Advertisement

Government Yojana : রোজ মাত্র ৭ টাকা বিনিয়োগ, ৫ হাজার টাকা পেনশন! কীভাবে?

রোজগারের পাশাপাশি সঞ্চয়েও গুরুত্ব দেওয়া দরকার। বিশেষত কেউ যদি বেসরকারি সংস্থায় কাজ করেন তাহলে ভবিষ্যতে আর্থিক নিশ্চয়তার জন্য অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) সঙ্গে যুক্ত হতে পারেন। এটি হল একটি সরকারি পেনশন যোজনা। এখানে বিনিয়োগ করে মাসে ১০০০ থেকে ৫০০০ হাজার পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারেন। আর শুধু তাই নয়, এই যোজনায় যুক্ত হলে স্বামী-স্ত্রী মিলে মাসে ১০,০০০ টাকা পেনশনও পেতে পারেন। এক্ষেত্রে যেকোনও ভারতীয় নাগরিক এই যোজনার সঙ্গে যুক্ত হতে পারেন ও মাসে ৫০০০ টাকা পেনশন পেতে পারেন। 

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 21 Feb 2022,
  • अपडेटेड 6:02 PM IST
  • বেসরকারি সংস্থার কর্মীদের জন্য অটল পেনশন যোজনা ভাল অপশান
  • মাসে পাওয়ায় যায় এক থেকে পাঁচ হাজার পর্যন্ত পেনশন
  • বয়স হয়ে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে

রোজগার থাকলে মানুষও খরচও করেন। আবার একইসঙ্গে ভবিষ্যতের বিষয়েও ভাবতে হয় মানুষকে। কারণ যখন মানুষ রোজগারের পরিস্থিতিতে থাকেন না সেইসময় সঞ্চয়ই সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়ায়। তাই রোজগারের পাশাপাশি সঞ্চয়েও গুরুত্ব দেওয়া দরকার। বিশেষত কেউ যদি বেসরকারি সংস্থায় কাজ করেন তাহলে ভবিষ্যতে আর্থিক নিশ্চয়তার জন্য অটল পেনশন যোজনার (Atal Pension Yojana) সঙ্গে যুক্ত হতে পারেন। এটি হল একটি সরকারি পেনশন যোজনা। এখানে বিনিয়োগ করে মাসে ১০০০ থেকে ৫০০০ হাজার পর্যন্ত পেনশন পাওয়া যেতে পারেন। আর শুধু তাই নয়, এই যোজনায় যুক্ত হলে স্বামী-স্ত্রী মিলে মাসে ১০,০০০ টাকা পেনশনও পেতে পারেন। এক্ষেত্রে যেকোনও ভারতীয় নাগরিক এই যোজনার সঙ্গে যুক্ত হতে পারেন ও মাসে ৫০০০ টাকা পেনশন পেতে পারেন। 

Atal Pension Yojana Age : অটল পেনশন যোজনার সুবিধা পাওয়ায় জন্য বয়স হতে হবে ১৮ থেকে ৪০-এর মধ্যে। ৪০ বছরের বেশি বয়স হয়ে গেলে আর এই স্কিমের সুবিধা পাওয়া যাবে না। পেনশন পেতে গেলে কমপক্ষে ২০ বছর বিনিয়োগ করতে হবে। ৬০ বছর বয়স পর্যন্ত একটি নির্দিষ্ট অর্থ বিনিয়োগ করতে হবে। 

এক্ষেত্রে যদি কারও বয়স ১৮ হয় তাহলে তিনি প্রতি মাসে ২১০ টাকা বিনিয়োগ করে মাসিক ৫ হাজার টাকা পেনশন তুলতে পারেন। অর্থাৎ প্রতিদিনের হিসেবে ৭ টাকা করে বিনিয়োগ করে প্রায় ১৬৫ টাকা পেনশন পেতে পারেন। আর যদি কেউ ৬০ বছরের পর মাসে এক হাজার টাকা পেনশন পেতে চান তাহলে তাঁকে ১৮ বছর বয়স থেকে মাসে ৪২ টাকা বিনিয়োগ করতে হবে। 

যদি কেউ ৬০ বছরের আগেই টাকা তুলে নিতে চান, তাহলে কিছু ক্ষেত্রে তা সম্ভব। আর যদি স্বামীর মৃত্যু ৬০ বছরের আগেই হয় তাহলে স্ত্রী পেনশনের সুবিধা পাবেন। আর স্বামী-স্ত্রী উভয়েরই মৃত্যু হলে সমস্ত অর্থ পাবেন নমিনি।  

Advertisement

Atal Pension Yojana Account Open Process : অটল পেনশন যোজনার অ্যাকাউন্ট খোলা খুবই সহজ। এর জন্য গ্রাহকের ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট থাকতে হবে। আধার এবং Active Mobile Number-এর প্রয়োজন হবে। সমস্ত স্কিমে অর্থ, মাসিক, ত্রৈমাসিক ও ষান্মাসিকভাবে দেওয়া যায়। তাছাড়া অটো ডেবিটের সুবিধাও রয়েছে। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয়ে যাবে। 

Atal Pension Yojana Tax Saving : এই যোজনায় বিনিয়োগ করলে পেনশনের পাশাপাশি করও বাঁচানো যায়। এক্ষেত্রে বাঁচানো যায় দেড় লক্ষ টাকা পর্যন্ত কর। আয়করের ৮০সি ধারা অনুযায়ী এই ছাড় দেওয়া হয়। ২০১৫ সালে এই যোজনা শুরু করেছিল মোদী সরকার। ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত এই যোজনার সঙ্গে ৭১ লক্ষ মানুষ যুক্ত হয়েছেন। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement