Bharti Airtel, Reliance Jio এবং Vodafone Idea (Vi)-র মধ্যে কোন প্ল্যানে সবচেয়ে লাভ বেশি? ৩০০ টাকার আশেপাশের, সস্তার প্রিপেইড রিচার্জ প্ল্যান এই প্রতিবেদনে সাজিয়ে দেওয়া হল। সস্তার এই প্ল্যানগুলিতে কল, এসএমএস এবং ইন্টারনেট আছে। তবে, কিছু প্ল্যানে এই রিচার্জের পাশাপাশি OTT সাবস্ক্রিপশনও পাবেন। যেমন ধরুন জিও-র প্ল্যানে JioHotstar-এর মতো ওটিটি অ্যাপে এক মাসের জন্য সাবস্ক্রিপশন পাবেন। তবে এয়ারটেল এবং ভি-এর প্ল্যানগুলিও মন্দ নয়।
এই প্রতিবেদনে Airtel, Jio এবং Vi-র সেই প্রিপেইড রিচার্জ প্ল্যানগুলি নিয়ে আলোচনা করা হল। নিজেই এগুলি দেখে আপনার পছন্দের প্ল্যান বেছে নিন।
Airtel-এর সবচেয়ে সস্তার OTT-সহ প্রিপেইড প্ল্যানের দাম 301 টাকা। এতে ২৮ দিনের ভ্যালিডিটি। আনলিমিটেড লোকাল ও রোমিং কল, প্রতিদিন ১০০টি এসএমএস এবং ১GB করে ৫জি ডেটা পাওয়া যাবে। সঙ্গে JioHotstar-এর ২৮ দিনের মোবাইল সাবস্ক্রিপশনও পাবেন।
রোজের ডেটা শেষ হয়ে গেলে স্পিড কমে গিয়ে দাঁড়াবে ১৬kbps-এ। এসএমএসের সীমা পেরিয়ে গেলে প্রতি লোকাল এসএমএসে ₹১ ও STD এসএমএসে ₹১.৫ কাটা হবে।
এই প্ল্যানে Airtel Thanks Rewards-ও পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ৩০ দিনের জন্য হ্যালোটিউনস ফ্রি ও Apollo 24/7 ডিজিটাল হেলথকেয়ার প্ল্যাটফর্মের তিন মাসের সাবস্ক্রিপশন।
Jio-এর ₹299 রিচার্জ প্ল্যান সবচেয়ে ভালো ভ্যালু অফার করে। এতে ২৮ দিনের জন্য মোট ৪২GB True 5G ডেটা পাওয়া যায়, অর্থাৎ প্রতিদিন ১.৫GB করে। স্পিড শেষ হয়ে গেলে তা কমে দাঁড়ায় ৬৪kbps-এ।
এই প্ল্যানে ৯০ দিনের জন্য JioHotstar মোবাইল সাবস্ক্রিপশন ফ্রি দেওয়া হয়, যার দাম বাজারে ₹১৪৯। সঙ্গে আনলিমিটেড ভয়েস কল, প্রতিদিন ১০০টি এসএমএস, JioTV ও ৫০GB Jio AICloud স্টোরেজও থাকে।
তবে কোম্পানির তরফে জানানো হয়েছে, JioHotstar সাবস্ক্রিপশনের বাকি সুবিধা পেতে হলে প্ল্যান শেষ হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রিচার্জ করতে হবে।
Vi-এর ₹239 রিচার্জ প্ল্যানটি তিনটির মধ্যে সবচেয়ে সস্তা। কিন্তু এতে মাত্র ২৮ দিনে ২GB ডেটা পাওয়া যায়। ডেটা শেষ হয়ে গেলে প্রতি MB-তে ₹০.৫ কাটা হবে।
এই প্ল্যানে আনলিমিটেড কল এবং মোট ৩০০টি এসএমএস পাওয়া যায়। সঙ্গে এক মাসের JioHotstar মোবাইল সাবস্ক্রিপশনও ফ্রি দেওয়া হয়।
যদি কেউ আনলিমিটেড ডেটা চান, তাহলে Vi-এর ₹399 রিচার্জ করতে হবে। এতে প্রতিদিন ২GB ডেটা, ১০০ এসএমএস, ওয়ান মান্থ JioHotstar সাবস্ক্রিপশন, উইকেন্ড ডেটা রোলওভার ও হাফ-ডে আনলিমিটেড ডেটা সুবিধা থাকে।
কোন প্ল্যানে লাভ সবচেয়ে বেশি?
Airtel-এর ₹301 প্ল্যান সবচেয়ে দামী। Vi-এর ₹239 প্ল্যান সবচেয়ে সস্তা, কিন্তু সুবিধা কম। Jio-র ₹299 প্ল্যানে ভাল ওটিটি বেনিফিট পাবেন। ফলে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিন।