
আজকাল কম বেশি সকলেই ব্যবসা করতে চাইছেন। চাকরির বাজার খারাপ হওয়ায় বহু যুবক-যুবতিও নিজেদের উদ্যোগ গড়ে তুলতে মনোযোগী হয়েছেন। কিন্তু ব্যবসার ক্ষেত্রে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় পুঁজি। কারণ, অনেকেরই বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করার ক্ষমতা থাকে না। তাঁদের জন্য দুর্দান্ত আইডিয়া হতে পারে এই ব্যবসাটি।
অল্প সময়ের মধ্যে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে চাইলে এই ব্যবসার জুড়ি মেলা ভার। আসলে এটি এমন একটি ব্যবসা, যা কোনও বিনিয়োগ ছাড়াই শুরু করা যেতে পারে। তবে এই ব্যবসার জন্য একটা দোকান বা স্টোররুম থাকা খুব জরুরি।
এখানে যে ব্যবসার কথা বলা হচ্ছে, তা খুব কম বিনিয়োগে শুরু করা যেতে পারে। এখানে পুরনো জিনিসপত্র অনলাইনে বিক্রি করার ব্যবসার আইডিয়া দেওয়া হচ্ছে। তবে অনলাইনের পাশাপাশি অফলাইনেও এই ব্যবসা করা যেতে পারে।
অনেকেরই বাড়িতে অব্যবহৃত জিনিসপত্র পড়ে থাকে। সাধারণত তাঁরা সেগুলো দান করে দেন। অনেকে আবার কম দামে, একেবারে নামমাত্র মূল্য়ে জিনিসগুলি লোহা ভাঙা-টিন ভাঙাওয়ালাকে বিক্রিও করে দেন। এই জিনিসগুলিই আসলে আপনার ব্যবসার পুঁজি।
লোহা ভাঙা-টিন ভাঙাওয়ালার কাছ থেকে অত্যন্ত কম দামে আপনি এই জিনিসগুলি কিনতে পারেন। এরপর সেগুলি একটু ঝাড়াই করে বা মেরামত করে নিজের দোকানে রাখুন। যাদের সেকেন্ড হল্যান্ড জিনিস দরকার, তাঁরা আপনার থেকে বেশি দামে এই জিনিসগুলি নিয়ে নেবে।
কোন ধরনের জিনিস বিক্রি করতে হবে?
একমাত্র সেই জিনিসই বিক্রি করার জন্য স্টোরে তুলুন, যেগুলির চাহিদা আমজনতার বাড়িতে রয়েছে। যেমন অনেকের বাড়িতে একাধিক ইস্ত্রি করার মেশিন থাকে। তাঁরা এমন ক্ষেত্রে পুরনোটিকে খুব কম দামে বিক্রি করে দেন। সেই ইস্ত্রি আপনি হাফ দামে বিক্রি করতে পারেন। এমনভাবেই গ্যাসের ওভেন, কুলার, ফ্যান, স্মার্ট টিভি, মোবাইল, গিজার, স্টাডি ল্যাম্পের মতো অনেক জিনিস রাখা যেতে পারে।
বিশেষ বিষয় হল, এই ব্যবসায় লাভের সম্ভাবনা অনেক বেশি ও লসের সম্ভাবনা যথেষ্ট কম। কখনও কখনও পুরনো কেনা জিনিসের উপর প্রায় দ্বিগুণ বা তারও বেশি লাভ করা যেতে পারে।