Advertisement

Fixed Deposit Rates: ফিক্সড ডিপোডিটে ৯.৫% পর্যন্ত সুদ! বাম্পার রিটার্ন পাবেন এই ব্যাঙ্কগুলিতে

সিনিয়র সিটিজেনদের বিনিয়োগের জন্য় ফিক্সড ডিপোজিটই (FD) সেরা অপশন। এফডি-র সঙ্গে বাজারের ওঠানামার কোনও সম্পর্ক থাকে না। নির্দিষ্ট সুদে নিশ্চিত রিটার্ন- বয়স্কদের জন্য সত্যিই বেশ ভাল। তাছাড়া অল্পবয়সীরাও অন্যান্য বিনিয়োগের পাশাপাশি কিছু টাকা এমার্জেন্সি হিসাবে ফিক্সড ডিপোজিটে ফেলে রাখতে পারেন।

ফিক্সড ডিপোজিটে সেরা সুদ এই ব্যাঙ্কগুলিতে।ফিক্সড ডিপোজিটে সেরা সুদ এই ব্যাঙ্কগুলিতে।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 2:25 PM IST

সিনিয়র সিটিজেনদের বিনিয়োগের জন্য় ফিক্সড ডিপোজিটই (FD) সেরা অপশন। এফডি-র সঙ্গে বাজারের ওঠানামার কোনও সম্পর্ক থাকে না। নির্দিষ্ট সুদে নিশ্চিত রিটার্ন- বয়স্কদের জন্য সত্যিই বেশ ভাল। তাছাড়া অল্পবয়সীরাও অন্যান্য বিনিয়োগের পাশাপাশি কিছু টাকা এমার্জেন্সি হিসাবে ফিক্সড ডিপোজিটে ফেলে রাখতে পারেন। সুদও পাবেন, আবার চাইলে ভাঙাতেও পারেন। প্রবীণদের ক্ষেত্রে অবশ্য একটি বাড়তি সুবিধা রয়েছে। তাঁরা সাধারণ বিনিয়োগকারীদের তুলনায় বেশি হারে সুদ পান। বর্তমানে ভারতের একাধিক ব্যাঙ্ক এফডিতে ৮.৫% বা তার বেশি সুদ দিচ্ছে। ফলে ভাল রিটার্নের আশায় অনেক প্রবীণই এফডির দিকে ঝুঁকছেন।

ছোট ব্যাঙ্কে বেশি সুদ

বর্তমানে ভারতের একাধিক পাবলিক, প্রাইভেট এবং স্মল ফিনান্স ব্যাঙ্ক এফডিতে ৮.৫% বা তার বেশি সুদ দিচ্ছে। বড় ব্যাঙ্কগুলির তুলনায় এখন স্মল ফিনান্স ব্যাঙ্কগুলিতেই বেশি সুদ।

স্মল ফিনান্স ব্যাঙ্কের এত সুদ দেওয়ার কারণও আছে। বিশেষজ্ঞরা বলছেন, এভাবে তারা একদিকে যেমন গ্রাহক বাড়াতে চায়, তেমনই তাদের ডিপোজিটও বাড়ে। এর ফলে ঋণ দেওয়ার ক্ষেত্রে তাদের সুবিধা হয়। তাছাড়া এই ব্যাঙ্কগুলির অপারেশনাল কস্টও প্রাইভেট ব্যাঙ্ক বা সরকারি ব্যাঙ্কের তুলনায় যৎসামান্য। ফলে বেশি সুদ দিতে পারে। স্মল ফিনান্স ব্যাঙ্কে এফডি করলে বিনিয়োগকারীদের নিরাপত্তার জন্য ডিপোজিট ইন্স্যুরেন্স এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন (DICGC)-এর মাধ্যমে ৫ লক্ষ টাকা পর্যন্ত গ্যারান্টি দেওয়া হয়। 

Senior Citizens FD Rates – Small Finance Banks (২৬ মার্চ ২০২৫ অনুযায়ী)

ব্যাঙ্কের নাম সর্বোচ্চ স্ল্যাব (%) ১ বছর (%) ৩ বছর (%) ৫ বছর (%)
AU Small Finance Bank 8.50 7.75 8.00 7.75
Capital Small Finance Bank 8.10 8.00 7.65 7.60
Equitas Small Finance Bank 9.00 8.70 8.50 7.75
ESAF Small Finance Bank 8.88 6.50 7.25 6.75
Fincare Small Finance Bank 8.50 7.00 8.00 7.75
Jana Small Finance Bank 8.75 8.75 8.75 7.75
North East Small Finance Bank 9.00 7.50 9.00 8.50
Shivalik Small Finance Bank 9.05 8.30 8.00 7.00
Suryoday Small Finance Bank 9.10 8.75 8.75 9.10
Ujjivan Small Finance Bank 8.75 8.60 7.70 7.70
Unity Small Finance Bank 9.10 7.75 8.65 8.65
Utkarsh Small Finance Bank 9.10 8.60 9.10 8.35

উল্লেখ্য: এই সুদের হার ২ কোটি টাকার কম এফডির ক্ষেত্রে প্রযোজ্য।

 

প্রাইভেট ব্যাঙ্কে উচ্চ সুদের এফডি

প্রাইভেট ব্যাঙ্কও বর্তমানে উচ্চ সুদের এফডি স্কিম দিচ্ছে। বন্ধন ব্যাঙ্ক, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৮.০০% থেকে ৮.৫৫% পর্যন্ত সুদ দিচ্ছে। নির্দিষ্ট মেয়াদে এফডি করলে আরও বেশি সুদের সুবিধাও মিলতে পারে।

এছাড়াও, ইয়েস ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের মতো প্রাইভেট ব্যাঙ্কগুলির একটা রেপুটেশন আছে। তাই প্রবীণ নাগরিকরা এই ব্যাঙ্কগুলিকেই বেশি ভরসা করেন।

Best FD Interest Rates for Senior Citizens – Private Sector Banks (a২৬ মার্চ ২০২৫ অনুযায়ী)

Bank Name সর্বোচ্চ স্ল্যাব (%) ১ বছর (%) ৩ বছর (%) ৫ বছর (%)
Axis Bank 7.75 7.20 7.60 7.75
Bandhan Bank 8.55 8.55 7.75 6.60
City Union Bank 7.50 7.00 6.75 6.50
DBS Bank 8.00 7.50 7.00 7.00
DCB Bank 8.50 7.60 8.00 7.90
Dhanlaxmi Bank 7.75 7.25 7.00 7.10
Federal Bank 8.00 7.50 7.60 7.60
HDFC Bank 7.90 7.10 7.50 7.50
ICICI Bank 7.75 7.20 7.50 7.50
IDBI Bank 7.75 7.30 7.00 7.00
IDFC First Bank 8.40 7.00 7.30 7.25
IndusInd Bank 8.25 8.25 7.75 7.75
J&K Bank 7.75 7.60 7.00 7.00
Karnataka Bank 8.00 7.85 7.00 7.00
Kotak Mahindra Bank 7.90 7.60 7.60 6.70
Karur Vysya Bank 8.10 7.50 7.50 7.50
Nainital Bank 7.55 7.20 6.75 6.25
RBL Bank 8.50 8.00 8.00 7.60
SBM Bank 8.75 7.55 7.80 8.25
South Indian Bank 7.90 7.30 7.20 6.50
Tamilnad Mercantile Bank 8.25 7.50 7.00 7.00
YES Bank 8.25 7.75 8.00 8.00

উল্লেখ্য: এই সুদের হার ২ কোটি টাকার নিচে এফডির ক্ষেত্রে প্রযোজ্য। আপডেট: ২৬ মার্চ ২০২৫।

Advertisement

পাবলিক ব্যাঙ্কেও স্থির রিটার্ন

পাবলিক সেক্টর ব্যাঙ্ক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ক্যানারা ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের জন্য ৭.৫৫% থেকে ৭.৯৫% পর্যন্ত সুদ দিচ্ছে। যদিও এই সুদের হার প্রাইভেট বা স্মল ফিনান্স ব্যাঙ্কের তুলনায় কম, তবু সরকারি ব্যাঙ্কের নিরাপত্তার কারণে অনেক প্রবীণ এই ব্যাঙ্কই পছন্দ করেন।

Senior Citizens FD Rates – Public Sector Banks (২৬ মার্চ ২০২৫ অনুযায়ী)

Bank Name সর্বোচ্চ স্ল্যাব (%) ১ বছর (%) ৩ বছর (%) ৫ বছর (%)
Bank of Baroda 7.80 7.35 7.65 7.40
Bank of India 7.80 7.30 7.25 6.75
Bank of Maharashtra 7.95 7.25 7.00 7.00
Canara Bank 7.75 7.35 7.30 7.20
Central Bank of India 7.95 7.25 7.00 6.75
Indian Bank 7.75 6.60 6.75 6.75
Indian Overseas Bank 7.80 7.40 7.00 7.00
Punjab National Bank 7.75 7.30 7.50 7.00
Punjab & Sind Bank 7.95 6.80 6.50 6.50
State Bank of India 7.75 7.30 7.25 7.50
UCO Bank 7.55 6.75 6.80 6.70
Union Bank of India 7.90 7.25 7.00 7.00

উল্লেখ্য: এই হার ২ কোটি টাকার নিচে এফডির ক্ষেত্রে প্রযোজ্য। আপডেট: ২৬ মার্চ ২০২৫।

খবরটি ইংরাজিতে পড়ুন(businesstoday.in) - Click Here .

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।

Read more!
Advertisement
Advertisement