Advertisement

Widow Allowance: রাজ্যে ২৩ লক্ষ স্বামীহারা মহিলা পাবেন, কীভাবে মিলবে বিধবাভাতা?

গত বিধানসভা নির্বাচনে তিনি যে মা-বোনেদের ভোট উজাড় করে পেয়েছেন তা নিজেও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা একাধিকবার বলেও ছেন মমতা। মহিলারা যে তার শক্তিশালী ভোটব্যাঙ্ক। আর এর রাজ্যের মেয়েদের জন্য তাঁর আরেকটি পদক্ষেপ হল বিধবাভাতা। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে নতুন ৮ লক্ষ বিধবা মহিলার জন্য এই ভাতা চালু করলেন বাংলার মুখ্যমন্ত্রী।

রাজ্যে এবার বিধবা ভাতা পাবেন ২৩ লক্ষ মানুষরাজ্যে এবার বিধবা ভাতা পাবেন ২৩ লক্ষ মানুষ
সুমনা সরকার
  • কলকাতা,
  • 23 Mar 2022,
  • अपडेटेड 3:30 PM IST
  • রাজ্যের ২৩ লক্ষ মহিলা পাচ্ছেন এই ভাতা
  • এপ্রিল মাস থেকেই পেনশন চালু হবে
  • অ্যাকাউন্টে বিধবা ভাতা ঢুকছে কিনা বুঝবেন কী করে?

গত বিধানসভা নির্বাচনে তিনি যে মা-বোনেদের ভোট উজাড় করে পেয়েছেন তা নিজেও জানেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকথা একাধিকবার বলেও ছেন মমতা। মহিলারা যে তার শক্তিশালী ভোটব্যাঙ্ক। আর এর রাজ্যের মেয়েদের জন্য তাঁর আরেকটি পদক্ষেপ হল বিধবাভাতা। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সরকারি অনুষ্ঠানে নতুন ৮ লক্ষ বিধবা মহিলার জন্য এই ভাতা চালু করলেন বাংলার মুখ্যমন্ত্রী। 

রাজ্যের ২৩ লক্ষ মহিলা পাচ্ছেন এই ভাতা
এবারের বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যের বিধবা মহিলাদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বিধবা ভাতার জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। বর্তমানে এরাজ্যে প্রায় ১৩ লক্ষের বেশি মহিলা বিধবা ভাতা পান। বুধবার নেতাজি ইন্ডোর  স্টেডিয়াম থেকে আরও ৮ লক্ষ বিধবা ভাতা চালু করলেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ২৩ লক্ষের বেশি মহিলা বিধবা ভাতার সুবিধা পাবেন এবার থেকে।

এপ্রিল মাস থেকেই পেনশন চালু হবে
 দুয়ারে সরকার প্রকল্পের  মাধ্যমে রাজ্যের প্রায় ৮ লাখ মহিলা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন বলে জানা যাচ্ছে। এই ৮ লাখ মহিলাকেই বিধবা ভাতা দেওয়া হবে, চলতি বছরের এপ্রিল মাস থেকেই পেনশন চালু হবে। । এক বৃদ্ধার আবেদনের ভিত্তিতেই পুরো ভাবনাটা এগিয়েছিল বলেই নেতাজি ইন্ডোরে এদিন জানান  মমতা।

আরও পড়ুন

বিধবা ভাতা কীভাবে চালু হোল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে বক্তব্য রাখতে গিয়ে জানান, এক বয়স্ক ভদ্রমহিলা তাঁর কাছে এসে বলেন, 'আমাকে একটু দেখো।' তখন মুখ্যমন্ত্রী তাঁর কাছে জানতে চান রেশনের চাল তিনি পাচ্ছেন কি না। উত্তরে সম্মতিসূচক ঘাড় নাড়েন সেই বয়স্ক মহিলা। তারপর মুখ্যমন্ত্রী  জানতে চান, স্বাস্থ্যসাথী কার্ড তাঁর রয়েছে কি না। যার উত্তরেও সম্মতি জানান বৃদ্ধা। তাহলে তিনি ঠিক কী চান, পাল্টা মুখ্যমন্ত্রী জানতে চাইলে ওই বয়স্ক ভদ্রমহিলা তাঁকে  কন্যাশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করানোর কথা জানান। বয়স বেশি হওয়ায় কন্যাশ্রী প্রকল্পের অন্তর্গত না করা গেলেও আর্থিক সাহায্যের প্রসঙ্গটি মাথায় রেখেই বিধবা ভাতা দেওয়ার পরিসর আরও বাড়ানো উচিত বলেই সেই পথে পদক্ষেপ নেন বলেই বক্তব্য রাখার মাঝে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Advertisement

অ্যাকাউন্টে বিধবা ভাতা ঢুকছে কিনা বুঝবেন কী করে?
আপনি যদি বিধবা ভাতার জন্য নতুন করে  আবেদন করে থাকেন কিংবা অনেক আগেই আবেদন করে থাকেন,তাহলে কিভাবে বুঝবেন যে,আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাতার টাকা আসছে কি না। খুব সহজেই আপনার মোবাইলে নতুন লিস্ট ডাউনলোড করে দেখে নিতে পারবেন যে আপনার নাম রয়েছে কি না। কিংবা আপনার অ্যাকাউন্টে এই মাসের ভাতার টাকা আসছে কিনা। চেক করার জন্য নিচের স্টেপ গুলো ফলো করুন…
১) এরজন্য প্রথমে Google এ এসে সার্চ করতে হবে NSAP ( National Social Assistance Programme) লিখে তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন।
২) এরপর Menu>Report এ ক্লিক করতে হবে।
৩) এরপর State Dashboard এ ক্লিক করতে হবে।
৪) আপনি কোন রাজ্যে থাকেন সেটা এবার সিলেক্ট করুন ও কোন পেনশনের টাকা ও লিস্ট দেখতে চান তা সিলেক্ট করুন ও ক্যাপচার কোর্ড বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করুন।
৫) এরপর নীচে সমস্ত জেলার নাম চলে আসবে,আপনি আপনার জেলার ওপর ক্লিক করুন।
৬) তারপর আপনার Sub District বা Municipality এর ওপর ক্লিক করুন ও পরের পেজে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের ওপর ক্লিক করুন।
৭) এরপর সমস্ত নাম চলে আসবে। এখন আপনি আপনার নাম,বাবার নাম/স্বামীর নাম দেখে নিতে পারবেন, পাশাপাশি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের IFSC Code সেখানে দেখা যাবে। কোন পেনশনের টাকা পাবেন তাও দেখতে পারবেন।
৮) এছাড়াও আপনি আপনার নাম উপরে সার্চ বক্সে লিখে সার্চ করে খুব সহজেই দেখে নিতে পারবেন। এরপর আপনার নাম চলে আসলে, নামের পাশে Sanction Order No দেখা যাবে, সেই নম্বরে ক্লিক করলেই পরের পেজে সমস্ত ডিটেইলস দেখে নিতে পারবেন। এবং শেষ কবে আপনার অ্যাকাউন্টে টাকা আসছে তা আপনি খুব সহজেই  দেখতে পারবেন।

Read more!
Advertisement
Advertisement