Advertisement

Bike Scooter Milage: বাইক, স্কুটার কত স্পিডে চালালে তেল কম পোড়ে? ট্রিক জানুন, টাকা বাঁচবে

স্কুটি, বাইকের মাইলেজ বাড়াতে চাইলে সঠিক গতিতে গাড়ি চালান। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন ভাল মাইলেজ পাবেন। পকেট থেকে খসবে না বেশি টাকা।

বাইক, স্কুটারের মাইলেজবাইক, স্কুটারের মাইলেজ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Nov 2025,
  • अपडेटेड 12:43 PM IST
  • স্কুটি, বাইকের মাইলেজ বাড়াতে চাইলে সঠিক গতিতে গাড়ি চালান
  • স্কুটি, বাইকের মাইলেজ বাড়াতে চাইলে সঠিক গতিতে গাড়ি চালান
  • দেখবেন ভাল মাইলেজ পাবেন

তেলের দাম ১০০ পার করেছে অনেক দিন। এমন পরিস্থিতিতে নিয়মিত যাঁরা বাইক বা স্কুটি চালান, তাঁদের পকেট থেকে খসছে বাড়তি টাকা। তাই তাঁরা মাইলেজ বাড়ানোর রাস্তা খুঁজছেন। এই পথটা খুঁজে পেলেই কিন্তু কম তেল পুড়বে। পকেটে থাকবে বাড়তি টাকা।

তবে এই নিয়ে বেশি মাথা খারাপ করে লাভ নেই। বরং স্কুটি, বাইকের মাইলেজ বাড়াতে চাইলে সঠিক গতিতে গাড়ি চালান। তাহলেই খেলা ঘুরে যাবে। দেখবেন ভাল মাইলেজ পাবেন। পকেট থেকে খসবে না বেশি টাকা।

এখন প্রশ্ন হল, ঠিক কোন গতিতে গাড়ি চালালে মাইলেজ মিলবে বেশি? সেই উত্তরটা জানতে পড়ুন নিবন্ধটি।

কত গতিতে গাড়ি চালাবেন?

বেশি মাইলেজ পেতে চাইলে আপনাকে ঘণ্টায় ৩০ থেকে ৫৫ কিলোমিটার বেগে স্কুটি বা বাইক চালাতে হবে। এই গতিতে গাড়ি চালালেই সবথেকে ভাল মাইলেজ পাবেন।


আর চেষ্ট করবেন একই গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার। গতিতে বেশি হেরফের আনবেন না। পাশাপাশি ব্রেকও যতটা সম্ভব কম ব্যবহার করুন। তাহলেই আপনার বা স্কুটির মাইলেজ বাড়বে। হবে সাশ্রয়।

এছাড়া যাঁরা বাইক চালাচ্ছেন, তাঁরা চেষ্টা করুন টপ গিয়ারে চালানোর। তাতে ইঞ্জিনের উপর চাপ পড়বে কম। ফলে পারফর্মেন্স বাড়বে। পাশাপাশি মাইলেজও বৃদ্ধি পাবে।

যদিও শুধু স্পিড মেপে গাড়ি চালালেই চলবে না। পাশাপাশি আরও কয়েকটি নিয়ম মেনে চলুন। যেমন ধরুন-

  • সবসময় গাড়ির চাকায় ঠিকঠাক পাম্প দেবেন। কম থাকলেই কিন্তু বিপদ। তাতে মাইলেজ কমে যেতে পারে।
  • বাইকের ফিল্টার বদলে নিতে হবে সময় পেলেই। পাশাপাশি ইঞ্জিন অয়েল এবং গিয়ার অয়েলও বদলান একটা নির্দিষ্ট সময়ান্তর। তাতেই দেখবেন দারুণ মাইলেজ পাবেন।
  • অনেকেই হুট করে বাইক বা স্কুটি এক্সিলারেট করেন। আর এই ভুলটা করেন বলেই মাইলেজ কমে যায়। সুতরাং এখন থেকে হুট করে বাইক বা স্কুটি এক্সিলারেট করবেন না। তাতে বিপদ বাড়তে পারে। পাশাপাশি কমে যেতে পারে মাইলেজ।
  • বাইক স্কুটি মাঝে মধ্যেই সার্ভিস করান। মোটামুটি ৫০০ থেকে ১০০০ কিমি চলার পরই সার্ভিস করে নেওয়া উচিত। তাতে কোনও সমস্যা থাকলে ধরা পড়ে যাবে। সেই মতো নেওয়া যাবে ব্যবস্থা। 

তবে এরপরও যদি ভাল মাইলেজ না পান, তেল যদি বেশি পুড়তে থাকে, তাহলে সাবধান হন। সার্ভিস সেন্টারে করুন যোগাযোগ। তাতেই হাতেনাতে মিলবে লাভ।

Read more!
Advertisement
Advertisement