রেল কর্মীদের জন্য বিরাট খবর। হাতে গরম ৭৮ দিনের বোনাস পাবেন রেল কর্মীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি বড় ঘোষণা করা হয়েছে। রেল কর্মীদের জন্য প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস অনুমোদন করা হয়েছে। প্রায় ৭০,০০০ কোটি টাকা খরচ হবে।
১০.৯০ লক্ষ কর্মচারীর জন্য দীপাবলির গিফ্ট
দীপাবলির ঠিক আগে রেল কর্মীদের জন্য বড় উপহার হিসেবে, প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস অনুমোদন করেছে। অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১০.৯০ লক্ষ কর্মচারীকে বোনাস দেওয়া হবে।
রেলে কারা বোনাস পান?
শুধুমাত্র রেলের নন গেজেটেড রেলকর্মীরা এই বোনাস পাবেন। সামনেই দুর্গাপুজো ও দীপাবলি। তার আগে কেন্দ্রের বোনাসের ঘোষণায় খুশির হাওয়া রেলকর্মীদের মহলে। গত বছর প্রায় ১১ লক্ষ কর্মী এই বোনাস পেয়েছিলেন।
উৎসবের আগে কর্মীদের এই বাড়তি টাকা আসায় যেমন তাঁদের লাভ হবে, তেমনই এর অর্থনৈতিক গুরুত্বও অপরিসীম। বিশেষজ্ঞরা বলছেন, দেশের অন্য়তম বড় নিয়োগকারী সংস্থা রেল। তাদের কর্মীদের হাতে বাড়তি টাকা দিলে অর্থনীতিতে প্রভাব পড়ে। উৎসবের মরসুমের আগে তাঁরা বেশি খরচ করবেন। তাতে দেশের রিটেল মার্কেটেও উল্লেখযোগ্য হারে বিক্রিবাট্টা বাড়বে। উৎসবের আগে জিএসটি ২.০-র কারণে বাজার ফের চাঙ্গা হওয়ার আশা দেখছেন ব্যবসায়ীরা।
শীঘ্রই বোনাস দেওয়ার দাবি উঠেছিল
ইন্ডিয়ান রেলওয়ে এমপ্লয়িজ ফেডারেশন (আইআরইএফ) দাবি করেছিল, যত দ্রুত সম্ভব বোনাস বাড়িয়ে অনুমোদন দিতে হবে। বর্তমানে, প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস প্রতি মাসে ৭ হাজার টাকা পান। তবে তাদের দাবি, প্রতি মাসে ১৮,০০০ টাকা করা উচিত।