
Best Milage Bikes: এখন ঘরে ঘরে মোটরসাইকেল। মধ্যবিত্ত ফ্যামিলিতে অফিস যাতায়াত হোক বা টুকটাক ঘোরাঘুরি, একটা মোটরবাইককেই সব সামলাতে সব দায়িত্ব হয়। ফলে কমিউটার সেগমেন্টের বিক্রিই বেশি এদেশে। কম খরচে বেশি মাইলেজ, সস্তায় মেনটেনেন্স আর রিলায়েবল পারফরম্যান্স। এই প্রতিবেদনে এক লাখ টাকার মধ্যে (এক্স-শোরুম) বেশ কিছু বাইকের তালিকা করে দেওয়া হল।
Hero Xtreme 125R
স্পোর্টি লুক আর দুর্দান্ত মাইলেজ। Xtreme 125R ইয়াং জেনারেশনের কথা মাথায় রেখেই তৈরি। ১২৪.৭ সিসি ইঞ্জিন। ১১.৪ bhp পাওয়ার। শহরের ভিড় রাস্তায় স্মুদ পারফর্ম্যান্স পাবেন।
TVS Radeon
ভাল মাইলেজ। মেইনটেন্যান্সও কম। সেই কারণে খুব কম সময়েই Radeon পপুলার হয়ে গিয়েছএ। ১০৯.৭ সিসি ইঞ্জিন এবং ৬০-৬৫ kmpl মাইলেজ পাবেন। অফিস যাতায়াতের জন্য সেরা।
Bajaj Pulsar 125
কমিউটার হলেও Pulsar-র DNA বলে কথা! ১২৪.৪ সিসি ইঞ্জিন। ১১.৬ bhp পাওয়ার। অ্যাক্সিলারেশনও বেশ ভাল। যারা কম বাজেটেই স্পোর্টি-লুক চান, তাঁদের জন্য আদর্শ।
Honda Livo
Honda র রিফাইন্ড ইঞ্জিন। Livo-র USP এটাই। প্রায় ৬০ kmpl মাইলেজ পাবেন। ওজনেও বেশ হালকা। ফলে সরু অলিগলি, ঘিঞ্জি রাস্তাতেও চটপট ম্যানুভার করতে পারবেন।
Hero Super Splendor XTEC
স্প্লেন্ডার নিয়ে নতুন করে কিছু বলার নেই। এখন ব্লুটুথ ফিচার, ডিজিটাল কনসোলও পাবেন। ১২৪.৭ সিসি ইঞ্জিন। রোজকার যাতায়াতের জন্য পারফেক্ট।
TVS Raider
নতুন প্রজন্মের কথা মাথায় রেখে বানানো। স্টাইল, পারফরম্যান্স আর ফিচারে ঠাসা। ১২৪.৮ সিসি ইঞ্জিন। ১১.২ bhp পাওয়ার। TFT ডিসপ্লে। এই সেগমেন্টে সবচেয়ে মডার্ন।
Bajaj Freedom 125
দেশের প্রথম CNG-পেট্রোল ডুয়াল-ফুয়েল বাইক। ৯০+ km/kg মাইলেজ।