Advertisement

One Year Fixed Deposit Rates: এক বছরের FD-তে দারুণ রিটার্ন! SBI-সহ ৭ ব্যাঙ্কের সুদের তালিকা

One Year Fixed Deposit Rates: এক বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্কে কেমন সুদ? এই প্রতিবেদনে তারই হদিশ পাবেন। প্রতিটি জনপ্রিয় ব্যাঙ্কের সুদের হার 'টেবিল' আকারে পাবেন এই আর্টিকেলের শেষে। 

FD interest rates 2025: এক বছরের ফিক্সড ডিপোজিটে কোথায় কেমন সুদ জেনে নিন।FD interest rates 2025: এক বছরের ফিক্সড ডিপোজিটে কোথায় কেমন সুদ জেনে নিন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Feb 2025,
  • अपडेटेड 11:32 AM IST

One Year Fixed Deposit Rates: এক বছরের ফিক্সড ডিপোজিটে কোন ব্যাঙ্কে কেমন সুদ? এই প্রতিবেদনে তারই হদিশ পাবেন। প্রতিটি জনপ্রিয় ব্যাঙ্কের সুদের হার 'টেবিল' আকারে পাবেন এই আর্টিকেলের শেষে। শুরুতেই জেনে রাখা ভাল, ফিক্সড ডিপোজিট(FD interest rates 2025) বিনিয়োগ না ভেবে সঞ্চয় ভাবাই শ্রেয়। এর মাধ্যমে ভবিষ্যতের জন্য় কোনও বড় অঙ্কের টাকা জমিয়ে রাখতে পারেন। আবার অনেকেই শেয়ার, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান না। সেক্ষেত্রে ঝুঁকিহীন, নিশ্চিত রিটার্ন হিসাবে ফিক্সড ডিপোজিট ভাল অপশন হতে পারে।

সবে ফেব্রুয়ারি মাস। বছরের শুরু। তাই এখনই এক বছরের জন্য FD করার উপযুক্ত সময় বলা যেতে পারে।

এক্ষেত্রে উল্লেখ্য, যাঁরা সর্বোচ্চ করের আওতায় পড়েন (৩০ শতাংশ), তাঁরা ৭ শতাংশ সুদের ক্ষেত্রেও FD থেকে ৫ শতাংশেরও কম রিটার্ন পাবেন। তাই বিনিয়োগের সময় কর-এর হিসাবটাও করে নেওয়া গুরুত্বপূর্ণ।

এক বছরের জন্য FD করতে চাইলে, এই মুহূর্তে বিভিন্ন ব্যাঙ্ক যে সুদের হার দিচ্ছে(fixed deposit comparison) তা দেখে নেওয়া যাক:

HDFC ব্যাঙ্ক: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক। সাধারণ নাগরিকদের জন্য ৬.৬% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.১০% সুদ দিচ্ছে।

ICICI ব্যাঙ্ক: আরেকটি জনপ্রিয় বেসরকারি ব্যাঙ্ক। এক বছরের FD তে সাধারণ নাগরিকদের জন্য ৬.৭% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.২০% সুদ দিচ্ছে।

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক: এই ব্যাঙ্ক তুলনামূলকভাবে বেশি সুদ দিচ্ছে। সাধারণ নাগরিকদের জন্য ৭.১০% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৬% সুদ।

ফেডেরাল ব্যাঙ্ক: ফেডারেল ব্যাঙ্কের এক বছরের FD তে সাধারণ নাগরিকদের জন্য ৭% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫% সুদ পাওয়া যাচ্ছে।

ব্যাঙ্ক অফ বরোদা: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মধ্যে অন্যতম। এক বছরের FD তে সাধারণ নাগরিকদের জন্য ৬.৮৫% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৩৫% সুদ দিচ্ছে।

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: এই সরকারি ব্যাঙ্ক এক বছরের FD তে সাধারণ নাগরিকদের জন্য ৬.৮% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৩% সুদ দিচ্ছে।

Advertisement

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI): ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। সাধারণ নাগরিকদের জন্য ৬.৮% এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭.৩০% সুদ দিচ্ছে।

 

HDFC ব্যাঙ্ক ৬.৬% ৭.১০%
ICICI ব্যাঙ্ক ৬.৭% ৭.২০%
Kotak Mahindra ব্যাঙ্ক ৭.১০% ৭.৬০%
Federal Bank ৭% ৭.৫০%
Bank of Baroda ৬.৮৫% ৭.৩৫%
Union Bank of India ৬.৮% ৭.৩০%
State Bank of India ৬.৮% ৭.৩০%

আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেখানেই বিনিয়োগ করতে হবে, এমন কোনও মানে নেই। বড় অঙ্কের টাকা হলে সামান্য় রেট বেশি হলেও আপনার রিটার্ন বেড়ে যেতে পারে। তাই সব দিক বিবেচনা করে তবেই ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করুন। 

Read more!
Advertisement
Advertisement