Advertisement

Changes From 1 August: UPI থেকে LPG, ১ অগাস্ট থেকে ৫টি গুরুত্বপূর্ণ নিয়মে বদলে, বাড়তে পারে খরচও

Changes From 1 August: নতুন মাসে একাধিক আর্থিক নিয়মে বড় পরিবর্তন। ২০২৫ সালের অগাস্ট মাসে ক্রেডিট কার্ড, UPI, এলপিজি, সিএনজি, পিএনজি ও ব্যাঙ্কের ছুটির নিয়মে বদল আসতে চলেছে।

১ অগাস্ট থেকে টাকাপয়সা সংক্রান্ত এই নিয়মগুলিতে বড় বদল হতে পারে।১ অগাস্ট থেকে টাকাপয়সা সংক্রান্ত এই নিয়মগুলিতে বড় বদল হতে পারে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Jul 2025,
  • अपडेटेड 10:48 AM IST
  • নতুন মাসে একাধিক আর্থিক নিয়মে বড় পরিবর্তন।
  • ক্রেডিট কার্ড, UPI, এলপিজি, সিএনজি, পিএনজি সংক্রান্ত বদল আসতে চলেছে।
  • এর ফলে সাধারণ মানুষের মাসিক খরচে সরাসরি প্রভাব পড়তে পারে।

Changes From 1 August: নতুন মাসে একাধিক আর্থিক নিয়মে বড় পরিবর্তন। ২০২৫ সালের অগাস্ট মাসে ক্রেডিট কার্ড, UPI, এলপিজি, সিএনজি, পিএনজি সংক্রান্ত বদল আসতে চলেছে। এর ফলে সাধারণ মানুষের মাসিক খরচে সরাসরি প্রভাব পড়তে পারে। বিশেষত যাঁরা নিয়মিত UPI ব্যবহার করেন বা বাড়িতে LPG, CNG আছে, তাঁদের এই নিয়মগুলি জানা খুব জরুরি।

১. ক্রেডিট কার্ডে বড় বদল
১১ অগাস্ট থেকে SBI কিছু কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডে থাকা ফ্রি এয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স কভার বন্ধ করছে। এতদিন পর্যন্ত SBI বিভিন্ন ব্যাঙ্কের (UCO, সেন্ট্রাল, পিএসবি, করূর বৈশ্য, আলাহাবাদ) সঙ্গে ELITE ও PRIME কার্ডে ₹৫০ লক্ষ থেকে ₹১ কোটি পর্যন্ত কভারেজ দিত। এবার আর তা থাকছে না।

২. LPG গ্যাসের দাম
প্রতি মাসের শুরুতেই LPG ও কমার্শিয়াল গ্যাসের দাম রিভাইজ করা হয়। গত ১ জুলাই ১৯ কেজির কমার্শিয়াল সিলিন্ডারের দাম ₹৬০ কমানো হয়েছিল। তবে বাড়ির রান্নার গ্যাসের দামে এখনও পর্যন্ত কোনও পরিবর্তন করা হয়নি। ফলে ১ অগাস্ট থেকে ডোমেস্টিক রান্নার গ্যাসেরও দাম কমে কিনা, সেই দিকে তাকিয়ে আমজনতা।

৩. বদল UPI-তেও
NPCI নতুন UPI রুলস ১ অগাস্ট থেকে কার্যকর হচ্ছে। এবার থেকে দিনে সর্বোচ্চ ৫০ বার ব্যালেন্স চেক করা যাবে। দিনে মাত্র ২৫ বার মোবাইল নম্বর লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করা যাবে। ফলে যাঁরা ব্যবসার জন্য নিয়মিত বারবার ইউপিআই দিয়ে ব্যালেন্স চেক করেন, তাঁদের এই বিষয়টি মাথায় রাখতে হবে।

Netflix বা SIP-এর মতো AutoPay ট্রানজাকশন ৩টি টাইম ফেজের মধ্যে (সকাল ১০টার আগে, দুপুর ১-৫টা, রাত ৯:৩০টার পর) প্রসেসিং হবে। 

ফেইল্ড ট্রানজাকশনের স্টেটাসের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ৩ বার চেক করা যাবে। দুইবার চেক করা মধ্যে অন্তত ৯০ সেকেন্ডের ব্যবধান রাখতে হবে।

৪. CNG ও PNG-এর দাম
সিএনজি ও পিএনজি-র দামে শেষবার গত ৯ এপ্রিল বদল হয়েছিল। তখন মুম্বইতে CNG প্রতি কেজি ₹৭৯.৫০ এবং PNG প্রতি ইউনিট ₹৪৯ ছিল। এই দাম আগামী ১ অগাস্ট থেকে আবার বদলে যেতে পারে।

Advertisement

৫. এয়ার টারবাইন ফুয়েলের (ATF) দাম
LPG-র পাশাপাশি প্রতি মাসের প্রথম দিনেই এয়ার টারবাইন ফুয়েলের (ATF) দামও রিভাইজ করা হয়। ATF-এর দামে পরিবর্তন হলে বিমান টিকিটের দামও ওঠানামা করতে পারে।

এই নিয়মগুলির ফলে আপনার পকেটে সরাসরি প্রভাব পড়তে পারে। তাই অবশ্যই আগেভাগে প্রস্তুত থাকুন।

Read more!
Advertisement
Advertisement