Advertisement

Bank rules changes: ১ নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্ক, আধার, পেনশন ও GST-র নিয়ম, জেনে রাখা দরকার

নভেম্বরের শুরুতেই জন্য বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আসছে। ১ নভেম্বর থেকে ব্যাঙ্কিং, আধার, পেনশন এবং GST ব্যবস্থায় একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে সরাসরি প্রভাব ফেলবে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Oct 2025,
  • अपडेटेड 2:09 PM IST
  • নভেম্বরের শুরুতেই জন্য বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আসছে।
  • ১ নভেম্বর থেকে ব্যাঙ্কিং, আধার, পেনশন এবং GST ব্যবস্থায় একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে সরাসরি প্রভাব ফেলবে।

নভেম্বরের শুরুতেই জন্য বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আসছে। ১ নভেম্বর থেকে ব্যাঙ্কিং, আধার, পেনশন এবং GST ব্যবস্থায় একাধিক নতুন নিয়ম কার্যকর হতে চলেছে, যা সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মে সরাসরি প্রভাব ফেলবে।

ব্যাঙ্কিংয়ে নতুন নিয়ম:
১ নভেম্বর থেকে ব্যাঙ্ক গ্রাহকরা একাধিক অ্যাকাউন্ট, লকার বা সেফ কাস্টডির জন্য সর্বোচ্চ চারজন পর্যন্ত মনোনীত ব্যক্তি (নমিনি) রাখতে পারবেন। এর আগে এই সংখ্যা সর্বোচ্চ একজন বা দু’জন পর্যন্ত সীমিত ছিল। মনোনয়ন যোগ বা পরিবর্তনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তাড়াতাড়ি টাকা বা সম্পত্তি তুলতে পারেন।

এছাড়া ক্রেডিট কার্ড ও পেমেন্টে কিছু নতুন চার্জ আরোপ করা হয়েছে। শিক্ষা সংক্রান্ত পেমেন্ট বা ১,০০০ টাকার বেশি ওয়ালেট টপ-আপের ক্ষেত্রে ১% সার্ভিস ফি দিতে হবে। ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের পরামর্শ দিয়েছে নতুন ফি কাঠামো জানার জন্য নিজ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে।

আধার আপডেটের সুবিধা:
UIDAI জানিয়েছে, এখন থেকে নাগরিকরা নাম, ঠিকানা, জন্মতারিখ এবং মোবাইল নম্বর অনলাইনে আপডেট করতে পারবেন। এই প্রক্রিয়ায় আর কোনও প্রমাণপত্র আপলোড করতে হবে না। তবে বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ বা চোখের স্ক্যান) আপডেট করতে হলে আধার সেন্টারে যেতে হবে। নতুন ফি ধার্য করা হয়েছে, নন-বায়োমেট্রিক আপডেটের জন্য ৭৫ টাকা এবং বায়োমেট্রিক আপডেটের জন্য ১২৫ টাকা।

পেনশনভোগীদের জন্য গুরুত্বপূর্ণ মাস:
নভেম্বর মাস পেনশনভোগীদের কাছে গুরুত্বপূর্ণ। ১ নভেম্বর থেকে ৩০ নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকেই তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়া ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) থেকে ইউনিফায়েড পেনশন স্কিম (UPS)-এ রূপান্তরের শেষ তারিখও বাড়ানো হয়েছে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

GST ব্যবস্থায় পরিবর্তন:
নভেম্বরের শুরুতে জিএসটি কাঠামোও পরিবর্তিত হচ্ছে। নতুন ব্যবস্থায় জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রধান দুটি কর স্ল্যাব হবে ৫% ও ১৮%, আর লাক্সারি ও ‘sin’ পণ্যের ক্ষেত্রে করের হার ৪০% ধার্য করা হয়েছে। সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে কর ব্যবস্থা আরও স্বচ্ছ, সহজ ও ব্যবসাবান্ধব হবে।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement