Advertisement

SIR Questions: বাড়ি বাড়ি গিয়ে BLO-রা ৫ প্রশ্নের মুখে পড়ছেন, আগেভাগেই উত্তর জেনে রাখুন

আজ থেকে বাংলায় শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। সকাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন BLO-রা। তাদের হাতে রয়েছে এনুমারেশন ফর্ম। তারা সেই ফর্ম ভোটারদের হাতে তুলে দিচ্ছেন। যদিও আজ সকাল থেকে বাড়ি বাড়ি যাওয়ার সময়ই একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বিএলও-রা। আর তেমনই কিছু প্রশ্নের উত্তর নিয়েই আমাদের এই নিবন্ধ।

SIR এর প্রশ্নSIR এর প্রশ্ন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Nov 2025,
  • अपडेटेड 1:16 PM IST
  • আজ সকাল থেকে বাড়ি বাড়ি যাওয়ার সময়ই একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বিএলও-রা
  • তেমনই কিছু প্রশ্নের উত্তর নিয়েই আমাদের এই নিবন্ধ
  • আজ থেকে বাংলায় শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন

আজ থেকে বাংলায় শুরু হয়েছে SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধন। সকাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন BLO-রা। তাদের হাতে রয়েছে এনুমারেশন ফর্ম। তারা সেই ফর্ম ভোটারদের হাতে তুলে দিচ্ছেন।

যদিও আজ সকাল থেকে বাড়ি বাড়ি যাওয়ার সময়ই একাধিক প্রশ্নের সম্মুখীন হচ্ছেন বিএলও-রা। আর তেমনই কিছু প্রশ্নের উত্তর নিয়েই আমাদের এই নিবন্ধ।

১. কাদের কোনও নথি দেখাতে হবে না?

আপনার নাম যদি ২০০২ ভোটার লিস্টে থাকে, তাহলে এ বার আর কোনও নথি দেখানোর প্রয়োজন নেই। সেই লিস্টের প্রতিলিপি দেখালেই চলবে। নাম থাকবে লিস্টে।

এছাড়া বাবা-মায়ের নামও যদি ২০০২ ভোটার লিস্টে থাকে, তাহলে বার্থ সার্টিফিকেট ছাড়া অন্য কোনও নথি জমা দেওয়ার প্রয়োজন নেই বলেই জানাচ্ছে নির্বাচন কমিশন।

২. কাদের দেখাতে হবে নথি দেখাতে হবে?

যাঁদের নিজের বা অভিভাবকের নাম ২০০২ সালের ভোটার লিস্টে নেই, তাঁদের দিতে হবে নথি।

৩. কোন কোন নথি ভ্যালিড?

ইলেকশন কমিশনের পক্ষ থেকে এই সব নথিকে ভ্যালিড বলা হয়েছে-

  • কেন্দ্র, রাজ্য সরকার কর্মী বা পেনশনভোগীর পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার
  • ব্যাঙ্ক, স্থানীয় কর্তৃপক্ষ বা পিএসইউ-এর দেওয়া কোনও পরিচয়পত্র
  • বার্থ সার্টিফিকেট
  • পাসপোর্ট
  • মাধ্যমিক বা আরও উচ্চতর কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সার্টিফিকেট
  • রাজ্যের দেওয়া স্থায়ী বাসিন্দা সনদ
  • বন-অধিকার সনদ
  • ওবিসি/এসটি/এসসি বা অন্য যে কোনো জাতিগত সংশাপত্র
  • জাতীয় নাগরিক নিবন্ধনপত্র (NRC)
  • রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি পরিবার নিবন্ধন
  • জমি বা বাড়ির দলিল
  • আধার

৪. রাজ্যের বাইরে থাকলে কী করবেন?

অনেকেই কর্মসূত্রে রাজ্যের বাইরে থাকেন। তাদের আত্মীয়পরিজন এবং আশপাশের লোকেরা জিজ্ঞেস করছেন, এক্ষেত্রে ঠিক কী করা উচিত। এই প্রসঙ্গে বিএলও-রা জানাচ্ছেন, অনলাইনেও ফর্ম ফিলআপ করা যাবে। কোনও সমস্যা হবে না।

৫. বিয়ে হয়ে গেলে কী করবেন?

অনেক মহিলারই বিয়ের পর বদলে গিয়েছে পদবি। এমন পরিস্থিতিতে তাদের প্রশ্ন, তাহলে কীভাবে ভোটার লিস্টে থাকবে নাম? এর উত্তরে বলি, ২০০২ সালের ভোটার লিস্টে বাবা-মায়ের নাম থাকলেই চলবে। সেই লিস্টের প্রতিলিপি এবং বার্থ সার্টিফিকেট দেখান। তাহলেই কোনও সমস্যা হবে না। আর নিজের নাম যদি বাপের বাড়ির এলাকায় ২০০২ সালে থাকে, তাহলে সেই লিস্ট দেখান। তাতেই কাজ হবে। অন্য কোনও নথি দেখানোর কোনও প্রয়োজন নেই।

TAGS:
Read more!
Advertisement
Advertisement