আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে। আর তার আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দওয়া হতে পারে বলে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই পরিস্থিতিতে আপনার নাম ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে গেল কি না, তা জানতে কী করবেন?
ভোটার তালিকায় নাম যাচাই করার পদ্ধতি
> প্রথমে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://www.eci.gov.in/ -তে যেতে হবে।
> হোমপেজের কিছুটা নীচের দিকে নামলে 'Electors' দেখতে পাবেন। সেখানে 'Search Name in Voter list' আছে। তাতে ক্লিক করতে হবে।
> এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে নিজের ভোটার আইডি কার্ডের নম্বর অর্থাৎ এপিক নম্বর দিতে হবে। বেছে নিতে হবে নিজের রাজ্য। ভাষাও পালটাতে পারবেন। ক্যাপচা দিতে হবে। তারপর ক্লিক করতে হবে 'Search'-এ।
> যদি কেউ Search by EPIC থেকে খুঁজে না পান, তাহলে Search by Details বা Search by Mobile অপশনে ক্লিক করতে হবে।
> এই নিয়ম পর পর অনুসরণ করলেই নিজের ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় দেখতে পাবেন।
কীভাবে ভোটার তালিকায় নাম তুলবেন বা সংশোধন করাবেন?
ভোটার তালিকায় নাম তুলতে চাইলে বা ছবি-ঠিকানা-নাম-মোবাইল নম্বর ইত্যাদি পরিবর্তন করতে কমিশনের তরফে সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সময় দেওয়া হয়। চূড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ শুরু করার আগে সেই নির্ধারিত সময়ের আগে ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধনের কাজ করে ফেলতে হবে। অনলাইনেও অবশ্য ভোটার তালিকায় সংশোধন, নাম তোলা বা পরিবর্তন করা যায়। নির্বাচন কমিশনের ওয়েবসাইট voterportal.eci.gov.in-এ গিয়েও ভোটার তালিকায় নাম তোলা বা সংশোধন করা যাবে। সেটাও করতে হবে কমিশনের দেওয়া ওই সম্ভাব্য সময়সীমার মধ্যেই।
বৃহস্পতিবার কী জানাল সুপ্রিম কোর্ট?
বিহারের ভোটার তালিকায় সংশোধন নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে দেশে। একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার সেগুলি একত্র করে শুনানি হয় বিচারপতি সুধাংশু ধুলিয়া এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি আদালতে জানান, বিহারের পরে একই ঘটনা ঘটবে পশ্চিমবঙ্গেও। একজন যোগ্য ভোটারও যদি ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হন, তা হলে গণতন্ত্রের উপরে আঘাত পড়বে।
কমিশনের পদ্ধতি নিয়ে কোনও সমস্যা নেই বলে জানিয়েছে দেশের শীর্ষ আদালত। তবে তা কার্যকর করার সময় নিয়ে সমস্যা। বিহারে যেহেতু ভোট দোরগোড়ায়, তাই ভোটার তালিকা থেকে কারও নাম বাদ পড়লে তা চ্যালেঞ্জ করে আবেদন করার সময় মিলবে না। ফের এই নিয়ে শুনানি রয়েছে শুক্রবার।