Advertisement

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় উপহার! এ মাসেই অ্যাকাউন্টে মোটা টাকা?

7th Pay Commission Latest Update: জুনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI) পরিসংখ্যান আসার পর মহার্ঘ ভাতা বাড়তে চলেছে বলে খবর। এবার খালি ঘোষণার অপেক্ষা বলে শোনা যাচ্ছে। 

7th Pay Commission: সপ্তম বেতন কমিশন। 7th Pay Commission: সপ্তম বেতন কমিশন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Aug 2022,
  • अपडेटेड 8:35 PM IST
  • কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ৪%।
  • এ মাসে অ্যাকাউন্টে আসতে পারে বর্ধিত ডিএ।

অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষার অবসান হতে চলেছে। শীঘ্রই ৪ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। ঘটনা হল, জুনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স (AICPI) পরিসংখ্যান আসার পর মহার্ঘ ভাতা বাড়তে চলেছে বলে খবর। এবার খালি ঘোষণার অপেক্ষা বলে শোনা যাচ্ছে। 

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বাড়তে পারে ৪%। ডিএ বৃদ্ধি AICPI-এর পরিসংখ্যানের উপর নির্ভর করে। মহার্ঘ ভাতা ৪ শতাংশ হলে পে-গ্রেড লেভেল ৩-র বেশি স্কেলের কর্মীরা কত বেতন পাবেন? এই স্তরের কর্মচারীদের বেসিক বেতন ৫৬,৯০০ টাকা। বার্ষিক মহার্ঘ ভাতা হবে ২৫৯,৪৬৪ টাকা। বর্তমান মহার্ঘ ভাতার চেয়ে বার্ষিক ২৭,৩১২ টাকা পাবেন।

মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়ানোর পর কেন্দ্রীয় কর্মচারীদের মোট মহার্ঘ ভাতা বেড়ে হবে ৩৮%। কর্মচারীদের মহার্ঘ ভাতা ছিল ৩৪%। ২০২২ সালের সেপ্টেম্বরে বেতনের সঙ্গে বর্ধিত মহার্ঘ ভাতা দেওয়া হতে পারে বলে খবর। তবে সরকার এ মাসে ঘোষণা করলেও বর্ধিত ডিএ জুলাই থেকে কার্যকর হবে। জুলাই ও অগাস্ট-দুই মাসের বকেয়া টাকা কর্মচারীদের অ্যাকাউন্টে চলে যাবে। এবার জেনে নেওয়া যাক কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়লে ঠিক কত টাকা ঢুকবে অ্যাকাউন্টে?

আরও পড়ুন

কর্মচারীর  বেসিক বেতন ৫৬,৯০০ টাকা।
নতুন মহার্ঘ ভাতা (৩৮%) প্রতি মাসে ২১,৬২২ টাকা।
বর্তমান মহার্ঘ ভাতা (৩৪%) প্রতি মাসে ১৯,৩৪৬টাকা।
মহার্ঘ ভাতা কত বাড়বে ২১,৬২২-১৯,৩৪৬ = ২২৬০ টাকা/মাসে। 
বার্ষিক বেতন বৃদ্ধি ২২৬০X১২ = ২৭,১২০ টাকা। 

কর্মচারীর বেসিক বেতন ১৮,০০০ টাকা।
মহার্ঘ ভাতা (৩৮%) ৬৮৪০/মাস।
এখন পর্যন্ত মহার্ঘ ভাতা (৩৪%) ৬১২০/মাস।
কতটা মহার্ঘ ভাতা বাড়বে ৬৮৪০-৬১২০ = ১০৮০/মাস। 
বার্ষিক বেতন বৃদ্ধি ৭২০X১২ = ৮৬৪০ টাকা।

Advertisement
Read more!
Advertisement
Advertisement