Advertisement

Business Idea: নিজের পাড়ায় শুরু করুন পার্লারের ব্যবসা, মাসে আয় প্রচুর টাকা

আজকাল ছোটখাটো অনুষ্ঠানেও সাধারণ মানুষ নিজেকে পারফেক্ট দেখাতে চাইছেন। সেই কারণেই দরকার পড়ছে বিউটি পার্লারের।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Dec 2025,
  • अपडेटेड 8:26 PM IST
  • আজকাল ছোটখাটো অনুষ্ঠানেও সাধারণ মানুষ নিজেকে পারফেক্ট দেখাতে চাইছেন।
  • সেই কারণেই দরকার পড়ছে বিউটি পার্লারের।
  • বিষ্যতে ভারতে বিউটি ব্যবসা আমেরিকার এবং ইউরোপীয় বাজারের তুলনায় দ্বিগুণ দ্রুত বৃদ্ধি পাবে।

গ্রাম হোক বা শহর- দেশে বিউটি পার্লারের বাজার দ্রুত বাড়ছে। কারণ আজকাল ছোটখাটো অনুষ্ঠানেও সাধারণ মানুষ নিজেকে পারফেক্ট দেখাতে চাইছেন। সেই কারণেই দরকার পড়ছে বিউটি পার্লারের। একটি রিপোর্ট অনুসারে, ভবিষ্যতে ভারতে বিউটি ব্যবসা আমেরিকার এবং ইউরোপীয় বাজারের তুলনায় দ্বিগুণ দ্রুত বৃদ্ধি পাবে। 

তাই এই সুযোগকে কাজে লাগিয়ে বিউটি পার্লার খোলা যেতে পারে। ছোট বিউটি পার্লার বা সেলুন খোলার পরিকল্পনা থাকলে এটাই সেরা সময়। তবে এই ব্যবসা শুরু করার আগে, এর খরচ এবং রিটার্ন সম্পর্কে জেনে নিন।

বিউটি পার্লার বা স্যালুন খোলার পরিকল্পনা থাকলে আগে ক্লায়েন্টদের চিহ্নিত করতে হবে। এর অর্থ যেখানে ব্যবসা করতে চাইছেন, সেখানকার জনগণের আর্থিক সক্ষমতা থাকা জরুরি। এর উপর নির্ভর করবে পার্লার বা সেলুনে কোন ধরনের জিনিস ব্যবহার করবেন। এটি আপনার পার্লার ব্যবসার খরচ নির্ধারণ করবে।

পার্লারে পেশাদার কর্মী নিয়োগ করতে হবে। পার্লার ব্যবসাকে সফল করতে চাইলে গ্রাহক পরিষেবার সঙ্গে আপোস করা চলবে না। এছাড়াও, পার্লার ব্যবসা কর্মীদের আচরণের উপরও অনেকাংশে নির্ভর করে।

গ্রাহকদের চিহ্নিত করতে হলে, এমন একটি জায়গায় পার্লার খুলতে হবে, যেখানে সেলুন বা পার্লার খোলা যেতে পারে। পার্লার ব্যবসাকে সফল করতে লেটেস্ট ফ্যাশন ট্রেন্ড সম্পর্কে আপডেট থাকতে হবে। 

কত টাকা লাগবে?

এই ব্যবসা শুরু করতে কমপক্ষে ৩ লক্ষ টাকার প্রয়োজন হবে। যন্ত্রপাতি, সরঞ্জাম, চেয়ার, আয়না এবং আসবাবপত্রের জন্য কমপক্ষে ২ লক্ষ টাকার বেশি খরচ করতে হবে। সবচেয়ে সুবিধা হল, এই ব্যবসার জন্য  সরকারি ঋণও পাওয়া যেতে পারে।

ঋণ পাওয়া যাবে

প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (PM Mudra Yojana)-র আওতায় যে কোনও ব্যাঙ্কে ঋণের জন্য আবেদন করা যাবে। এই স্কিমটি গ্রামীণ এলাকায় নন-কর্পোরেট ক্ষুদ্র উদ্যোগ শুরু বা সম্প্রসারণের জন্য ১০ লক্ষ পর্যন্ত ঋণ পাওয়া যেতে পারে। সাধারণত, এই স্কিমে বার্ষিক সুদের হার ৯ থেকে ১২ শতাংশ হয়।  

Advertisement

কত আয় হবে?

পার্লারে আইভ্রু হচ্ছে সবচেয়ে ছোটখাটো কাজের মধ্যে একটি। এই কাজের জন্যও ১০০ টাকা চার্জ করা যেতে পারে। এক্ষেত্রে কোনও খরচ নেই। এছাড়া, হেয়ার স্পা, স্ট্রেইটনিং ইত্যাদি করেও প্রচুর টাকা আয় করা সম্ভব।
 

Read more!
Advertisement
Advertisement