ভোটার কার্ডের চেয়েও গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে আধার কার্ড। হাতের কাছে হার্ডকপি না থাকলেও কম্পিউটার বা স্মার্টফোন থেকে যে কোনও সময় ডাউনলোড করে নেওয়া যায়। কিন্তু মোবাইল নম্বর আধারের সঙ্গে যুক্ত না থাকলে কী হবে? বা কোনও কারণে ওই নম্বরের সিম সঙ্গে না থাকলে? তাহলে তো আর ডাউনলোড হবে না! এই সমস্যার সমাধান করে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। তারা জানিয়ে দিয়েছে, নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়াও আধার কার্ড ডাউনলোড করা যাবে।
আধার এখন পরিচয়পত্রের প্রমাণ হিসেবে গণ্য করা হয়। ব্য়াঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে করোনার টিকা- সবক্ষেত্রেই বাধ্যতামূলক হয়ে গিয়েছে আধার। আধার এখন ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। রেজিস্টার নম্বর না থাকলে কীভাবে আধার ডাউনলোড করা যাবে-
আধার ডাউনলোডের সহজ প্রক্রিয়া
- UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ -এ যান এবং 'My Aadhaar'-এ ক্লিক করুন।
-'অর্ডার আধার পিভিসি কার্ড'-এ ক্লিক করুন।
- এখানে আপনাকে ১২ সংখ্যার আধার নম্বর দিতে বলা হবে।
- আধার নম্বর ছাড়াও একটি ১৬ সংখ্যার ভার্চুয়াল আইডেন্টিফিকেশন নম্বর (VID) দেওয়ার বিকল্পও রয়েছে।
- এবার ক্যাপচা কোড লিখতে বলা হবে।
- এবার ‘My Mobile number is not registered’- বিকল্পে ক্লিক করুন।
- সেখানে ঐচ্ছিক নম্বর লিখুন।
- ক্লিক করুন ‘Send OTP’ বিকল্পে।
- আপনি বিকল্প নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড (OTP) পাবেন।
- এরপর 'terms and condition’ চেকবক্সে ক্লিক করুন।
- এবার ‘Submit’-এ ক্লিক করুন।
- আরও যাচাইয়ের জন্য ’Preview Aadhaar Letter’ খুলে যাবে।
- যাচাইয়ের ‘Make payment’ বিকল্প চয়ন করতে হবে।