Advertisement

Online Train Ticket Booking: অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়মে বদল, কোন সময়ে বুকিং করলে লাগবে আধার?

দিনের মধ্যে ২ ঘণ্টা ব্যস্ততম সময়ের মধ্যে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে হলে এবার থেকে আধার কার্ড বাধ্যতামূলক। রেলের তরফে নোটিফিকেশন জারি করা জানানো হয়েছে বিস্তারিত।

অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম জানা আছে তো? অনলাইনে ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়ম জানা আছে তো?
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Nov 2025,
  • अपडेटेड 11:13 AM IST
  • অনলাইনে ট্রেনের টিকিট কাটতে আধার বাধ্যতামূলক
  • দিনের মধ্যে এই ২ ঘণ্টায় অনলাইন বুকিং করলেই লাগবে আধার
  • জালিয়াতি রুখতেই এই বন্দোবস্ত বলে জানিয়েছে রেল

ট্রেনে অনলাইনে টিকিট কাটার নিয়মে বড় বদল এসেছে। এবার থেকে শুধু তৎকাল বুকিং নয়, সাধারণ টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও বাধ্যতামূলক করা হল আধার। ট্রেনে অনলাইনে টিকিট কাটার ক্ষেত্রে আধার নম্বর যাচাই বা আধার অথেনটিকেশন লাগছে। ২৮ অক্টোবর থেকেই নতুন নিয়ম চালু হয়েছে। 

রেলের নতুন নিয়ম কী?
IRCTC ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপ থেকে টিকিট কাটার ক্ষেত্রে এই নিয়ম আবশ্যক করা হয়েছে। তবে নিয়ম কার্যকর হবে শুধুমাত্র সকাল ৮টা থেকে ১০টার মধ্যে কাটতে হবে টিকিট। ভারতীয় রেলওয়ের তরফে নোটিফিকেশন দিয়ে জানানো হয়েছে, পিক আওয়ারে যাতে সকল যাত্রীরা টিকিট কাটার সুযোগ পান এবং টিকিট বুকিংয়ে কোনও জালিয়াতি না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত। 

নয়া নিয়মের কারণ কী?
সকাল ৮টা থেকে ১০টা অনলাইন রিজার্ভেশনের ব্যস্ততম সময় ধরা হয়। বেশিরভাগ যাত্রীই এই সময়ে টিকিট বুকিং করে থাকেন। যাতে এই ব্যস্ত সময়ে অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে কোনওভাবে জালিয়াতি না হয়, তা রুখতেই এই নয়া ব্যবস্থা। 

একাধিক লগ ইন বা এজেন্টদের টিকিট কেটে রাখার মতো জালিয়াতি নিয়ে দুর্ভোগ লেগেই থাকত। ফলে ৮টা থেকে ১০টার মধ্যে সময় বেঁধে দিলে শুধুমাত্র আধার ভেরিফায়েড ইউজাররাই পরিষেবা পাবেন। তবে যাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই, তারা সকাল ৮টার আগে এবং সকাল ১০ টার পরে দূরপাল্লার ট্রেনে টিকিট কাটতে পারবেন।

কিন্তু অফলাইন টিকিট বুকিংয়ের নিয়ম আলাদা। টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটার ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময় বেঁধে দেয়নি রেল কর্তৃপক্ষ। 

IRCTC  অ্যাকাউন্টের সঙ্গে আধার কীভাবে লিঙ্ক করবেন?
যদি আপনি এখনও আপনার আধার কার্ডটি আপনার IRCTC অ্যাকাউন্টের সঙ্গে  লিঙ্ক না করে থাকেন, তাহলে চিন্তা করবেন না। আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যে ঘরে বসেই এটি করতে পারবেন। 
> প্রথমে, www.irctc.co.in এ যান। আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। 'My Profile'- এ যান এবং 'Authenticate Aadhaar'-এ ক্লিক করুন। 
> আপনার আধার Aadhaar নম্বর বা  Virtual ID লিখুন। আপনার রেজিস্টার করা মোবাইল নম্বরে একটি OTP পাবেন,  এটি লিখুন এবং 'Submit' করুন। 
> এরপর আপনার IRCTC অ্যাকাউন্টটির Aadhaar verified করা হবে এবং আপনি সকাল ৮টা থেকে ১০টার মধ্যে টিকিট বুক করতে পারবেন।

Advertisement

তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য
রেলওয়ে ইতিমধ্যেই ১ জুলাই, ২০২৫ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য আধার অথেনটিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। ১৫ জুলাই, ২০২৫ থেকে তৎকাল টিকিট বুকিংয়ের জন্য  OTP ভিত্তিক যাচাই যুক্ত করা হয়েছে। এর অর্থ হল টিকিট বুক করার সময়ে ইউজারের মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে, যা অবশ্যই সাবমিট করতে হবে। এটি সুনিশ্চিত করবে,  টিকিটটি যার অ্যাকাউন্ট এবং আধার লিঙ্ক করা আছে তার নামেই বুক করা হয়েছে, কোনও এজেন্টের মাধ্যমে নয়। 

 

Read more!
Advertisement
Advertisement