Advertisement

ATM Service: ATM পরিষেবা বন্ধ থাকবে ২ দিন? VIRAL Whatsapp মেসেজের সত্যতা জানাল PIB

ভারত ও পাকিস্তান জুদ্ধের পরিস্থিতির মধ্যেই নানা ধরণের গুজব সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই গুজবে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এ ব্যাপারে সরকারের তরফ থেকে অনেক আগেই সতর্ক করা হয়েছে। কিছুদিন ধরেই একটা হোয়াটঅ্যাপ মেসেজ ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হচ্ছে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর তা যে সম্পূর্ণ ভুয়ো তা জানিয়ে দিল ভারত সরকার।

ATM পরিষেবাATM পরিষেবা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 May 2025,
  • अपडेटेड 12:08 PM IST

ভারত ও পাকিস্তান জুদ্ধের পরিস্থিতির মধ্যেই নানা ধরণের গুজব সামনে আসছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই গুজবে আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। এ ব্যাপারে সরকারের তরফ থেকে অনেক আগেই সতর্ক করা হয়েছে। কিছুদিন ধরেই একটা হোয়াটঅ্যাপ মেসেজ ছড়িয়ে পড়েছে। যেখানে বলা হচ্ছে এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর তা যে সম্পূর্ণ ভুয়ো তা জানিয়ে দিল ভারত সরকার।

কী ছিল ওই মেসেজে?
আগামি ২-৩ দিন এটিএম থেকে টাকা তোলা যাবে না বলে জানিয়ে এই মেসেজ ছড়িয়ে দেওয়া হয়। বলা হয়, অনলাইন পেমেন্টও করা যাবে না। শুধু তাই নয়, এই এই মেসেজ ছড়িয়ে দিতে হবে নিজের পরিচিত ব্যক্তিদের। তবে এই খবর সম্পূর্ণ মিথ্যে বলে জানিয়ে দেওয়া হল। শুক্রবার ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়, এটিএম পরিষেবা ব্যহত হবে না। এই প্রোপাগান্ডা থেকে নিজেদের দূরে রাখার পরামর্শ দিয়েছে ভারত সরকার। 

পহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটি নষ্ট করতে অপরেশন চালায় ভারত। এরপরেই তীব্র উত্তেজনা শুরু হয়। ভারতীয় সেনাবাহিনী পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গী নিধন করতে শুরু করে। সেই অপারেশনের নাম দেওয়া হয়, অপারেশন সিঁদুর। সেটা এখনও জারি রয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান, পাক অধিকৃত কাশ্মীরে ৯ টি সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। গুঁড়িয়ে দেওয়া হয় সবকটি জঙ্গি শিবির। মৃত্যু হয় অন্তত ১০০ জনের।

 

এরপর থেকে প্রতিশোধের আগুনে ফুঁসছিল পাকিস্তান। বুধবার রাতে ভারতের একাধিক সেনা ছাউনিতে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তান। কিন্তু সেই হামলা ফলপ্রসূত হয়নি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলা নিষ্ক্রিয় করে দেয়। পালটা হামলা চালিয়ে পাকিস্তানের লাহোর সহ বেশ কয়েকটি শহরে এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়। এখনও নানা জায়গায় পাকিস্তান সেনার আক্রমণের জবাব দিচ্ছে ভারত। 

Advertisement

ভারতীয় নৌবাহিনী ইতিমধ্যেই আরব সাগরে আইএনএস বিক্রান্ত মোতায়েন করেছে। এই নৌ আক্রমণ জাহাজটি করাচি উপকূলের কাছে মোতায়েন করা হয়েছিল। এই যুদ্ধ জাহাজের স্ট্রাইক গ্রুপে একটি বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার, ফ্রিগেট, সাবমেরিন-বিধ্বংসী যুদ্ধজাহাজ এবং অন্যান্য সহায়ক জাহাজ রয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement