Advertisement

High Return Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে ৮.১৫% সুদ, এক বছরেই বড় রিটার্ন দিচ্ছে এই ব্যাঙ্ক

High Return Fixed Deposit: অল্প সময়ে ঝুঁকিহীন বড় রিটার্ন পেতে মানুষ স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের উপরেই ভরসা করেন। তবে স্বল্প মেয়াদে বেশি রিটার্ন পেয়ে সঠিক মেয়াদী ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে হবে। আজ এমনই একটি বড় রিটার্নের ঠিকানা জেনে নিন...

ফিক্সড ডিপোজিটে ৮.১৫% সুদ, এক বছরেই বড় রিটার্ন দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।ফিক্সড ডিপোজিটে ৮.১৫% সুদ, এক বছরেই বড় রিটার্ন দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 28 Dec 2022,
  • अपडेटेड 6:56 PM IST
  • অল্প সময়ে ঝুঁকিহীন বড় রিটার্ন পেতে মানুষ স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিটের উপরেই ভরসা করেন।
  • স্বল্প মেয়াদে বেশি রিটার্ন পেয়ে সঠিক মেয়াদী ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে হবে।

Bandhan Bank Fixed Deposit Interest Rates 2022: দেশের বেসরকারি খাতের ঋণদাতা বন্ধন ব্যাংক ২ কোটি টাকার উপরে বাল্ক এফডি-তে হারে সুদ বাড়িয়েছে। ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, নতুন হারগুলি ২৮ ডিসেম্বর, ২০২২ থেকে কার্যকর হয়েছে। ব্যাঙ্ক বর্তমানে ৩৬৫ দিন থেকে ১৫ মাসের কম মেয়াদের জন্য কলেবল বাল্ক ডিপোজিটগুলির (callable bulk deposits) উপর সংশোধনের পরে সর্বোচ্চ ৭.৯০ শতাংশ হারে সুদ দিচ্ছে। পাশাপাশি, ব্যাঙ্ক উল্লেখিত মেয়াদে (৩৬৫ দিন থেকে ১৫ মাসের কম মেয়াদের জন্য) ম্যাচিওর হওয়া নন-কলেবল বাল্ক এফডি দিচ্ছে (non-callable bulk FD) সর্বোচ্চ ৮.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।

বন্ধন ব্যাঙ্ক এখন আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিটে ৫ শতাংশ এবং পরবর্তী ১৬ থেকে ৯০ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া ফিক্সড ডিপোজিটগুলিতে ৫.৯০ শতাংশ হারে সুদ দিচ্ছে৷ ৯১ থেকে ১৮০ দিনের মধ্যে ম্যাচিওর ফিক্সড ডিপোজিটগুলি এখন ৬.২৫ শতাংশ সুদ পাবে। পাশাপাশি ১৮১ থেকে ৩৬৪ দিনের মধ্যে ম্যাচিওর ফিক্সড ডিপোজিটগুলি এখন ৬.৭৫ শতাংশ সুদ পাবে৷ বন্ধন ব্যাঙ্ক ৩৬৫ দিন থেকে ১৪ মাসের কম মেয়াদের জন্য ৭.৯০ শতাংশ এবং ১৫ মাস থেকে ৫ বছরের কম মেয়াদের জন্য ৬.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।

আরও পড়ুন

বন্ধন ব্যাঙ্কের বিভিন্ন মেয়াদের হারে সুদ:
ব্যাঙ্ক ৫ বছর থেকে ১০ বছরের বাল্ক FD মেয়াদে ৫ শতাংশ হারে সুদ দেবে।
ব্যাঙ্ক ৭ দিন থেকে ১৫ দিনের মধ্যে ম্যাচিওর হওয়া FD-এর উপর ৫ শতাংশ হারে সুদ দিচ্ছে৷
১৬ দিন থেকে ৪৫ দিনের মধ্যে ম্যাচিওর হলে, বন্ধন ব্যাঙ্ক এখন ৫.৮ শতাংশ হারে সুদ দেবে।
৪৬ দিন থেকে ৯০ দিনের মধ্যে পূর্ণ হওয়া ফিক্সড ডিপোজিটগুলি এখন ৬.৩০ শতাংশ হারে সুদ পাবে এবং ৯১ দিন থেকে ৩৬৪ দিনের মধ্যে ম্যাচিওর হলে এখন ৭.৪০ শতাংশ হারে সুদ পাবেন৷
বন্ধন ব্যাঙ্ক এখন ৩৬৬ দিন থেকে ১৫ মাসের কম মেয়াদের জন্য ৮.১৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
ব্যাঙ্ক এখন ১৫ মাস থেকে ৫ বছরের কম মেয়াদী বাল্ক এফডি-তে ৭.৪০ শতাংশ হারে সুদ দিচ্ছে।

Advertisement

স্থায়ী আমানতের মেয়াদপূর্তির আগে প্রত্যাহারে জরিমানা:
বন্ধন ব্যাঙ্ক পাঁচ থেকে দশ বছর মেয়াদী নন-কলেবল বাল্ক এফডি-তে ৫.৫০ শতাংশ হারে সুদ দেবে। বন্ধন ব্যাঙ্ক তার ওয়েবসাইটে বলেছে যে, স্থায়ী আমানতের অকাল প্রত্যাহারের ক্ষেত্রে, সংশ্লিষ্ট ROI-এর উপর ১% জরিমানা ধার্য করা হবে যার জন্য আমানত আসলে ব্যাঙ্কে রাখা হয়েছে।

Read more!
Advertisement
Advertisement