
বছরের আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার মধ্যেই একটি গুরুত্বপূর্ণ কাজ সেরে ফেলতে না পারলে বিপাকে পড়তে হতে পারে। এখনও অনেকেই আছেন যাঁরা আধার ও প্যান লিঙ্ক করেননি। কেন্দ্রীয় আয়কর দফতরের স্পষ্ট নির্দেশ, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে আধার ও প্যান লিঙ্ক না হলে, জানুয়ারি থেকেই প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যেতে পারে। অর্থাৎ কাগজে-কলমে প্যান থাকলেও, বাস্তবে তা আর কোনও কাজে লাগবে না।
আয়কর দফতরের চলতি বছরের এপ্রিল মাসে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, যাঁদের প্যান কার্ড ১ অক্টোবর ২০২৪-এর আগে আধার নম্বর ব্যবহার করে বরাদ্দ করা হয়েছিল, তাঁদের জন্য এই লিঙ্কিং বাধ্যতামূলক। নির্ধারিত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫। তার পর এই মেয়াদ বাড়ানোর সম্ভাবনা কার্যত নেই বলেই ইঙ্গিত প্রশাসনের। ফলে এখনই সতর্ক না হলে, নতুন বছরের শুরুতেই সমস্যার মুখে পড়তে পারেন বহু প্যানধারক।
কী হতে পারে প্যান নিষ্ক্রিয় হলে? প্রশ্নটা এখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে আয়কর রিটার্ন ফাইল করা যাবে না। আটকে যেতে পারে ট্যাক্স রিফান্ড। ব্যাঙ্কিং লেনদেন, বড় অঙ্কের আর্থিক লেনদেন, শেয়ার বাজারে বিনিয়োগ, মিউচুয়াল ফান্ড; সব ক্ষেত্রেই প্যান অপরিহার্য। এমনকি নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা ঋণ নেওয়ার ক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ, একটি ছোট অবহেলার ফল হতে পারে আর্থিক জীবনে বড় ধাক্কা।
কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ (CBDT) আগেই জানিয়েছে, যাঁরা প্রকৃত আধার নম্বরের বদলে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান নিয়েছিলেন, তাঁদের ক্ষেত্রেও এই লিঙ্কিং বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে এই কাজ না হলে, আইনি জটিলতায় পড়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তাই উৎসবের মরসুমে কেনাকাটা, ভ্রমণের ফাঁকে এই কাজটা সেরে ফেলার পরামর্শই দিচ্ছে প্রশাসন।
ভাল খবর হল, আধার-প্যান লিঙ্ক করার প্রক্রিয়াটি অত্যন্ত সহজ। আয়কর দফতরের অফিসিয়াল ওয়েবসাইট www.incometax.gov.in এই করতে পারবেন। ওয়েবসাইটে লগ ইন করে ‘Quick Links’ সেকশনে গিয়ে ‘Link Aadhaar’ অপশনে ক্লিক করতে হবে। তার পর প্যান নম্বর, আধার নম্বর এবং মোবাইল নম্বর দিতে হবে। ‘I validate my Aadhaar details’ অপশনটি বেছে নিলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় বসিয়ে ‘Validate’ বাটনে ক্লিক করলেই লিঙ্কিং সম্পূর্ণ।
তবু প্রশ্ন থেকেই যাচ্ছে। এত বার সতর্কবার্তা, এত প্রচারের পরেও কেন এখনও বহু মানুষ এই কাজটি করে উঠতে পারছেন না? প্রযুক্তিগত সমস্যা, অসচেতনতা, নাকি প্রশাসনিক জটিলতা; কার দায় বেশি? নতুন বছরে পা দেওয়ার আগে এই প্রশ্নের উত্তর খোঁজার সময় নেই সাধারণ মানুষের হাতে। আপাতত একটাই বাস্তবতা; আর মাত্র সাত দিন। এই সময়ের মধ্যেই আধার ও প্যান লিঙ্ক না হলে, ২০২৬ সালের শুরুটা যে মোটেও মসৃণ হবে না, তা বলাই বাহুল্য।