Advertisement

ATM Rules Change: ১ মে থেকে ATM চার্জ কত দিতে হবে? যা জানাচ্ছে SBI-HDFC-PNB

বৃহস্পতিবার, ১ মে থেকে এটিএম সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে। এটিএম থেকে টাকা তুলতে গেলে এখন বেশি ফি দিতে হবে। এটিএমে লেনদেনের জন্য চার্জ বৃদ্ধিতে সায় দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহক চার্জে স্বচ্ছতা বৃদ্ধি এবং এটিএম নেটওয়ার্কে নমনীয়তা প্রদানের লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে। এসবিআই, এইচডিএফসি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই এ ব্যাপারে গ্রাহকদের জানিয়েছে। 

এটিএমে টাকা তোলায় নয়া নিয়ম।এটিএমে টাকা তোলায় নয়া নিয়ম।
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Apr 2025,
  • अपडेटेड 9:08 AM IST
  • ১ মে থেকে এটিএম সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে।
  • এটিএম থেকে টাকা তুলতে গেলে এখন বেশি ফি দিতে হবে।
  • এটিএমে লেনদেনের জন্য চার্জ বৃদ্ধিতে সায় দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

বৃহস্পতিবার, ১ মে থেকে এটিএম সংক্রান্ত নিয়ম বদলাচ্ছে। এটিএম থেকে টাকা তুলতে গেলে এখন বেশি ফি দিতে হবে। এটিএমে লেনদেনের জন্য চার্জ বৃদ্ধিতে সায় দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গ্রাহক চার্জে স্বচ্ছতা বৃদ্ধি এবং এটিএম নেটওয়ার্কে নমনীয়তা প্রদানের লক্ষ্যে এই পদক্ষেপ করা হয়েছে। এসবিআই, এইচডিএফসি, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই এ ব্যাপারে গ্রাহকদের জানিয়েছে। 

HDFC ব্যাঙ্ক

HDFC ব্যাঙ্কের ওয়েবসাইটে মারফৎ জানা গিয়েছে, ফ্রি লিমিটের পরে এটিএম লেনদেনের ফি কর-সহ ২১ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে কর-সহ ২৩ টাকা।  এই ফি শুধুমাত্র টাকা তোলার ক্ষেত্রে প্রযোজ্য হবে। ব্যালেন্স দেখা, মিনি স্টেটমেন্ট এবং পিন পরিবর্তনের মতো কাজে চার্জ নেওয়া হবে না।

যদি কেউ এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম ব্যবহার না করেন, তা হলে টাকা তোলা এবং ব্যালান্স দেখা, মিনি স্টেটমেন্ট, পিন পরিবর্তনের ক্ষেত্রেও চার্জ লাগবে। 

PNB-তে কত চার্জ?

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে ফ্রি লিমিট পার করলে এটিএম লেনদেনের জন্য ২৩ টাকা ধার্য করা হবে। 

SBI-তে কত চার্জ?

নতুন নিয়মে, এসবিআই এটিএম থেকে ৫ বার বিনামূল্যে লেনদেন করতে পারবেন। অন্য ব্যাঙ্কের এটিএমে গ্রাহকরা ১০ বার লেনদেন করতে পারবেন বিনামূল্যে। যাঁদের অ্যাকাউন্টে ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকার ন্যূনতম ব্যালান্স থাকবে, তাঁরা  অন্যান্য ব্যাঙ্ক মাসে ৫ বার এটিএমে বিনামূল্যে লেনদেন করতে পারবেন।। যাঁদের অ্যাকাউন্টে ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা ব্যালান্স থাকবে, তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তবে যাঁদের অ্যাকাউন্টে ১ লাখ টাকার বেশি টাকা থাকবে, তাঁরা এসবিআই ও অন্য ব্যাঙ্কের এটিএমে বিনামূল্যে যত খুশি লেনদেন করতে পারবেন।


বিনামূল্যে লেনদেনের সময়সীমা পার করলে জিএসটি-সহ ১৫ টাকা ধার্য করেছে এসবিআই। অন্য ব্যাঙ্কের এটিএমে চার্জ লাগবে জিএসটি-সহ ২১ টাকা। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement