Advertisement

Aadhaar Card Mobile Number Update: ঘরে বসেই আধারের নম্বর আপডেট করা যাবে, রইল স্টেপ বাই স্টেপ গাইড

এবার ঘরে বসেই আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি আপডেট করা যাবে। লাগবে কেবলমাত্র একটি OTP। জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড...

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Nov 2025,
  • अपडेटेड 3:55 PM IST
  • আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর আপডেট করবেন?
  • এবার ঘরে বসে অনলাইনেই করতে পারবেন মোবাইল নম্বর আপডেট
  • জেনে নিন স্টেপ বাই স্টেপ গাইড

আধার কার্ডে রেজিস্টার্ড নম্বর আপডেট করার জন্য আর আধার কেন্দ্র বা পোস্ট অফিসে যাওয়ার প্রয়োজন পড়বে না। আধার কার্ড ব্যবহারকারীরা ঘরে বসেই নিজেদের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। 

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) সম্প্রতি নতুন আধার অ্যাপ চালু করেছে। যা অভিনব বলেই মনে করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে সহজেই আধার কার্ডে রেজিস্টার্ড মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে। 

কীভাবে আপডেট করবেন নম্বর?  
আপনার মোবাইলে নতুন আধার অ্যাপ ইনস্টল করার পর ব্যবহারকারীরা সহজেই তাদের নতুন নম্বর আপডেট করতে পারবেন। এই আপডেট প্রক্রিয়ার সময়ে ফি এবং অন্যান্য শর্তাবলী সম্পর্কিত বিশদ বিবরণ নতুন আধার অ্যাপে তালিকাভুক্ত করা থাকবে।

নতুন আধার অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইনফোন উভয় ডিভাইসেই ইনস্টল করা যাবে। এরপর আধার কার্ডের বিবরণ দিয়ে অ্যাপে লগ ইন করতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার পর অ্যাপটির বৈশিষ্ট্যগুলি অ্যাক্সেস করতে সক্ষম হবেন আপনি। 

নতুন আধার অ্যাপ খোলার পর ব্যবহারকারীদের মোবাইল স্ক্রিনের উপরের দিকে সোয়াইপ করতে হবে। এরপর স্ক্রিনের উপরে শেয়ার আইডি এবং স্ক্যান কিউআর বিকল্পগুলি প্রদর্শিত হবে। নীচে পরিষেবা অপশন রয়েছে। 'Update My Aadhaar' এবং 'My Identity' অপশনগুলিও পাবেন।

'Update My Aadhaar' অপশনে ক্লিক করুন। উপরে মোবাইল নম্বর আপডেট, দ্বিতীয় নম্বরে ঠিকানা আপডেট, তিন নম্বরে নাম আপডেট এবং চার নম্বরটি হল ইমেল আপডে। 

মোবাইল নম্বর আপডেট অপশন বেছে নিন। এরপর মোবাইল নম্বর আপডেট করার প্রক্রিয়া, ফি, প্রয়োজনীয়তা এবং পদক্ষেপগুলি বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে। পরের স্টেপে যেতে ক্লিক করুন। এরপর স্ক্রিনের উপরের দিকে বর্তমান রেজিস্টার্ড নম্বরটি প্রদর্শিত হবে। ব্যবহারকারীকে নীচে নতুন মোবাইল নম্বরটি দিতে হবে। নম্বর যাচাইয়ের জন্য ওই নম্বরেই একটি OTP পাঠানো হবে। এতেই সম্পন্ন হবে প্রক্রিয়া। এতেই আপডেট হয়ে যাবে নয়া নম্বর। 

 

Read more!
Advertisement
Advertisement