Advertisement

Best FD Rate: ফিক্সড ডিপোজিটে প্রায় ৮% সুদ! SBI, PNB সহ জনপ্রিয় ব্যাঙ্কের লিস্ট দেখে নিন

Best Bank FD Rates: ফিক্সড ডিপোজিটের মেয়াদ যত বাড়বে, সুদও পাল্লা দিয়ে বাড়ে। ফলে হাতে কিছু টাকা জমে থাকলে, সেটা লম্বা মেয়াদের জন্য ফিক্সড করে দিতে পারেন। ফলে ভবিষ্যতের জন্য ঝুঁকিহীনভাবে টাকা রাখতে হলে এটাই ভাল অপশন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদা (BoB), কানারা ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার পাবেন এই প্রতিবেদনে(Bank FD Rate List)।

ফিক্সড ডিপোজিটে সেরা সুদের হার এই ব্যাঙ্কগুলিতে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Nov 2024,
  • अपडेटेड 10:09 AM IST
  • ফিক্সড ডিপোজিটের মেয়াদ যত বাড়বে, সুদও পাল্লা দিয়ে বাড়ে।
  • হাতে কিছু টাকা জমে থাকলে, সেটা লম্বা মেয়াদের জন্য ফিক্সড করে দিতে পারেন।
  • বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার পাবেন এই প্রতিবেদনে।

Best Bank FD Rates: ফিক্সড ডিপোজিটের মেয়াদ যত বাড়বে, সুদও পাল্লা দিয়ে বাড়ে। ফলে হাতে কিছু টাকা জমে থাকলে, সেটা লম্বা মেয়াদের জন্য ফিক্সড করে দিতে পারেন। ফলে ভবিষ্যতের জন্য ঝুঁকিহীনভাবে টাকা রাখতে হলে এটাই ভাল অপশন। ৫ বছরের মেয়াদী স্থায়ী আমানতে (Fixed Deposit) বিনিয়োগের কথা ভাবছেন? এখন কিন্তু বেশ কিছু ব্যাঙ্কে ভালই সুদের হার পাবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), ব্যাঙ্ক অফ বরোদা (BoB), কানারা ব্যাঙ্ক সহ বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার পাবেন এই প্রতিবেদনে(Bank FD Rate List)। সাধারণ ও প্রবীণ নাগরিকদের জন্য আলাদা আলাদা সুদের হার রয়েছে।

SBI-তে ৫ বছরের FD-তে সুদের হার

State Bank of India (SBI)-তে সাধারণ নাগরিকরা জন্য ৬.৫০ শতাংশ সুদ পাবেন।। অন্যদিকে, প্রবীণ নাগরিকদের সুদের হার ৭.৫০ শতাংশ।

PNB-তে ৫ বছরের FD-তে সুদের হার

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-তে সাধারণ নাগরিকরা ৫ বছরের ট্যাক্স সেভিং এফডি-তে ৬.৫০ শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.০০ শতাংশ।

কানারা ব্যাঙ্কের ৫ বছরের এফডি সুদের হার

কানারা ব্যাঙ্কে সাধারণ নাগরিকদের জন্য ৫ বছরের এফডি-তে সুদের হার ৬.৭০ শতাংশ। প্রবীণ নাগরিকদের জন্য ৭.২০ শতাংশ।

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের ৫ বছরের FD-তে সুদের হার

ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে সাধারণ নাগরিকেরা ৬.৫০ শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকদের জন্য সুদ ৭.০০ শতাংশ।

ব্যাঙ্ক অফ বরোদায় ৫ বছরের FD সুদের হার

ব্যাঙ্ক অফ বরোদা (BoB)-তে সাধারণ নাগরিকরা ৬.৫০ শতাংশ সুদ পাবেন, এবং প্রবীণ নাগরিকরা ৭.১৫ শতাংশ সুদ পাবেন।

পোস্ট অফিসের ৫ বছরের FD স্কিমের সুদের হার

পোস্ট অফিসে ৭.৫০ শতাংশ সুদ পাবেন। ফলে যাঁরা ব্য়াঙ্ক ছাড়াও পোস্ট অফিসে বিনিয়োগ করতে পছন্দ করেন, তাঁদের জন্য এটি ভাল অপশন।

Advertisement

নিচে বিভিন্ন ব্যাঙ্কে ৫ বছরের FD-তে সুদের হার টেবিল আকারে দেওয়া হল(Fixed Deposit Rates India Latest Chart):

এসবিআই ৬.৫০% ৭.৫০%
পিএনবি ৬.৫০% ৭.০০%
ক্যানারা ব্যাঙ্ক ৬.৭০% ৭.২০%
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক ৬.৫০% ৭.০০%
ব্যাঙ্ক অফ বরোদা ৬.৫০% ৭.১৫%
     
ছবির মাধ্যমে বিভিন্ন ফিক্সড ডিপোজিটের রেট তুলনা করে নিন।


এই তালিকার মাধ্যমে আপনি সহজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোন ব্যাঙ্কের ৫ বছরের এফডি আপনার জন্য উপযুক্ত।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement