Advertisement

Maruti Suzuki Price Drop: ১ লাখ টাকা কম দামে মিলছে মারুতি গাড়ি, আরও কোন গাড়ির কত দাম কমল?

Maruti Suzuki Price Drop: এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন সেই সমস্ত মানুষ, যারা স্বল্প বাজেটে একটি ছোট বা মাঝারি গাড়ি কেনার কথা ভাবছেন। বিশেষত, মারুতি সুজুকির জনপ্রিয় মডেলগুলির দাম ৩৬ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত কমতে পারে।

মারুতি সব গাড়ির দাম হুড়মুড়িয়ে পড়ছে, কোন গাড়ির দাম কত হল?মারুতি সব গাড়ির দাম হুড়মুড়িয়ে পড়ছে, কোন গাড়ির দাম কত হল?
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 4:32 PM IST

Maruti Suzuki Price Drop: দেশ জুড়ে গাড়ি বাজারে আসতে চলেছে বড় পরিবর্তন। কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে গাড়ির উপর আর ২৮ শতাংশ জিএসটি নয়। নতুন কর কাঠামোয় গাড়ির উপর থাকছে মাত্র ৫ শতাংশ ও ১৮ শতাংশ কর। এই সিদ্ধান্ত কার্যকর হবে ২২ সেপ্টেম্বর থেকে।

এর ফলে সবচেয়ে বেশি লাভবান হবেন সেই সমস্ত মানুষ, যারা স্বল্প বাজেটে একটি ছোট বা মাঝারি গাড়ি কেনার কথা ভাবছেন। বিশেষত, মারুতি সুজুকির জনপ্রিয় মডেলগুলির দাম ৩৬ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত কমতে পারে।

আরও পড়ুন

কোন গাড়ির দাম কত কমছে?
সূত্র মারফত জানা যাচ্ছে, Alto, Swift, Baleno, Wagon R, Dzire-র মতো গাড়ির দামে বড় রকম ছাড় আসতে চলেছে।

নতুন কর কাঠামো চালু হলে

Alto-র দাম প্রায় ৩৬ থেকে ৫১ হাজার টাকা কমতে পারে।

Swift-এ সর্বোচ্চ ১ লক্ষ ৬ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে।

Baleno Dzire-এর মতো গাড়িতে ৬০-৮০ হাজার টাকার মতো কমতির সম্ভাবনা।

Ertiga, Brezza, XL6-এর মতো বড় গাড়িগুলিতেও ৩০-৬০ হাজার টাকা কম দাম দেখা যাবে।

প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি যেমন Invicto ও Jimny-তেও ৪০-৬০ হাজার টাকা ছাড়ের সম্ভাবনা।

এই দামের পরিবর্তন নির্ভর করছে ভ্যারিয়েন্ট অনুযায়ী। সাধারণত বেস মডেলগুলিতে বেশি সাশ্রয় হবে।

মধ্যবিত্তের মুখে হাসি
সাম্প্রতিক কালে গাড়ির দাম একাধিক কারণে বেড়েই চলেছিল। করোনা-পরবর্তী চিপ সংকট, রসদের মূল্যবৃদ্ধি, কর কাঠামোর জটিলতা। সব মিলিয়ে গাড়ি কেনা অনেকের সাধ্যের বাইরে চলে যাচ্ছিল। এই অবস্থায় কেন্দ্রের নতুন সিদ্ধান্তে কিছুটা স্বস্তি ফিরে আসছে। বিশেষ করে চাকরিজীবী ও মধ্যবিত্ত ক্রেতারা নতুন করে গাড়ি কেনার কথা ভাবতে শুরু করেছেন।

শোরুমে ভিড় বাড়তে পারে
যদিও এখনই শোরুমে নতুন দামে গাড়ি মিলছে না, তবু অনেকে বুকিং দিয়ে রাখছেন ২২ সেপ্টেম্বরের পর ডেলিভারির জন্য। ডিলারদের মতে, আগামী কয়েক সপ্তাহে শোরুমে ভিড় চোখে পড়ার মতো বাড়তে পারে। যাঁরা গাড়ি কেনার সিদ্ধান্ত ঝুলিয়ে রেখেছিলেন, তাঁরা এবার এগিয়ে আসবেন বলে আশাবাদী বিক্রেতারা।

Advertisement

অটোমোবাইল ইন্ডাস্ট্রির আশা
গাড়ির দাম কমলে বাজারে বিক্রি বাড়বে, এমনটাই আশা করছেন নির্মাতারা। কর হ্রাসের ফলে যেভাবে চাহিদা বাড়তে পারে, তাতে উৎপাদন বাড়ানো ছাড়া উপায় থাকবে না বলেই মনে করছেন তাঁরা।

বিশেষজ্ঞদের মতে, এটি শুধু ক্রেতাদের জন্য নয়, গোটা গাড়ি শিল্পের পক্ষেও একটি ইতিবাচক পদক্ষেপ। অটোমোবাইল বাজারে কর ছাড়ের এই পদক্ষেপ মধ্যবিত্তের হাতে গাড়ির চাবি তুলে দেওয়ার পথ সহজ করে দিল। এখন শুধু অপেক্ষা, ২২ সেপ্টেম্বরের পর বাজার কীভাবে সাড়া দেয়।

Read more!
Advertisement
Advertisement