Fixed Deposit: ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে চান কিন্তু সময় কম? bangla.aajtak.in এর এই প্রতিবেদনে এক বছরের মেয়াদের সেরা FD অপশন পাবেন। যাঁরা নিরাপদ এবং সুনিশ্চিত রিটার্ন চান তাদের জন্য স্থায়ী আমানতের (FD) সত্যিই কোনও তুলনা হয় না। একথা সত্যি যে FD রিটার্নের অঙ্ক আপনি যতদিন টাকা জমা রাখবেন, তার সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাবে। তবে অনেকেই দীর্ঘ সময়ের জন্য বড় অঙ্কের টাকা কোথাও জমা রাখতে চান না। সেক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কের এক বছরের ফিক্সড ডিপোজিটের সুদের হার তুলনা করে দেখতে পারেন। বিভিন্ন ব্যাঙ্কের সুদের হার ভিন্ন। তাই, সঠিকটি বেছে নেওয়াও গুরুত্বপূর্ণ। এই প্রতিবেদনে সবচেয়ে জনপ্রিয় বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটের তালিকা দেওয়া হল। আসুন একনজরে সেগুলি দেখে নেওয়া যাক। সেই সঙ্গে এক বছর ধরে ১ লক্ষ টাকার FD করে রাখলে কত টাকা রিটার্ন আসবে, তার একটা হিসাবও দেওয়া হল।
বেসরকারি ব্যাঙ্ক
IndusInd ব্যাঙ্কে এক বছরের মেয়াদের FD তে ৭ শতাংশ সুদ পাবেন। বেসরকারি ব্যাঙ্কের মধ্যে, এটিই সেরা। এক বছরে, ১ লক্ষ টাকার FD বেড়ে ১.০৭ লক্ষ টাকা হবে।
অ্যাক্সিস ব্যাঙ্ক, HDFC ব্যাঙ্ক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কে এক বছরের FD তে ৬.৬০ শতাংশ সুদের হার পাবেন। ফলে ১ লক্ষ টাকার বিনিয়োগ বেড়ে ১.০৭ লক্ষ টাকা হবে।
ICICI ব্যাঙ্কে এক বছরের FD তে ৬.৪০ শতাংশ সুদের হার পাবেন। ১ লক্ষ টাকার আমানতে ম্যাচিওরিটি হয়ে ১.০৬ লক্ষ টাকা হবে।
রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে এক বছরের FD তে ৬.৮০ শতাংশ সুদ পাবেন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির মধ্যে, এটিই সেরা রেট। এক বছরে, ১ লক্ষ টাকার FD বেড়ে ১.০৭ লক্ষ টাকা হবে।
ব্যাঙ্ক অফ বরোদা, ক্যানারা ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এক বছরের এফডিতে ৬.৬০ শতাংশ সুদের হার পাবেন। ১ লক্ষ টাকার বিনিয়োগ ম্যাচিওর করে ১.০৭ লক্ষ টাকা পাবেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এক বছরের এফডিতে ৬.৪৫ শতাংশ সুদ দেয়। এক বছরে, ১ লক্ষ টাকার এফডি বেড়ে ১.০৬ লক্ষ টাকা হবে।
দ্রষ্টব্য: শেয়ার, বিনিয়োগ সংক্রান্ত প্রতিবেদনগুলি বাজার পর্যবেক্ষণ মাত্র। এগুলি বিনিয়োগের পরামর্শ নয়। বাজারে বিনিয়োগের আগে অবশ্যই পড়াশোনা করুন এবং বিশেষজ্ঞের সাহায্য গ্রহণ করুন।