
Financial Habits 2026: নতুন বছর মানেই নতুন শুরু। কিন্তু সেই শুরু যদি শুধু ক্যালেন্ডার বদলেই সীমাবদ্ধ থাকে, তা হলে বছরের শেষে আফসোস করতে হবে। বিশেষত টাকার ব্যাপারে। আর্থিক শৃঙ্খলা না থাকলে যত আয়ই করুন না কেন, মাসের শেষে হিসাব মেলাতে গিয়ে হিমশিম খেতে হয়। তাই ২০২৬ এর প্রথম দিন থেকেই যদি কিছু আর্থিক অভ্যাস তৈরি করা যায়, তা হলে আগামী বছর ডিসেম্বরে নিজেকেই ধন্যবাদ দেবেন। পড়তে টাচ করুন: SBI, PNB থেকে Axis, বন্ধন; সব ব্যাঙ্কের Lates FD Rate দেখে নিন
মাসের শুরুতেই সঞ্চয়
প্রথম এবং সবচেয়ে জরুরি অভ্যাস, মাসের শুরুতেই সঞ্চয়। বেতন বা আয় হাতে পাওয়ার পর ‘দেখি শেষে কী থাকে’; এই মানসিকতা বদলাতে হবে। একটি Recurring Deposit বা RD খুলে মাসের শুরুতেই নির্দিষ্ট অঙ্ক সেখানে পাঠিয়ে দিন। সামান্য ১,০০০ টাকা হলেও হবে। অনেকেই ভাবেন, পরে সঞ্চয় করবেন। বাস্তব অভিজ্ঞতা বলছে, মাসের শুরুতেই টাকা আলাদা না করলে সেই টাকা খরচ হয়ে যায়। সঞ্চয়ের টাকা আলাদা হয়ে গেলে, সেখান থেকে প্রয়োজন অনুযায়ী অন্য খাতে বিনিয়োগ করাও সহজ হয়।
খরচের লিস্ট বানান
দ্বিতীয় অভ্যাস, খরচের লিস্ট বানানো। মোবাইল অ্যাপে নয়, ডায়েরিতে লিখে রাখুন। বড় খরচ; যেমন বাইক কেনা, বাড়ি মেরামত। মাঝারি খরচ; ফোন কেনা, সন্তানের কলেজে ভর্তি। আর ছোট খরচ; মাসিক রিচার্জ, বাইকের তেল, বাজার খরচ, জামাকাপড়।
বাজে খরচের হিসাব
তৃতীয় এবং সবচেয়ে অবহেলিত বিষয়, বাজে খরচের হিসাব। শখ থাকা দোষের নয়। কিন্তু শখ আর প্রয়োজনের মধ্যে ফারাক বুঝতে হবে। ধরুন আপনার বাগানের শখ আছে। কোন গাছগুলি না কিনলেই নয়, তার লিস্ট করুন। বা শপিংয়ের নেশা থাকলে, কোন জামা-প্যান্ট বা জুতো দরকার, সম্ভাব্য দাম লিখে রাখুন। তারপর তিন মাস পরে, মার্চে সেই লিস্ট খুলে দেখুন। তখনও যদি মনে হয় প্রয়োজন আছে, তবেই কিনুন। এইটুকু অভ্যাসেই মাসে হাজার-হাজার টাকা বাঁচতে পারে।
বিনিয়োগের পরিকল্পনা
চতুর্থ অভ্যাস, বিনিয়োগের পরিকল্পনা। শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ফিক্সড ডিপোজিট; যাই করুন না কেন, আগে তার বিষয়ে পড়াশোনা জরুরি। শুধু কারও কথায় বা সোশ্যাল মিডিয়ার টিপসে টাকা ঢাললে বিপদ। প্রয়োজন হলে আর্থিক পরামর্শদাতার সাহায্য নিন।
২০২৫ সালের ভুলের লিস্ট করুন
পঞ্চম অভ্যাসটা একটু অস্বস্তিকর। ২০২৫ সালে কোন কোন খাতে অপ্রয়োজনীয় খরচ হয়েছে, তার তালিকা করুন। এটা করতে খারাপ লাগতেই পারে। কিন্তু এই 'আয়না'তেই নিজের আর্থিক ভুলগুলি ধরা পড়বে। নাহলে, একই ভুল বারবার হবে।
নিজের মোট সম্পত্তির রিভিউ
নিজের মোট সম্পত্তির রিভিউ করুন। কোথায় কত সঞ্চয়, কোথায় বিনিয়োগ, নমিনি কে, উত্তরাধিকারী ঠিক আছে কি না; সব দেখে নিন। অনেক সময় এই বিষয়গুলি অবহেলায় থেকে যায়। তার ফল ভোগ করতে হয় পরিবারকে।
নতুন বছর মানে নতুন অভ্যাস। ২০২৬ সালের প্রথম দিন থেকেই যদি এই ছ’টি আর্থিক অভ্যাস গড়ে তোলা যায়, তা হলে বছরের শেষে শুধু হিসাবই মিলবে না, মানসিক স্বস্তিও মিলবে। আর তখন সত্যিই নিজেকেই ধন্যবাদ দেবেন।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।