প্রথমেই ডাউন পেমেন্ট করে ফেলার। তাতেই খেলা ঘুরে যাবে। আপনার টাকা বাঁচবে।

ফি সম্পর্কে না জানা

অনেকেই লোন নিয়ে তো নেন। আর সেটা পাশ করানোর সময় যখন টাকা চাওয়া হয়, তখন আকাশ থেকে পড়েন। তাই প্রথমেই লোন পাশ করার ফি সম্পর্কে জানতে হবে। মনে রাখবেন, প্রসেসিং ফি ছাড়াও ব্যাঙ্কের একাধিক ফি থাকে লোন পাশ করানোর জন্য। সেটা পকেট থেকেই দিতে হয়। তাই এই বিষয়টা মাথায় রাখুন।

নিজের ক্রেডিট স্কোর না দেখা

লোন নেওয়ার আগে নিজের ক্রেডিট স্কোর দেখেন না অনেকে। আর এই ভুলটা করেন না বলেই তাদের পরে সমস্যা হয়। দেখা যায়, তাদের ক্রেডিট স্কোর রয়েছে কম। ফলে বেশি ইন্টারেস্টে লোন নিতে হয়। তাই চেষ্টা করুন নিজের ক্রেডিট স্কোর চেক করার। এটি ৭৫০-এর উপরে থাকলে কম ইন্টারেস্টে লোন পাবেন।

রিসার্চ না করা

লোন নেওয়ার আগে রিসার্চ করা জরুরি। সব ব্যাঙ্কের রেট এক নয়। তাই সবার প্রথমে একধিক ব্যাঙ্ক এবং ফিনান্সিয়াল হাউজের রেট চেক করুন। তাদের রেট মাথায় রাখতে হবে। তারপর যেখানে সবথেকে কম রেটে পাবেন লোন, সেখান দিয়ে নিন।

Advertisement

টেনিয়র না জানা

অনেকেই লোনের মেয়াদ নিয়ে ঠিক ঠাক খবর রাখেন না। শুধু কতটা টাকা প্রতি মাসে ইএমআই দিতে হবে, সেটাই জেনে রাখেন। আর এটাই বিপদ বাড়ায়। কোথাও কোনও ভুল হলেও কিছু বলার থাকে না। তাই ইএমআই-এর পাশাপাশি লোন টেনিয়রও মাথায় রাখুন। তাহলেই সমস্যার সহজ সমাধান করে দিতে পারবেন।

Read more!
Advertisement
Advertisement