Advertisement

Bumper Return: 'রুকেগা নেহি' আদানির এই স্টক, ৭০ দিনে ৩ গুণ রিটার্ন, এখনও সুযোগ

Adani Group Stock: ধারাবাহিকভাবে বেড়ে চলেছে আদনি গোষ্ঠীর এই স্টক। গত আড়াই মাসে ৩ গুণ রিটার্ন। মালামাল বিনিয়োগকারীরা।

আদানির শেয়ারে টাকা খাটিয়ে মালামাল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2022,
  • अपडेटेड 3:16 PM IST
  • আদানি উইলমার ৩ গুণ বাড়ল।
  • মাত্র ৭০ দিনে মালামাল বিনিয়োগকারীরা।
  • এখনও বিনিয়োগের সুযোগ।

Adani Wilmar Upper Circuit: শেয়ার বাজারে এখন আদানি-রাজ। এই গোষ্ঠীর প্রতিটি শেয়ারই লাভ দিচ্ছে বিনিয়োগকারীদের। এমনকি সদ্য অভিষেক হওয়া আদানি উইলমার তো ধনবর্ষা করছে। সোমবার আবারও রেকর্ড বাড়ল এই শেয়ার। সবমিলিয়ে গত ৭০ দিনে ৩ গুণ বেড়েছে স্টকের দাম। 

আদানি উইলমার এখন বাজারের গতির উল্টো পথে চলছে। শেয়ার বাজারে মন্দা থাকলেও তেজি এই শেয়ার। এ দিনও তার ব্যত্যয় হয়নি। লেনদেন শুরু হওয়ার কিছুক্ষণ পরই আদানি উইলমারের স্টক উপরে উঠতে থাকে। দুপুর সাড়ে ১২টায় এই স্টক ৫ শতাংশ উঠে ৬৬৮.২৫ টাকায় পৌঁছে যায়। এর আগে গত সপ্তাহে বুধবার আদানি উইলমারের স্টক ৬৩৬.৪৫ টাকায় বন্ধ হয়েছিল।

সেনসেক্স এবং নিফটি নিম্নমুখী

আদানি উইলমারের স্টকের ক্রমাগত বৃদ্ধি বেশ তাৎপর্যপূর্ণ। কারণ বাজার যখন নিম্নমুখী তখনও বাডছে উইলমারের শেয়ার। বিএসই সেনসেক্স এবং এনএসই নিফটি লালের ঘরে চলে গিয়েছে। দুপুর সাড়ে ১২টায় সেনসেক্স প্রায় ১৩,০০ অঙ্ক পড়ে ৫৭ হাজারে ছিল। একইভাবে ৩৫০ পয়েন্টের বেশি নেমে ১৭,১২৫-র কাছাকাছি ছিল এনএসই নিফটি।

আদানি গোষ্ঠীর আদানি উইলমার আড়াই মাস আগে ভারতীয় শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। এটি আদানি গোষ্ঠীর সপ্তম তালিকাভুক্ত কোম্পানি। তবে বাজারে আইপিও আসার দিন শুরুতেই টাল খেয়েছিল আদানি উইলমার। তার পর সেই যে উপরে উঠতে শুরু করেছে তার আর থামার নাম নেই। ধারাবাহিকভাবে বেড়ে চলেছে এই শেয়ার। আইপিও আসার দিন শুরুতে ৪ শতাংশ পড়েছিল। এরপর আদানি উইলমারের স্টক প্রথম দিনেই ১৮ শতাংশ বেড়েছে। প্রথম ৩ দিনেই ৬০ শতাংশ রিটার্ন দিয়েছে। 

আদানি উইলমারের আইপিও-এর প্রাইস ব্যান্ড ২১৮-২৩০ টাকায় নির্ধারণ করা হয়েছিল। এই স্টকটি প্রায় ৪ শতাংশ পড়ে ২২১ টাকায় লেনদেন শুরু করে। মাত্র ৭০ দিন তিন গুণেরও বেশি বেড়েছে। প্রায় ১৫০ শতাংশ রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের মালামাল করেছে আদানি উইলমার।  

Advertisement

আরও পড়ুন- সম্মত অধিকাংশ রাজ্য, এবার দাম বাড়ছে প্য়াকেটজাত খাবারের?

 


Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement