Advertisement

Bank Holidays In September 2023: সেপ্টেম্বরে ১৬ দিন ব্যাঙ্ক হলিডে, বাংলায় কত দিন ছুটি?

Bank Holidays in September 2023: সেপ্টেম্বরতে সব মিলিয়ে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। আপনার পরিকল্পনা মাফিক ব্যাঙ্কের জরুরি কাজ সেরে ফেলতে চাইলে জেনে নিন সেপ্টেম্বর মাসে বাংলায় কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

আপনার পরিকল্পনা মাফিক ব্যাঙ্কের জরুরি কাজ সেরে ফেলতে চাইলে জেনে নিন সেপ্টেম্বর মাসে বাংলায় কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।আপনার পরিকল্পনা মাফিক ব্যাঙ্কের জরুরি কাজ সেরে ফেলতে চাইলে জেনে নিন সেপ্টেম্বর মাসে বাংলায় কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2023,
  • अपडेटेड 2:07 PM IST
  • সেপ্টেম্বরতে সব মিলিয়ে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে।
  • আপনার পরিকল্পনা মাফিক ব্যাঙ্কের জরুরি কাজ সেরে ফেলতে চাইলে জেনে নিন সেপ্টেম্বর মাসে বাংলায় কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

Bank Holidays in September ২০২৩: অগাস্ট মাস শেষ হতে চলল। আপনি যদি সেপ্টেম্বর মাসে ব্যাঙ্কের কোনও জরুরি কাজ সারতে চান, তাহলে আপনাকে ওই মাসের ব্যাঙ্কের সম্পূর্ণ ছুটির তালিকা আগে থেকেই জেনে নিতে হবে। দ্বিতীয় ও চতুর্থ শনিবার আর রবিবারের ছুটি ছাড়াও সেপ্টেম্বর মাসে বেশ কয়েক দিন ছুটি রয়েছে। এই কারণে দেশের নানা রাজ্যে ভিন্ন ভিন্ন দিনে সেখানকার স্থানীয় উৎসব-পার্বণের কারণে ব্যাঙ্কের শাখাগুলি বন্ধ থাকবে। 

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রকাশিত ছুটির তালিকায় সেপ্টেম্বর মাসের মোট ১৬টি ছুটির মধ্যে বেশ কিছু আঞ্চলিক ছুটিও রয়েছে।  সেপ্টেম্বরে সব মিলিয়ে মোট ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে। আপনার পরিকল্পনা অনুযায়ী ব্যাঙ্কের জরুরি কাজ সেরে ফেলতে চাইলে এখনই জেনে নিন সেপ্টেম্বর মাসে বাংলায় কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে...

সেপ্টেম্বর ২০২৩-এ ব্যাঙ্কের সম্পূর্ণ ছুটির তালিকা: 
•    ৩ সেপ্টেম্বর ২০২৩: রবিবার। সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
•    ৬ সেপ্টেম্বর ২০২৩: শ্রী কৃষ্ণ জন্মাষ্টমীর কারণে ভুবনেশ্বর, চেন্নাই, হায়দ্রাবাদ এবং পাটনায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
•    ৭ সেপ্টেম্বর ২০২৩: শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর কারণে আহমেদাবাদ, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, তেলেঙ্গানা, জয়পুর, জম্মু, কানপুর, লখনউ, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
•    ৯ সেপ্টেম্বর ২০২৩: দ্বিতীয় শনিবার, সারা দেশে ব্যাঙ্কগুলির জন্য ছুটি থাকবে।
•    ১০ সেপ্টেম্বর ২০২৩: রবিবারও সারা দেশে ব্যাঙ্কগুলির জন্য ছুটি থাকবে।
•    ১৭ সেপ্টেম্বর ২০২৩: রবিবার। সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
•    ১৮ সেপ্টেম্বর ২০২৩: বিনায়ক চতুর্থী উপলক্ষে বেঙ্গালুরু এবং তেলেঙ্গানায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
•    ১৯ সেপ্টেম্বর ২০২৩: গণেশ চতুর্থীর কারণে আহমেদাবাদ, বেলাপুর, ভুবনেশ্বর, মুম্বাই, নাগপুর এবং পানাজিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
•    ২০ সেপ্টেম্বর ২০২৩: গণেশ চতুর্থী এবং নুয়াখাইয়ের কারণে কোচি এবং ভুবনেশ্বরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
•    ২২ সেপ্টেম্বর ২০২৩: শ্রী নারায়ণ গুরু সমাধি দিবসের কারণে কোচি, পানাজি এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
•    ২৩ সেপ্টেম্বর ২০২৩: চতুর্থ শনিবার সারা দেশে ব্যাঙ্কগুলির ছুটি থাকবে।
•    ২৪ সেপ্টেম্বর ২০২৩: রবিবার। সারা দেশে ছুটি থাকবে।
•    ২৫ সেপ্টেম্বর ২০২৩: শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকীতে গুয়াহাটিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
•    ২৭ সেপ্টেম্বর ২০২৩: মিলাদ-ই-শরীফের কারণে জম্মু, কোচি, শ্রীনগর এবং তিরুবনন্তপুরমে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
•    ২৮ সেপ্টেম্বর ২০২৩: ঈদ-ই-মিলাদের কারণে আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, কানপুর, লখনউ, মুম্বাই এবং নয়াদিল্লিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
•    ২৯ সেপ্টেম্বর ২০২৩: ঈদ-ই-মিলাদ-উন-নবী উপলক্ষে গ্যাংটক, জম্মু এবং শ্রীনগরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

Advertisement

উল্লেখিত ছুটিগুলির মধ্যে পশ্চিমবঙ্গে ৯ সেপ্টেম্বর দ্বিতীয় শনিবার এবং ২৩ সেপ্টেম্বর চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে। সব মিলিয়ে সেপ্টেম্বরে মোট ৭ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ব্যাঙ্ক বন্ধ থাকলেও ব্যাঙ্কিংয়ের অনেক কাজই এখন ডিজিটাল পদ্ধতিতে স্মার্টফোন-ল্যাপটপ-কম্পিউটারের মাধ্যমে সেরে ফলা যায়। ব্যাঙ্কের ছুটির দিনেও ইউপিআই, মোবাইল ব্যাঙ্কিং, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মতো ডিজিটাল পরিষেবাগুলিতে কোনও প্রভাব পড়বে না৷ আপনার কোনও কাজ যদি ডিজিটাল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেরে ফেলা সম্ভব হয়, তাহলে তা ব্যাঙ্কের ছুটির দিনেও অনায়াসেই তা সেরে ফেলতে পারেন।

 

Read more!
Advertisement
Advertisement