Best FD Interest Rates in India (2025): সম্প্রতি রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। বর্তমানে এটি ৫.৫ শতাংশে। আর সেই কারণে প্রভাব পড়েছে সাধারণ আমানতকারীদের অ্যাকাউন্টেও। বিশেষত যাঁরা ফিক্সড ডিপোজিটে (FD) লগ্নি করেন, তাঁদের কিছুটা ইন্টারেস্ট কমেছে। প্রবীণ নাগরিকরাও এই তালিকায় রয়েছেন। রেপো রেট কমায় স্বাভাবিকভাবেই ব্যাঙ্কগুলি সুদের হারে কাটছাঁট করেছে। ফলে এখন ভাল ফিক্সড ডিপোজিট বেছে নেওয়া আগের তুলনায় কিছুটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এহেন পরিস্থিতিতে ২ বছরের মেয়াদে ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্ক কত সুদ দিচ্ছে, সেই হিসাব দেওয়া হল এই প্রতিবেদনে। তালিকায় মূলত রেসিডেন্ট, রিটেল এবং নন-সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ১ কোটি টাকার কম টাকার বিনিয়োগে সর্বোচ্চ সুদের হারের তালিকা দেওয়া হল। ২১ জুলাইয়ের হিসাবে এই আপডেট। আসুন দেখে দেখে নেওয়া যাক, ১ লক্ষ টাকা বিনিয়োগ করলে কোন ব্যাঙ্কে ২ বছরে কত টাকা ফেরত পাবেন,
CSB ব্যাঙ্ক
২ বছরের FD-তে সুদের হার ৭.৪ শতাংশ। বেসরকারি ব্যাঙ্কগুলির মধ্যে এটাই সবচেয়ে বেশি।
১ লক্ষ টাকা ২ বছরে বেড়ে দাঁড়াবে ₹১.১৫ লক্ষ।
RBL ব্যাঙ্ক
সুদের হার ৭.৩ শতাংশ। ২ বছরে ১ লক্ষ টাকা বেড়ে হবে ₹১.১৫ লক্ষ।
বাঁধন ব্যাঙ্ক
সুদের হার ৭.২৫ শতাংশ। ২ বছরে ₹১ লক্ষের FD থেকে মিলবে ₹১.১৫ লক্ষ।
DCB ব্যাঙ্ক
দিচ্ছে ৭.১৫ শতাংশ সুদ। লগ্নি ₹১ লক্ষ করলে ২ বছরে মিলবে ₹১.১৪ লক্ষ।
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্ক
উভয় ব্যাঙ্কই দিচ্ছে ৭ শতাংশ হারে সুদ। ২ বছরে ১ লক্ষ টাকা দাঁড়াবে ₹১.১৪ লক্ষ।
ইন্ডিয়ান ব্যাঙ্ক, পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক ও ইউকো ব্যাঙ্ক
সুদের হার ৬.৯ শতাংশ। ২ বছরে ₹১ লক্ষ হয়ে উঠবে ₹১.১৪ লক্ষ।
করুর ভাইশ্য ব্যাঙ্ক
এই ব্যাঙ্ক ৬.৮৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। ২ বছরে ১ লক্ষ টাকা বেড়ে দাঁড়াবে ₹১.১৪ লক্ষ।
IDBI ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, সিটি ইউনিয়ন ব্যাঙ্ক, কর্নাটক ব্যাঙ্ক এবং তামিলনাড়ু মার্চেন্টাইল ব্যাঙ্ক
এই পাঁচটি ব্যাঙ্কেই ৬.৭৫ শতাংশ হারে সুদ পাবেন। ২ বছরে ₹১ লক্ষ লগ্নি করলে মিলবে ₹১.১৪ লক্ষ।
আপনার এফডি সুরক্ষিত তো?
এই প্রসঙ্গে জেনে রাখা ভাল, ফিক্সড ডিপোজিটের সুরক্ষা প্রদানকারী সত্ত্বার নাম ডিপোজিট ইনসিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)। এই প্রতিষ্ঠান RBI-র অধীনস্থ। এই সংস্থা ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের উপর গ্যারান্টি দেয়। ফলে কোনওভাবেই ৫ লক্ষ বা তার কম বিনিয়োগ হলে আপনার টাকা মার যাবে না।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।