Advertisement

7th Pay Commission Latest News: কত ডিএ বাড়বে সরকারি কর্মীদের? আভাস পাওয়া যেতে পারে ৩১ মে

DA স্কোর ৩১ মে সন্ধ্যায় জানা যেতে পারে। AICPI সূচক প্রকাশ করা হতে পারে ওইদিন। এটিই নির্ধারণ করবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ কত শতাংশ বাড়বে। এই পরিসংখ্যান আসতেই ডিএ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার।

সপ্তম বেতন কমিশনসপ্তম বেতন কমিশন
Aajtak Bangla
  • নতুন দিল্লি,
  • 25 May 2023,
  • अपडेटेड 5:52 PM IST
  • AICPI সূচক প্রকাশ করা হতে পারে ৩১ মে
  • এটিই নির্ধারণ করবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ কত শতাংশ বাড়বে

কেন্দ্রীয় কর্মীদের জন্য এমন সুখবর, যা শুনে খুশি হবেন তাঁরা। ৩১ মে সন্ধ্যায় তাঁদের জন্য একটি বড় ঘোষণা হতে যাচ্ছে। এর পর আসল মজা আসবে। আসলে, এই সুখবরটি সরকারি কর্মচারীদের বেতনের সঙ্গে সম্পর্কিত। DA স্কোর ৩১ মে সন্ধ্যায় জানা যেতে পারে। AICPI সূচক প্রকাশ করা হতে পারে ওইদিন। এটিই নির্ধারণ করবে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ কত শতাংশ বাড়বে। এই পরিসংখ্যান আসতেই ডিএ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। সেপ্টেম্বর মাসে মন্ত্রিসভার বৈঠকেই ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা মহার্ঘ ভাতা বা ডিএ পাচ্ছেন ৪২ শতাংশ হারে। জানুয়ারি থেকে ৩ মাসের ডিএ স্কোরের সংখ্যা এসেছে। বাকি ৩ মাসের সংখ্যা এখনও আসেনি। এপ্রিলের সংখ্যা ৩১ মে আসবে।

২০২৩ সালের মার্চ মাসে কেন্দ্রীয় কর্মীদের জন্য মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করেছিল। যা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। এবার জুলাই মাসের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে ঘোষণার এখনও সময় আছে। তবে, AICPI সূচকের সংখ্যা থেকে জানা যাবে যে কতটা মহার্ঘ ভাতা (DA Hike) বাড়তে চলেছে। বর্তমান তথ্য অনুযায়ী, মোট ডিএ স্কোর ৪৪.৪৬ শতাংশে পৌঁছেছে। এপ্রিল, মে এবং জুনের সংখ্যা এখনও আসেনি। কর্মচারীদের দাবি, এবারও তাঁদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়বে।

আরও পড়ুন

ডিএ কত বাড়বে?

২০২৩ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ৪২ শতাংশ হারে ডিএ দেওয়া হচ্ছে। মার্চের তথ্য অনুসারে, এআইসিপিআই সূচকটি ১৩৩.৩-এ পৌঁছেছে। একই সঙ্গে মহার্ঘ ভাতা ৪৪.৪৬ শতাংশে উন্নীত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এখন মহার্ঘ ভাতাতে ১.৫ শতাংশের বৃদ্ধি দৃশ্যমান। এমনটা হলে মোট ৪ শতাংশ বৃদ্ধি নিশ্চিত। ফের ডিএ বাড়লে তা ৪৬ শতাংশে পৌঁছবে।

Advertisement

কত মহার্ঘ ভাতা বেড়েছে

সপ্তম বেতন কমিশন অনুসারে, ২০২৩ সালের জানুয়ারিতে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। তবে মুদ্রাস্ফীতির চিত্র সবসময় একই থাকে না। সে কারণেই এটা নিশ্চিত নয় যে প্রতি বছর দুবার বাড়ানো হলেই মহার্ঘ ভাতা ৪ শতাংশ হারেই বাড়বে। কিন্তু, গত তিনবার এমন হয়েছে। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা AICPI সূচকের সঙ্গে যুক্ত। এখনও পর্যন্ত যে সংখ্যা এসেছে তাতে এটা স্পষ্ট যে মহার্ঘ ভাতাতে বড় বৃদ্ধি দেখা যেতে পারে।

 

Read more!
Advertisement
Advertisement