Advertisement

APP Cab Digha: এবার দিঘাতেও App Cab চালু হয়ে গেল, 'যাত্রী সাথী'তে বুক করলেই চলে আসবে গাড়ি

দিঘায় বেড়াতে গিয়ে হোটেলের পাশাপাশি গাড়ি নিয়েও বেশ চিন্তার মধ্যেই পড়তে হয় পর্যটকদের। কারণ বাড়তি ভাড়ার জুলুমবাজি থেকে গাড়ি কিংবা টোটো চালকদের খারাপ ব্যবহারের অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে। দিঘায় এমনিতেই সারা বছর ধরে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। আর জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে সেই ভিড় বেড়েছে আরও বেশ কয়েকগুণ।

যাত্রী সাথি অ্যাপযাত্রী সাথি অ্যাপ
Aajtak Bangla
  • দিঘা,
  • 29 Aug 2025,
  • अपडेटेड 1:37 PM IST

দিঘায় বেড়াতে গিয়ে হোটেলের পাশাপাশি গাড়ি নিয়েও বেশ চিন্তার মধ্যেই পড়তে হয় পর্যটকদের। কারণ বাড়তি ভাড়ার জুলুমবাজি থেকে গাড়ি কিংবা টোটো চালকদের খারাপ ব্যবহারের অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে। দিঘায় এমনিতেই সারা বছর ধরে পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। আর জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার পর থেকে সেই ভিড় বেড়েছে আরও বেশ কয়েকগুণ।

পর্যটকদের চাপ ক্রমশ বাড়ছে দিঘায় 
ফলে চাপ বাড়ছে। পাশাপাশি টোটো ও অটো, ভ্যানের ভাড়া নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। সেই কারণে এবার দিঘায় চালু হল অ্যাপ ক্যাব।  ‘যাত্রী সাথী’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে এক ক্লিকেই হোটেলে পৌঁছে যাবে গাড়ি। এজন্য কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না পর্যটকদের। সরকারি এই অ্যাপের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। ছিলেন পুলিশ এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরাও।

সরকারি অ্যাপ কাজ করবে দিঘায়
সরকারি উদ্যোগে তৈরি মোবাইল অ্যাপ ‘যাত্রী সাথী’। এই অ্যাপের মাধ্যমে দিন রাত, যে কোনও সময়ে ক্যাব বুক করা সম্ভব। জানা গিয়েছে, ইতিমধ্যে অটো এবং ক্যাব মিলে এখনও পর্যন্ত ১৩০টি গাড়ি এই অ্যাপের সঙ্গে যুক্ত হয়েছে। শুধু ক্যাবই নয়, এই অ্যাপের মাধ্যমে সরকারি বাসেরও সমস্ত তথ্য পাবেন পর্যটকরা। 

যাওয়া যাবে তাজপুর মন্দারমণিও
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানিয়েছেন, 'দেশ-বিদেশের পর্যটকরা এখন দিঘায় আসছেন। যাত্রী পরিষেবার মান আরও ভালো করতেই পশ্চিমবঙ্গ সরকারের যাত্রী সাথী অ্যাপ দিঘায় চালু করা হল। স্মার্টফোনে এই অ্যাপের মাধ্যমেই গাড়ি বুকিং করা যাবে।' তবে শুধু দিঘার মধ্যেই নয়, এই অ্যাপের মাধ্যমে ক্যাব বুক করে পর্যটকরা মন্দারমণি, তাজপুর পর্যন্ত পর্যটকরা বেড়াতে যেতে পারবেন বলেও জানিয়েছেন পুলিশ সুপার। 

এর আগে যাত্রী সাথির সুবিধা পাওয়া যেত কলকাতা ও সংলগ্ন এলাকায়। এছাড়া কিছু বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থা এই কাজ করত। যার মধ্যে ওলা, উবের বা ইন ড্রাইভ অন্যতম। তবে দিঘায় এই তিন সংস্থার পরিষেবা নেই। এর মধ্যেই বাড়ছিল অটো, টোটোর দৌরাত্ম। যা খুশি ভাড়া চাইছিলেন তাদের একাংশ। এবার সেই সমস্যা থেকে সাধারণ পর্যটকদের মুক্তি দিতে এই পদক্ষেপ নিল রাজ্য পরিবহন সংস্থা।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement