Advertisement

Best FD Rates in india 2024: সেরা ফিক্সড ডিপোজিট রেট কোথায়? SBI-সহ ৬ ব্যাঙ্কের তালিকা

Best fd rates in india 2024: এই প্রতিবেদনে এক বছরের ফিক্সড ডিপোজিটে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার জানতে পারবেন। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের তালিকা দেওয়া হল। জেনে নিন কোন ব্যাঙ্কে সুদের হার বেশি(Best Fixed Deposit)।

Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে সেরা সুদের হার কোথায়?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2024,
  • अपडेटेड 5:19 PM IST
  • এই প্রতিবেদনে এক বছরের ফিক্সড ডিপোজিটে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার জানতে পারবেন।
  • ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ এখনও ভাল অপশন।
  • আপনার যেখানে লাভজনক মনে হবে, সেখানেই ফিক্সড ডিপোজিট করতে পারেন।

Best fd rates in india 2024: এই প্রতিবেদনে এক বছরের ফিক্সড ডিপোজিটে বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার জানতে পারবেন। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের তালিকা দেওয়া হল। জেনে নিন কোন ব্যাঙ্কে সুদের হার বেশি(Best Fixed Deposit)।

ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ এখনও ভাল অপশন। সাধারণত যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, সেখানেই FD খোলে আমজনতা। তবে, টাকা যখন রাখবেনই, বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার একটু তুলনা করে নেওয়া ভাল। সামান্য কয়েক পার্সেন্টের হেরফেরেও আপনার কয়েক হাজার টাকা বেশি লাভ হতে পারে।

ফলে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেখানেই FD করতে হবে, এমন কোনও দিব্যি নেই। নতুন অ্যাকাউন্ট খোলার সময়ও এগুলি মাথায় রাখতে পারেন।

তাই, আপনার যেখানে লাভজনক মনে হবে, সেখানেই ফিক্সড ডিপোজিট করতে পারেন।

একটা জিনিস আগেই বলে রাখা ভাল, যত বেশিদিনের জন্য টাকা রাখবেন, ততটাই বেশি রিটার্ন পাবেন। অর্থাৎ, সাধারণত মেয়াদ কমলে সুদ কমে, আবার মেয়াদ বাড়ালে সুদের হারও বৃদ্ধি পায়। এখানে এক বছরের রেট দেওয়া হল। ৫ বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার জানতে এইখানে টাচ করুন।

Best Bank FD Rate 2024:

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI FD Rate) 

স্টেট ব্যাঙ্কে আমানতকারীরা এক বছরের ফিক্সড ডিপোজিটে 6.8 শতাংশ সুদের হার পাবেন৷ প্রবীণ নাগরিকরা বার্ষিক 7.30 শতাংশ সুদ পাবেন।

এইচডিএফসি ব্যাঙ্ক 

HDFC ব্যাঙ্কের আমানতকারীদের এক বছরের ফিক্সড ডিপোজিটে(FD) 6.60 শতাংশ সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এক বছরের এফডি-তে 7.10 শতাংশ সুদ পাবেন।

ICICI ব্যাঙ্ক 

আইসিআইসিআই ব্যাঙ্কের এক বছরের আমানতে সাধারণ বয়সী নাগরিকরা 6.7 শতাংশ হারে সুদ পাবেন। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার 7.20 শতাংশ৷

Advertisement
ব্যাঙ্ক                                    সাধারণ নাগরিক (%)  প্রবীণ নাগরিক (%)
SBI 6.80 7.30
HDFC ব্যাঙ্ক                                                               6.60 7.10
ICICI ব্যাঙ্ক                                                     6.70 7.20
কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক                                      7.10 7.60
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)       6.80 7.30
ব্যাঙ্ক অফ বরোদা (BoB) ৬.৮৫ 7.35

( সূত্র: ব্যাঙ্ক ওয়েবসাইট )

 Kotak Mahindra ব্যাঙ্ক

কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে এক বছরের FD-তে 7.10 শতাংশ এবং বয়স্ক নাগরিকদের 7.60 শতাংশ সুদ দেওয়া হচ্ছে৷ 

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) 

পঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এক বছরের ফিক্সড ডিপোজিটে সুদের হার 6.8 শতাংশ। বয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সুদের হার 7.3 শতাংশ। 

ব্যাঙ্ক অফ বরোদা(BoB) 

ব্যাঙ্ক অফ বরোদায় সাধারণ নাগরিকরা এক বছরের এফডি-তে 6.85 শতাংশ হারে সুদ পাবেন। প্রবীণ নাগরিকরা এক বছরের এফডিতে 7.35 শতাংশ সুদ পাবেন এই ব্যাঙ্কে। 

দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন। ব্যাঙ্কের সুদের হার পরিবর্তনশীল। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement