Advertisement

PVC Aadhaar Card: এবার ডেবিট কার্ডের সাইজের পিভিসি আধার, কত টাকা খরচ, কীভাবে হাতে পাবেন?

কাগজের দিন অতীত। এবার হাতে হাতে ঘুরছে পিভিসি আধার কার্ড। ডেবিট কার্ডের সাইজের এই আধার কার্ড কীভাবে পাবেন? হাতে পেতেকত টাকা খরচ করতে হবে? জেনে নিন বিস্তারিত...

পিভিসি আধার কার্ড পিভিসি আধার কার্ড
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Aug 2025,
  • अपडेटेड 12:51 PM IST
  • এবার হাতে হাতে ঘুরছে পিভিসি আধার কার্ড
  • ডেবিট কার্ডের সাইজের এই আধার কীভাবে পাবেন?
  • কত টাকা লাগবে এই আধার কার্ড হাতে পেতে?

আধার কার্ড, দেশের সবচেয়ে ব্যবহৃত পরিচয় পত্র গত কয়েক বছরে আমূলে বদলে গিয়েছে। মূলত নাগরিক সুবিধার্থেই বদলে আধার কার্ড। প্রথমে একটি কাগজে ছপা ডকুমেন্ট হিসেবে দেওয়া হত। তবে বর্তমানে সাধারণ মানুষ এটি বিভিন্ন মোড়কে হাতে পেতে পারেন। কাগজের আধার কার্ড, ই-আধার এবং লেটেস্ট পিভিসি আধার কার্ড। 

কী এই পিভিসি আধার কার্ড?
পিভিসি আধার কার্ড মানি ব্যাগে ভরা যায় এমন আকৃতির একটি প্ল্যাস্টিক কার্ড যা সম্প্রতি প্রকাশ করেছে UIDAI। এটি সহজেই পকেটে নিয়ে ঘোরা যায় এবং সুরক্ষিতও বটে। ঠিক ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মতো দেখতে হয় এই পিভিসি আধার কার্ডগুলি। নিত্য ব্যবহারের জন্য পিভিসি আধার কার্ডই আদর্শ। 

পিভিসি আধার কার্ডের বিশেষত্ব
আধুনিক সুরক্ষা ব্যবস্থা সমৃদ্ধ এই পিভিসি আধার কার্ডে রয়েছে- হলোগ্রাম, গিলোচে প্যাটার্ন,ঘোস্ট ইমেজ এবং মাইক্রোটেক্স। এছাড়াও রয়েছে সুরক্ষিত QR Code, ফটো এবং ডেমোগ্রাফিক ডিটেলস। এর প্রিন্টিং কোয়ালিটি অত্যধিক ভাল এবং এটি সম্পূর্ণ ল্যামিনেশন করা থাকে। এই বিশেষত্বগুলির জন্যই কার্ডগুলি আরও সুরক্ষিত এবং এগুলো কোনওমতেই বিকৃত করা সম্ভব নয়। 

অন্য আধার কার্ডের ফরম্যাটের সঙ্গে তফাৎ কোথায়?
> কাগজের আধার কার্ড: সঙ্গে নিয়ে ঘোরার পক্ষে অসুবিধেজনক। 
> ই-আধার: ডিজিটাল ভার্সন আধার কার্ড। যে কোনও মুহূর্তে ডাউনলোড করা যায়। QR Code দ্বারা সুরক্ষিত। সঙ্গে থাকে ডিজিটাল সিগনেচার। তবে ইন্টারনেট এবং ফোনের অ্যাক্সেস ছাড়া এটি পাওয়া সম্ভব নয়।
> পিভিসি আধার: সঙ্গে নিয়ে ঘোরার পক্ষে সবচেয়ে ভাল, সুরক্ষিত তবে এর খরচ ৫০ টাকা। প্রিন্টি, GST এবং স্পিড পোস্টের ডেলিভারি খরচ মিলিয়ে। 

কীভাবে অর্ডার করবেন পিভিসি আধার?
UIDAI থেকে অনলাইনে অর্ডার করা যাবে এই পিভিসি আধার কার্ড। খরচ পড়বে ৫০ টাকা। অর্ডার করলে প্রিন্ট করে স্পিড পোস্টে ডেলিভারি হবে আপনার রেজিস্টার্ড ঠিকানায়। QR Code স্ক্যান করে সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন করা যাবে অফলাইনে। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement