Advertisement

ATM Cash Withdrawal Cost: ATM থেকে কতবার টাকা তোলা ফ্রি-তারপর কত চার্জ? নতুন নিয়ম জানা জরুরি

ব্যাঙ্কের ATM থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে কতবার টাকা তুলে কতটাকা চার্জ দিতে হয় জানেন তো? মে মাসেই ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ICICI ব্যাঙ্কের ক্ষেত্রে নিয়ম বদল হচ্ছে আজ, ১ জুলাই থেকে। কত টাকা তুললে কত চার্জ দিতে হবে? কতবার এটিএম থেকে তোলা যাবে টাকা, তারপর কাটা হবে চার্জ? জেনে নিন বিস্তারিত।

প্রতীকী ছবিপ্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jul 2025,
  • अपडेटेड 1:21 PM IST

ব্যাঙ্কের ATM থেকে টাকা লেনদেনের ক্ষেত্রে কতবার টাকা তুলে কতটাকা চার্জ দিতে হয় জানেন তো? মে মাসেই ঘোষণা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ICICI ব্যাঙ্কের ক্ষেত্রে নিয়ম বদল হচ্ছে আজ, ১ জুলাই থেকে। কত টাকা তুললে কত চার্জ দিতে হবে? কতবার এটিএম থেকে তোলা যাবে টাকা, তারপর কাটা হবে চার্জ? জেনে নিন বিস্তারিত।

ICICI ব্যাঙ্কের ATM নিয়মে বদল
এখন, মেট্রো শহরগুলিতে ৫টি বিনামূল্যে লেনদেনের সীমার পরে ICICI ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তুললে ফি চার্জ করা হলে। ৫টি লেনদেনের পর টাকা তুলতে গেলে ২৩ টাকা ফি নেওয়া হবে। মেট্রো শহরগুলির বাইরে, এই সীমা তিনটি নির্ধারণ করা হয়েছে। 

পাশাপাশি, IMPS ট্রান্সফারের উপর নতুন চার্জ কার্যকর করা হচ্ছে। ১০০০ টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য প্রতি লেনদেনের জন্য ২.৫০ টাকা, এর বেশি এবং ১ লক্ষ টাকা পর্যন্ত ট্রান্সফারের জন্য ৫ টাকা এবং ১ লক্ষ টাকার বেশি এবং ৫ লক্ষ টাকা পর্যন্ত লেনদেনের জন্য ১৫ টাকা চার্জ করা হবে।

প্রসঙ্গত, গত পয়লা মে থেকেই বেড়েছে এটিএম থেকে টাকা তোলার খরচ। নিজের ব্যাঙ্কের ক্ষেত্রে গ্রাহকরা ৫ বার ফ্রি-তে টাকা তুলতে পারবেন বলে জানায় আরবিআই। অন্য ব্যাঙ্ক থেকে টাকা তুলতে হলে তিনবারই তুলতে পারবেন। দেশের প্রতিটি মেট্রো শহরেই এই নিয়ম চালু হয়।

আরবিআই ঘোষণা করে, ১ মে থেকে নতুন হারে এটিএম চার্জ চালু হয়ে যাবে। গ্রাহকদের পকেট থেকে খসবে ২৩ টাকা প্রতিটি এটিএম চার্জে। এই টাকা আগে ছিল ২১ টাকা করে। নতুন এই নিয়ম দেশের প্রতিটি ব্যাঙ্কে লাগু হয়। এবার থেকে গ্রাহকরা যদি নিজের ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যান তাহলে তারা ৫ বার টাকা তুলতে পারবেন। সেখানে কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। অন্য ব্যাঙ্কের ক্ষেত্রে তিনবার টাকা তোলা যাবে। এরপরই আইসিআইসিআই আজ থেকে নয়া নিয়ম লাগু করে।

Advertisement

HDFC ক্রেডিট কার্ডের নিয়ম বদল
আজ থেকে HDFC ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ব্যয় বৃদ্ধি পাবে, তবে ICICI ব্যাঙ্কের এটিএম ব্যবহারকারীরাও ধাক্কা খাবেন। HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ইউটিলিটি বিল পরিশোধের জন্য অতিরিক্ত ফি দিতে হতে পারে। এছাড়াও, ক্রেডিট কার্ড ব্যবহার করে ডিজিটাল ওয়ালেটে (Paytm, Mobikwik, FreeCharge বা Ola Money) মাসে ১০,০০০ টাকার বেশি যোগ করলে ১% চার্জ প্রযোজ্য হবে। 
 

Read more!
Advertisement
Advertisement