Advertisement

Aadhaar Card: বাড়ি বসেই আধার কার্ডে নাম-ঠিকানা বদলাতে চান? রইল উপায়

আধার কার্ড নিয়ে অনেকেই অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়েন। তাড়াহুড়োয় আধারে অনেক সময়ে ভুল নাম, ঠিকানা বা ফোন নম্বর যুক্ত হয়ে যায়। পরে সে সব সংশোধন করতে রীতিমতো দৌড়ঝাঁপ করতে হয়। কিন্তু জানেন কি বাড়িতে বসেই এ সব সংশোধন করে ফেলা যায়? জেনে নিন কী ভাবে।

আধার কার্ডের তথ্য সংশোধন।আধার কার্ডের তথ্য সংশোধন।
Aajtak Bangla
  • দিল্লি ,
  • 15 Jan 2023,
  • अपडेटेड 2:48 PM IST
  • আধার কার্ড নিয়ে অনেকেই অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়েন।
  • তাড়াহুড়োয় আধারে অনেক সময়ে ভুল নাম, ঠিকানা বা ফোন নম্বর যুক্ত হয়ে যায়। পরে সে সব সংশোধন করতে রীতিমতো দৌড়ঝাঁপ করতে হয়।

আধার কার্ড নিয়ে অনেকেই অনেক সময় বিভিন্ন সমস্যায় পড়েন। তাড়াহুড়োয় আধারে অনেক সময়ে ভুল নাম, ঠিকানা বা ফোন নম্বর যুক্ত হয়ে যায়। পরে সে সব সংশোধন করতে রীতিমতো দৌড়ঝাঁপ করতে হয়। কিন্তু জানেন কি বাড়িতে বসেই এ সব সংশোধন করে ফেলা যায়? জেনে নিন কী ভাবে।

নাম পরিবর্তন করবেন কী ভাবে: আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে (https://uidai.gov.in/) যান। সেখানে ‘আপডেট আধার’ বিভাগটি পাবেন। তার ভিতর ‘প্রসেস টু আপডেট’ নামক একটি বোতাম রয়েছে। তাতে ক্লিক করুন। আপনার আধার নম্বরটি চাওয়া হবে। সেটি দিন। এতে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেটিও দিন। তাতে নতুন একটি পাতা খুলে যাবে। নতুন পাতায় আপনার নাম, বয়স, ইমেল ইত্যাদি বদলাতে পারবেন। নামের প্রমাণ হিসেবে রেশন কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড দিতে পারবেন। এর পরে আপনার মোবাইলে আবার একটি ওটিপি আসবে। তবে মনে রাখবেন, আধারের ওয়েবসাইটে গিয়ে মাত্র দু’বার নাম সংশোধন করতে পারবেন। তাই নিশ্চিত হয়েই করবেন। 

জন্ম তারিখ বদলাবেন কী ভাবে: আধারের ওয়েবসাইটে মাত্র একবার জন্ম তারিখ সংশোধন করা যায়। তাই খুব সাবধানে কাজটি করতে হবে। প্রথমে আধারের ‘সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল’-এর বোতাম ক্লিক করুন। ১২ সংখ্যার আধার নম্বর দিন। মোবাইলে ওটিপি এলে, সেটিও দিন। এর পরেই সুযোগ পাবেন জন্ম তারিখ বদলে ফেলার।

আরও পড়ুন

ঠিকানা বদলাবেন কী করে: আধার কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যান। সেখানে ‘আপডেট আধার’ বিভাগের মধ্যে ‘সেল্ফ সার্ভিস আপডেট পোর্টাল’-এর বোতাম ক্লিক করুন। ১২ সংখ্যার আধার নম্বর দিন। মোবাইলে একটি লিংক এবং ওটিপি আসবে। ওটিপি বসিয়ে লিংকে ক্লিক করুন। সেখান থেকে ‘প্রসেস টু আপডেট অ্যাড্রেস’-এ যান। নতুন ঠিকানা বসান। 

ফোন নম্বর বদলাবেন কী ভাবে: নাম পরিবর্তন করার মতো করেই ‘প্রসেস টু আপডেট’-এ যান। মোবাইলে আসা ওটিপি দিয়ে নতুন পাতায় যান। সেখানে ফোন নম্বর বদলানোর সুযোগ পাবেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement