Advertisement

Bengal Health Department Recruitment 2022 : ১১ হাজারের বেশি কর্মী নিয়োগ রাজ্য স্বাস্থ্য দফতরে, আবেদনের খুঁটিনাটি

Bengal Health Department Recruitment 2022 : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মোট ১১,৫২১ পদে লোক নেওয়া হবে। বিভিন্ন পদে হবে এই নিয়োগ। চিকিৎসক, নার্স, ল্যাব কর্মী,করণিক, সাফাইকর্মী-সহ একাধিক পদে হবে এই নিয়োগ। বেতন মিলবে জাতীয় স্বাস্থ্য কমিশনের নিয়ম অনুযায়ী। 

স্বাস্থ্য দফতরে নিয়োগ। প্রতীকী ছবিস্বাস্থ্য দফতরে নিয়োগ। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Apr 2022,
  • अपडेटेड 10:32 AM IST
  • ১১ হাজারের বেশি কর্মী নিয়োগ রাজ্য স্বাস্থ্য দফতরে
  • আবেদনের খুঁটিনাটি
  • জানুন বিস্তারিত তথ্য

Bengal Health Department Recruitment 2022 : রাজ্যের চাকুরীপ্রার্থীদের জন্য সুখবর। প্রায় সাড়ে ১১ হাজার পদে কর্মী নিয়োগ করতে চলেছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে এই নিয়োগ নির্দেশিকা জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মোট ১১,৫২১ পদে লোক নেওয়া হবে। বিভিন্ন পদে হবে এই নিয়োগ। চিকিৎসক, নার্স, ল্যাব কর্মী,করণিক, সাফাইকর্মী-সহ একাধিক পদে হবে এই নিয়োগ। বেতন মিলবে জাতীয় স্বাস্থ্য কমিশনের নিয়ম অনুযায়ী। 

Bengal Health Department Recruitment 2022 : কোন কোন পদে কত নিয়োগ

পদ                                            শূন্যপদ
চিকিৎসক                                   ২,৬৭৫
নার্স                                            ১,৭৮৪
মহামারি বিশেষজ্ঞ                       ৩৪২
ল্যাব টেকনিশিয়ান                      ৬৮৪
সাফাই কর্মী                                ২৯৭
করণিক                                      ৩২৭১
মেডিক্যাল অফিসার                   ১৪৭৮

আরও পড়ুন

*এর বাইরেও একাধিক পদে আরও প্রচুর নিয়োগ করা হবে। 

Bengal Health Department Recruitment 2022 : একাধিক নিয়োগ

বিগত কয়েকদিনে রাজ্যে কখনও একসঙ্গে এতো নিয়োগ দেখা যায়নি। নির্দেশিকায় বলা হয়েছে, ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ১৭১০ জন, শহরতলির হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে ৭৪৩৫ জন এবং শহরতলির পলিক্লিনিকে ২৩৭৬ জনকে নেওয়া হবে। কয়েকদিন আগেই নবান্নের তরফে জানানো হয়েছিল প্রায় ১২ হাজার কর্মী নিয়োগ হতে পারে স্বাস্থ্য দফতরে। এই নির্দেশিকায় এটা স্পষ্ট যে ব্লক স্তর এবং প্রাথমিক স্তরে শিক্ষা ব্যবস্থায় জোড় দিতে চলেছে রাজ্য সরকার। 

Advertisement

চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ

কয়েকদিন আগেই নবান্নের তরফে বলা হয়েছিল মোট ১২ হাজার কর্মী নিয়োগ হবে। সেই মতো নির্দেশিকা জারি করা হয়েছে। প্রার্থীরা তাঁর নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে আবেদন করতে পারেন। যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত করা হবে। তবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হবে। আরও বিশদে জানতে https://www.wbhrb.in/notice এই লিঙ্কে ক্লিক করুন।

Read more!
Advertisement
Advertisement