Advertisement

Bank Holiday August 2023: অগাস্টে শেষ ১২ দিনে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে কাজ হবে দেখে নিন

Bank Holiday August 2023: আরবিআই এর ব্যাংকিং হলিডে লিস্ট অনুযায়ী ১৮ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত মোট ৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেক মাসে ব্যাংক হলিডের লিস্ট নিজেদের ওয়েবসাইটে আপলোড করে এবং আগস্ট ২০২৩-এ যে সমস্ত ছুটিগুলি রয়েছে। সেগুলি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেওয়া হয়। এই মাসের মোট ১৪ টি ব্যাংক হলিডে রয়েছে। যার মধ্যে বিভিন্ন রাজ্য এবং শহরে হতে চলা বিভিন্ন উৎসব এবং পর্ব আয়োজন ছাড়া রবিবার এবং অন্যান্য দিনগুলি রয়েছে।

অগাস্টে শেষ ১২ দিনে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে কাজ হবে দেখে নিনঅগাস্টে শেষ ১২ দিনে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ, কবে কাজ হবে দেখে নিন
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 18 Aug 2023,
  • अपडेटेड 2:58 AM IST
  • অগাস্টে শেষ ১২ দিনে ৮ দিন ব্যাঙ্ক বন্ধ
  • কবে কাজ হবে দেখে নিন
  • নইলে বিপাকে পড়তে পারেন

Bank Holiday August 2023: অগাস্টের অর্ধেকের বেশি দিন শেষ। আর মাত্র ১০-১২ দিন বাকি আছে। যদি এই সময়ের মধ্যে আপনার ব্যাংকের সঙ্গে জড়িত কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে এই প্রতিবেদনটি আপনার অবশ্যই পড়া উচিত। আসলে মাসের যে শেষ কয়দিন বাকি আছে, তার মধ্যে ৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা মাসের শুরুতে জারি করা ব্যাংক হলিডে লিস্ট অনুযায়ী রাখি বন্ধন এবং ওনাম সমেত অন্য পরব এবং আয়োজনের জন্য ব্যাংকের কাজকর্ম হবে না।

১৮ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত ব্যাংক হলিডে

আরবিআই এর ব্যাংকিং হলিডে লিস্ট অনুযায়ী ১৮ থেকে ৩১ অগাস্ট পর্যন্ত মোট ৮ দিন ব্যাংক বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক প্রত্যেক মাসে ব্যাংক হলিডের লিস্ট নিজেদের ওয়েবসাইটে আপলোড করে এবং আগস্ট ২০২৩-এ যে সমস্ত ছুটিগুলি রয়েছে। সেগুলি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেওয়া হয়। এই মাসের মোট ১৪ টি ব্যাংক হলিডে রয়েছে। যার মধ্যে বিভিন্ন রাজ্য এবং শহরে হতে চলা বিভিন্ন উৎসব এবং পর্ব আয়োজন ছাড়া রবিবার এবং অন্যান্য দিনগুলি রয়েছে। রয়েছে চতুর্থ শনিবারের ছুটিও।

এর মধ্যে ৬ টা ছুটি চলে গিয়েছে। এখন বাকি রয়েছে ৮ টি ছুটি। যা এই শেষ ১২ দিনের মধ্যে পড়ছে। এর মধ্যে জরুরি হল যে আপনি ব্যাংক যাওয়ার আগে আরবিআই আধিকারিক ওয়েবসাইটের ব্যাংক হলিডে লিস্ট চেক করে তারপরে ব্যাংকিং কার্যের জন্য ব্যাংকে যান। না হলে এমন হতে পারে আপনি গিয়ে দেখবেন ব্যাংকে দরজা বন্ধ। আপনাকে সেখান থেকে ঘুরে আসতে হল।

বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা ছুটি

ভারতের রিজার্ভ ব্যাংক বিভিন্ন রাজ্যের জন্য আলাদা আলাদা ছুটি ঘোষণা করেছে। আসুন আমরা এই ওয়েবসাইট অনুযায়ী জেনে নিই এই অনুযায়ী আমাদের কোন কোন ছুটিগুলি ধার্য করা হয়েছে। আপনি নিজে (https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx) এতে ক্লিক করে নিজে যাচাই করে নিতে পারবেন। প্রত্যেক মাসেই ব্যাংক হলিডে বিষয়ে জানতে পারবেন।

Advertisement

আসুন দেখে নিই ৮ টি ছুটির কবে কোথায় দেওয়া হয়েছে?

১৮ অগাস্ট                     শ্রীমন্ত শংকর দেবের তিথি                                          গুয়াহাটি

২০ অগাস্ট                     সাপ্তাহিক ছুটি                                                             রবিবার

২৬ অগাস্ট                    সাপ্তাহিক ছুটি (চতুর্থ শনিবার)                                 সমস্ত জায়গায়

২৭ অগাস্ট                     সাপ্তাহিক ছুটি রবিবার                                            সমস্ত জায়গায়

২৮ অগাস্ট                       ওনাম                                                            কোচি, থিরুঅনন্তপুরম

২৯ অগাস্ট                    হিরো ওনাম                                                      কোচি, থিরুঅনন্তপুরম

৩০ অগাস্ট                        রাখি                                                                  রায়পুর শ্রীনগর

৩১ অগাস্ট                    রাখিবন্ধন এবং নারায়ণ গুরুজয়ন্তী   কানপুর লখনৌ দেরাদুন এবং দেশের সমস্ত জায়গায়

 

Read more!
Advertisement
Advertisement