
নিরাপদ বিনিয়োগ বলতে মধ্যবিত্তের প্রথম পছন্দ সেই Fixed Deposit বা FD। তবে সাম্প্রতিক সময়ে সুদের হার, কর কাঠামো এবং মূল্যস্ফীতির চাপের কারণে অনেকেই FD র বিকল্প খুঁজছেন। বিশেষজ্ঞদের মতে, শুধুমাত্র নিরাপত্তা নয়, রিটার্ন ও tax efficiency বিবেচনা করেও বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত। FD-র বিকল্প কিছু government-backed savings scheme এবং অন্যান্য কম ঝুঁকির বিনিয়োগ অপশনের বিষয়ে আলোচনা করা হল এই প্রতিবেদনে।
Public Provident Fund
ভারতে Fixed Deposit-এর অন্যতম সেরা অল্টারনেটিভ হল Public Provident Fund বা PPF। দীর্ঘমেয়াদি বিনিয়োগ। মেয়াদ ১৫ বছর। PPF এর সবচেয়ে বড় সুবিধা হল এর Exempt-Exempt-Exempt (EEE) স্ট্যাটাস। অর্থাৎ বিনিয়োগের টাকা, সুদ এবং ম্যাচিউরিটির টাকা, সবই সম্পূর্ণ tax-free। পাশাপাশি, Section 80C-এর আওতায় করছাড়ও পাওয়া যায়। দীর্ঘমেয়াদে নিরাপদ ও ট্যাক্স সেভিং চাইলে PPF অন্যতম সেরা অপশন।
National Savings Certificate
আরেকটি জনপ্রিয় বিকল্প হল National Savings Certificate বা NSC। এটি ৫ বছরের লক ইন সহ একটি সরকারি সঞ্চয় প্রকল্প, যা পোস্ট অফিসে সহজেই পাওয়া যায়। NSC তে সুদের হার নির্দিষ্ট এবং Section 80C অনুযায়ী করছাড় পাওয়া যায়। যদিও সুদের উপর কর দিতে হয়। তবে নিরাপত্তার দিক থেকে এটি FD এর মতোই নির্ভরযোগ্য।
Savings Bond
RBI Floating Rate Savings Bonds এও নজর রাখতে পারেন। এই ধরনের বন্ডের মেয়াদ ৭ বছর। সুদের হার নির্দিষ্ট নয়। প্রতি ছয় মাস অন্তর রিসেট হয় এবং NSC রেটের সঙ্গে যুক্ত থাকে। যদিও সুদের উপর কর দিতে হয়। তবুও inflation hedge হিসেবে এটি FD-এর তুলনায় better।
Senior Citizens’ Saving Scheme
সিনিয়র সিটিজেনদের জন্য Senior Citizens’ Saving Scheme বা SCSS একটি অত্যন্ত জনপ্রিয় বিকল্প। ৬০ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন, তাঁদের জন্য এই স্কিমে সাধারণ FD র তুলনায় বেশি সুদ পাওয়া যায়। প্রতি ত্রৈমাসিকে সুদ মেলে, যা অবসরপ্রাপ্তদের নিয়মিত আয়ের ভালো উৎস। তবে এখানে সুদ taxable।
Post Office Monthly Income Scheme
প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা চাই? সেক্ষেত্রে Post Office Monthly Income Scheme বা POMIS ভাল অপশন। ৫ বছরের স্কিমে সরকার সাপোর্টেড সিকিউরিটি তো আছেই। সঙ্গে মাসে মাসে সুদও পাবেন। অবসরপ্রাপ্ত বা রেগুলার হাত খরচ তুলতে চাইলে এটা বেশ ভাল অপশন।
অর্থাৎ, FD ছাড়াও বর্তমানে ভারতে একাধিক নিরাপদ ও লাভজনক অপশন রয়েছে। নিজের বয়স, আর্থিক লক্ষ্য, ঝুঁকি নেওয়ার ক্ষমতা এবং tax planning মাথায় রেখে সঠিক অপশন বেছে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।