খুব শীঘ্রই ভারতে অল-ইলেক্ট্রিক কার Mini Cooper SE লঞ্চ করতে চলেছে বিলাশবহুল গাড়ি প্রস্তুতকারী সংস্থা BMW-র ইউনিট Mini India। সম্প্রতি এর বুকিং শুরু করেছে সংস্থা। আর সবচেয়ে বড় কথা, শুরু হওয়ার মাত্র ২ ঘণ্টার মধ্যে এর সমস্ত বুকিং-ও হয়ে যায়।
এক চার্জে ২৭০ কিলোমিটার
Mini Cooper SE-তে রয়েছে 32.6 kW ব্যাটারি প্যাক। গাড়িটিতে রয়েছে 18bhp ম্যাক্সিমাম পাওয়ার এবং 270Nm সর্বোচ্চ টর্ক। গ্লোবাল স্ট্যান্ডার্ড WLTP সাইকেল অনুযায়ী, মিনি কুপার এসই একবার সম্পূর্ণ চার্জ করলে ২৭০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
৭.৩ সেকেন্ডে উঠবে ১০০ কিলোমিটার গতি
গাড়িটির পিক-আপও দুর্দান্ত। মাত্র ৭ সেকেন্ডেই উঠবে ০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত গতিবেগ। এর সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার।
৩৫ মিনিটে ৮০ শতাংশ চার্জ
গাড়িটির সঙ্গে দেওয়া হচ্ছে 11kW এবং 50kW-র চার্জার। সেগুলির মাধ্যমে ২.৫ ঘণ্টায় এবং ৩৫ মিনিটে ০-৮০ শতাংশ পর্যন্ত চার্জও করা যাবে।
Mini Cooper SE-তে ৩টি দরজা
গাড়িটিতে ৩টি ওপেনিং দরজা রয়েছে। তাছাড়াও রয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। এই গাড়িতে পাবেন ৮.৮-ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিনও।
বুকিং হল ৩০ ইউনিট
সংস্থা গাড়িটির বুকিং প্রাইস রেখেছে ১ লক্ষ টাকা। গাড়ির ৩০টি ইউনিটের জন্য বুকিং খুলেছিল সংস্থা। মাত্র ২ ঘণ্টাতেই সবকটি বুকিং হয়ে যায়। তবে গাড়ির দামের বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।