Advertisement

Bank Holidays In July 2023: জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, রইল সম্পূর্ণ ছুটির তালিকা

Bank Holidays in July 2023: জুলাইতে সব মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। আপনার পরিকল্পনা মাফিক ব্যাঙ্কের জরুরি কাজ সেরে ফেলতে চাইলে জেনে নিন জুলাই মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক!জুলাই মাসে ১৫ দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক!
Aajtak Bangla
  • নয়া দিল্লি,
  • 21 Jun 2023,
  • अपडेटेड 12:31 PM IST
  • জুলাইতে সব মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।
  • এই ১৫ দিনের মধ্যে বেশ কিছু আঞ্চলিক ছুটিও রয়েছে।

Bank Holidays in July 2023: জুন মাস শেষ হতে চলল। আপনি যদি জুলাই মাসে ব্যাঙ্কের কোনও জরুরি কাজ সারতে চান, তাহলে আপনাকে সেই মাসের ব্যাঙ্কের সম্পূর্ণ ছুটির তালিকা অবশ্যই জানতে হবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার আর রবিবারের ছুটি ছাড়াও জুলাই মাসে বেশ কয়েকটি রয়েছে। এই কারণে দেশের নানা রাজ্যে আলাদা আলাদা দিনে সেখানকার স্থানীয় উৎসব-পার্বন উপলক্ষে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। 

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রকাশিত ছুটির তালিকায় জুলাই মাসের ১৫টি ছুটির মধ্যে বেশ কিছু আঞ্চলিক ছুটিও রয়েছে।  জুলাইতে সব মিলিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। আপনার পরিকল্পনা মাফিক ব্যাঙ্কের জরুরি কাজ সেরে ফেলতে চাইলে জেনে নিন জুলাই মাসে কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

জুলাই ২০২৩-এ ব্যাঙ্কের সম্পূর্ণ ছুটির তালিকা: 
•    ৪ জুলাই ২০২৩: রবিবার
•    ৫ জুলাই ২০২৩: গুরু হরগোবিন্দ সিং জয়ন্তী (জম্মু, শ্রীনগর)
•    ৬ জুলাই ২০২৩: মিজো হেইছে ইনসইুখাওম পাওল (MHIP) দিবস (মিজোরাম)
•    ৮ জুলাই ২০২৩: দ্বিতীয় শনিবার
•    ৯ জুলাই ২০২৩: রবিবার
•    ১১ জুলাই ২০২৩: কের পূজা (ত্রিপুরা)
•    ১৩ জুলাই ২০২৩: ভানু জয়ন্তী (সিকিম)
•    ১৬ জুলাই ২০২৩: রবিবার
•    ১৭ জুলাই ২০২৩: উ তিরোত সিং ডে (মেঘালয়)
•    ২১ জুলাই ২০২৩: দ্রকপা তশে জি কে (সিকিম)
•    ২২ জুলাই ২০২৩: চতুর্থ শনিবার
•    ২৩ জুলাই ২০২৩: রবিবার
•    ২৯ জুলাই ২০২৩: মহররম (প্রায় সব রাজ্যে)
•    ৩০ জুলাই ২০২৩: রবিবার
•    ৩১ জুলাই ২০২৩: শহীদ দিবস (হরিয়ানা ও পঞ্জাব)

ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্কিংয়ের অনেক কাজই এখন ডিজিটাল পদ্ধতিতে স্মার্টফোন-ল্যাপটপ-কম্পিউটারের মাধ্যমে সেরে ফলা যায়। ব্যাঙ্কের ছুটির দিনেও ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলিতে কোনও প্রভাব পড়বে না৷ আপনার কোনও কাজ যদি ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেরে ফেলা সম্ভব হয়, তাহলে তা ব্যাঙ্কের ছুটির দিনেও অনায়াসেই তা সেরে ফেলতে পারেন।

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement